অভিনয়শিল্পী মামনুন ইমন ও জাকিয়া বারী মমর বন্ধুত্বের গল্পটা বেশ মজার। ১৬ বছর আগে তাঁরা একসঙ্গে ‘দারুচিনি দ্বীপ’ সিনেমায় অভিনয় করেন। একসঙ্গে অভিনয় করতে গিয়েই তাঁদের পরিচয়। দুজনই ছিলেন মিশুক ও আড্ডাবাজ। তাই অল্প সময়ের মধ্যেই গড়ে ওঠে বন্ধুত্ব। ১৬ বছর পরে সেই বন্ধুত্ব এখন কেমন আছে? কী বলেন এই দুই অভিনয়শিল্পী।
তৌকীর আহমেদ পরিচালিত ‘দারুচিনি দ্বীপ’ সিনেমাটি ২০০৭ সালে মুক্তি পায়। দর্শকমহলে সিনেমাটি জনপ্রিয়তা পায়। তারপর দুজনই অভিনয়ে ব্যস্ত হয়ে পড়েন। নিয়মিত তাঁদের দেখা হলেও একসঙ্গে খুব বেশি কাজের সুযোগ হয়নি। কিন্তু সম্পর্কটা এখনো সেই আগের মতোই রয়েছে। ইমন বলেন, ‘এখনো দেখা হলেই প্রথম দিনের মতোই মনে হয়। সিনেমার শুটিংয়ের সময় থেকেই আমরা ভালো বন্ধু হয়ে যাই। সম্পর্কটা আগের মতোই আছে। এখনো দেখা হলে গল্প–আড্ডায় ভালো সময় কাটে।’
অভিনয়ে তাঁদের বোঝাপড়া ভালো। সিনেমা দিয়ে তাঁদের যাত্রা শুরু হলেও দুজনই একসময় নাটকে ব্যস্ত হয়ে পড়েন। নিয়মিত নাটকে অভিনয় করার পর ইমন এখন ঢালিউডে ব্যস্ত হয়েছেন। মম বলেন, ‘আমরা তো আসলে ’৯০–এর টিনএজ জেনারেশন। শুধু কাজের সময়ই নয়, এমনিতেও আমাদের দেখা হলে লম্বা সময় ধরে কথা হয়। সেই দিনগুলোর কথাই বেশি হয়। যখন আমরা একসঙ্গে দারুচিনি দ্বীপ সিনেমার শুটিং করতাম। আগের মতোই আমাদের সময়টা ভালো কাটে।’
ইমন জানালেন, সর্বশেষ পাঁচ বছর আগে একটি নাটকে অভিনয় করেছিলেন। দীর্ঘদিন পর এবার ঈদের জন্য তাঁরা জুটি হলেন ‘স্ক্রিপ্ট রাইটার’ টেলিছবিতে। এর পরিচালক আনিসুর রহমান জানান, একজন চিত্রনাট্যকারের গল্প নিয়ে নাটকটি ঈদে চ্যানেল আইতে প্রচার হবে।