নারী সাফ চ্যাম্পিয়নশিপের ফাইনালে নেপালকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ নারী ফুটবল দল। বিজয়ী দলকে চলচ্চিত্র ও টিভি নাটকের অভিনয়শিল্পী, নির্মাতারা শুভেচ্ছা জানিয়েছেন। কেউ কেউ কৃষ্ণা, শামসুন্নাহারদের প্রশংসায় ভাসিয়েছেন।
নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী ফেসবুক পোস্টে লিখেছেন, ‘আমি এবং আমার মেয়ে ঝিরঝিরে ব্রডকাস্টেও পুরো খেলা দেখছি, হইচই করছি, চিৎকার করছি। আমি জানি না ও কিছু বুঝতে পারল কি না বা বড় হয়ে মনে থাকবে কি না, বাংলাদেশের একটা বড় ইতিহাসের সাক্ষী হয়ে থাকল সে। অভিনন্দন বাংলাদেশ নারী ফুটবল দল। তোমরা সাফ চ্যাম্পিয়ন না হলেও আমাদের চোখে চ্যাম্পিয়নই থাকতা। সকল প্রকার মিসোজিনি, টীকাটিপ্পনী, বাধা ডিঙিয়ে যে পথ তোমরা চলেছ, তাতে তোমরা প্রতিদিনেরই চ্যাম্পিয়ন।’
সানজিদা, কৃষ্ণাদের ছবি পোস্ট করে ছোট পর্দার অভিনেত্রী আশনা হাবীব ভাবনা লিখেছেন, ‘দাবায় রাখতে পারবা না।’ বিজয়ী দলের ছবি পোস্ট করে বিদ্যা সিনহা মিম লিখেছেন, ‘দামাল।’ এই নামে মিমের একটি ছবি মুক্তির অপেক্ষায় আছে। সিনেমাটি নির্মাণ করেছেন রায়হান রাফি, তিনিও চ্যাম্পিয়ন দলকে শুভেচ্ছা জানিয়েছেন।
‘রেহানা মরিয়ম নূর’ সিনেমার অভিনেত্রী আজমেরী হক বাঁধন লিখেছন, ‘শুভেচ্ছা।’ চিত্রনায়ক আরিফিন শুভ লিখেছেন, ‘চ্যাম্পিয়ন দলকে শুভেচ্ছা।’
নেপালের দশরথ স্টেডিয়ামে সোমবার সন্ধ্যায় নেপালকে ৩-১ গোলে পরাজিত করেছেন বাংলাদেশের মেয়েরা। বাংলাদেশের পক্ষে শামসুন্নাহার ১টি ও কৃষ্ণা রানী সরকার ২ গোল করেন। এবারই প্রথমবারের মতো দক্ষিণ এশিয়ার ফুটবলের শিরোপা যাচ্ছে বাংলাদেশের ঘরে।