নাটকীয়তার পর বাংলাদেশের জয়, যা বলছেন তারকারা

নো বল নাটকের পর তিন রানে জিতল বাংলাদেশ। শ্বাসরুদ্ধকর ম্যাচটি নিয়ে দেশের দর্শকেরা বলছেন, একই ম্যাচে দুইবার জয়। খেলাটি উপভোগ করেছেন দেশের তারকারাও। নাটকীয়তা, শ্বাসরুদ্ধকর ম্যাচটি নিয়ে কী বলছেন তারকারা। আসুন জেনে নেই ছবিতে ছবিতে।
অভিনেত্রী ও সংসদ সদস্য সুবর্ণা মুস্তাফা ফেসবুকে লিখেছেন, ‘শুরু থেকে শেষ পর্যন্ত দারুণ একটি ম্যাচ উপভোগ করলাম। অভিনন্দন টিম টাইগার্স, হালুমস। শেষে সাকিবের চমক। সাকিব আল হাসানের কী অসাধারণ বল ধরা ও ছুড়ে দেওয়া... সাকিব আল হাসান, তোমাকে অভিবাদন। জয় বাংলা।’ ছবি: প্রথম আলো
‘দম বন্ধ করে দেওয়ার মতো একটি ম্যাচ’ উল্লেখ করে চিত্রনায়িকা শবনম বুবলী লিখেছেন, ‘শেষ মুহূর্তে নিশ্বাস বন্ধ হয়ে যাচ্ছিল। অবশেষে আমরা জিতেছি! টাইগার, তোমাদের নিয়ে আমরা গর্বিত।’
নাটকীয় ও শ্বাসরুদ্ধকর খেলাটিকে চিত্রনায়ক সিয়াম আহমেদ উল্লেখ করেছেন ‘আগুন ধরানো ম্যাচ’ হিসেবে।
এটাই নাকি টাইগারদের সেরা বিশ্বকাপ, এমনটাই বলেছেন পরিচালক শিহাব শাহীন। তিনি লিখেছেন, ‘রেজাল্ট বিচারে এটাই বাংলাদেশের সেরা টি–২০ বিশ্বকাপ।’
অভিনেতা আবদুন নুর সজল লিখেছেন, ‘আলহামদুলিল্লাহ, অনেক নাটকীয়তার পর অবশেষে তিন রানে জয়ী। অভিনন্দন বাংলাদেশ। পরবর্তী ম্যাচের জন্য শুভকামনা।’
চিত্রনায়ক সাইমন সাদিক লিখেছেন, ‘আমরা সমর্থকেরা তো স্ট্রোক করার মতো অবস্থায় ছিলাম। কী এক ম্যাচ দেখাইলা…ম্যাচ জেতার পর আবার মাঠে নামাইলা? অভিনন্দন বাংলাদেশ ক্রিকেট দল।’
এমন জয়ে যেন ভালোবাসা ছাড়া কিছুই বলার নেই জিয়াউল ফারুক অপূর্বর। তিনি শুধু লিখেছেন, ‘বাংলাদেশ ক্রিকেট টিমের প্রতি ভালোবাসা।’ ছবি: সংগৃহীত
শ্বাসরুদ্ধকর এই ম্যাচ নিয়ে গায়িকা সোমনূর মনির কোনাল লিখেছেন, ‘অভিনন্দন বাংলাদেশ দল, বাংলার টাইগাররা। অনেক কষ্টের জয় বাংলাদেশের। এটা শুধুই জয় নয়, জিম্বাবুয়ের বিপক্ষে বাংলাদেশের মর্যাদার লড়াইও।’ ছবি: সংগৃহীত
পরিচালক আশফাক নিপুণ লিখেছেন, ‘খেলা বদলে দেওয়া মুহূর্ত! অধিনায়কের সরাসরি থ্রোতে স্টাম্প ভাঙলেন অধিনায়ক।’
নিলয় আলমগীর লিখেছেন, ‘বাংলাদেশ জিতে গেসে, তাই খুশি খুশি লাগে। খেলাটি অনেক দিন পর্যন্ত মনে থাকবে।’