সাধারণ শিক্ষার্থীদের হত্যা নিয়ে প্রতিবাদ না করে বিটিভি প্রাঙ্গণে যাওয়া শিল্পীদের বিরুদ্ধে সরব হয়েছিলেন তরুণ অভিনেত্রী সাদিয়া আয়মান।
ছাত্র-জনতার আন্দোলনের মুখে পদত্যাগ করে দেশ ছেড়েছেন শেখ হাসিনা। পরে এক ফেসবুক স্ট্যাটাসে সাদিয়া লিখেছেন, ‘ম্যাডাম, আপনি গেছেন ভালো কথা, কিন্তু যাঁরা জাতীয় পুরস্কারের আশায় ছিলেন, তাঁদের পুরস্কারটা দিয়ে যাইতেন।’
এর আগে আরেক পোস্টে সাদিয়া লিখেছেন, ‘স্বাধীনতার সুখ চারপাশে। আহ্ কী যে শান্তি। কী যে মধুর।’
এর মধ্যে বিভিন্ন স্থাপনায় ভাঙচুর ও লুটপাটের খবরে অনেকে উদ্বেগ জানিয়েছেন। বিষয়টি নিয়ে এই তরুণ অভিনেত্রী লিখেছেন, ‘প্লিজ, আপনারা এ রকম লুটপাট আর ধ্বংসযজ্ঞ চালাবেন না। আমরা এ রকম বিজয় চাইনি, এ রকম বিজয়ের জন্য এত দিন কেউ প্রাণ দেয়নি। আমাদের রাষ্ট্রীয় সম্পদ রক্ষা করা আমাদেরই দায়িত্ব।’