প্রতিবেশীর ভূমিকায় মীর সাব্বির ও সুমাইয়া শিমু

ভালোবাসার বিশেষ পাঁচফোড়নে দুই প্রতিবেশীর ভূমিকায় অভিনয় করেছেন মীর সাব্বির ও সুমাইয়া শিমু
ছবি : সংগৃহীত

 প্রায় দুই যুগ ধরে বছরের বিশেষ বিশেষ দিনে এটিএন বাংলায় প্রচারিত হয় ম্যাগাজিন অনুষ্ঠান ‘পাঁচফোড়ন’। এবার ভালোবাসা দিবস উপলক্ষে ভালোবাসার বিশেষ পাঁচফোড়ন নির্মাণ করেছে ফাগুন অডিও ভিশন। মঙ্গলবার রাত ১০টা ৪০ মিনিটে অনুষ্ঠানটি প্রচারিত হবে এটিএন বাংলায়।

প্রতিবারের মতো এবারও ভিন্ন আঙ্গিকের উপস্থাপনায় রকমারি আয়োজন নিয়ে সাজানো হয়েছে অনুষ্ঠানটি। পাশাপাশি দুটি ফ্ল্যাটে বাস করা দুজন তরুণ-তরুণীর মধ্যে প্রথমে ঝগড়া-বিবাদ, এরপর মান-অভিমান নিয়েই গড়ে উঠেছে এবারের পাঁচফোড়নের গল্প। দুই প্রতিবেশীর ভূমিকায় অভিনয় করেছেন মীর সাব্বির ও সুমাইয়া শিমু। সঞ্চালনার পাশাপাশি তাঁরা একটি ভালোবাসার গানের দৃশ্যধারণে অংশ নিয়েছেন।

‘তোমার চোখে আমার চোখে’ শিরোনামে একটি গান গেয়েছেন সংগীতশিল্পী দিনাত জাহান মুন্নী

অনুষ্ঠানের তিনটি গানের মধ্যে ‘তোমার চোখে আমার চোখে’ শিরোনামে একটি গান গেয়েছেন সংগীতশিল্পী দিনাত জাহান মুন্নী। গানটির কথা লিখেছেন কবির বকুল, সুর ও সংগীতায়োজন করেছেন ইমন চৌধুরী, গানটির চিত্রায়ণে অংশ নিয়েছেন মডেল সাজ্জাদ ও মোনালিসা দীপা।

সংগীতশিল্পী সুমী শবনম গেয়েছেন ‘মন তোরে দেখিতে পাই না’, গানটির কথা লিখেছেন ও সুর করেছেন মোহাম্মদ আকরাম হোসেন ও সংগীতায়োজন করেছেন সজীব দাস। আরেকটি গানে কণ্ঠ দিয়েছেন খাগড়াছড়ি জেলার জারুলছড়ি গ্রামের মন শান্তি চাকমা নামের এক দৃষ্টিপ্রতিবন্ধী শিল্পী।

চট্টগ্রাম জেলার সীতাকুণ্ড উপজেলার উত্তর ভাটেরখীল গ্রামে ১৩০ বছর ধরে শীতের সময় গ্রামের কয়েক হাজার মানুষকে এক দিন এক জায়গায় জড়ো করে রস দিয়ে তৈরি শিরনি খাওয়ানো হচ্ছে। তাদের এই অভিনব উদ্যোগের ওপর এবারের পাঁচফোড়নে রয়েছে একটি সমসাময়িক প্রতিবেদন।

রয়েছে ভালোবাসার ওপর বিভিন্ন আঙ্গিকে মজাদার কিছু নাট্যাংশ। এতে অভিনয় করেছেন সুভাশিষ ভৌমিক, কামাল বায়েজিদ, শাহেদ আলী, জামিল হোসেন, সাদিয়া তানজিন, হাশিম মাসুদ, তারিক স্বপন, নজরুল ইসলাম, সুজাত শিমুল, সুবর্ণা মজুমদার, সাজ্জাদ সাজু, মোনালিসা দীপা, মতিউর রহমান, সাবরিনা নিসা, সিলভিয়া কুইয়াসহ আরও অনেকে।