নাট্যনির্মাতা ইয়ামিন ইলান ও মাসুম রেজওয়ান
নাট্যনির্মাতা ইয়ামিন ইলান ও মাসুম রেজওয়ান

অভিনয়শিল্পী ও নির্মাতার মিটমাট

একে অপরের বিরুদ্ধে মারধরের অভিযোগ তুলেছিলেন অভিনয়শিল্পী মাসুম রেজওয়ান ও নাট্যনির্মাতা ইয়ামিন ইলান; আরেক অভিনয়শিল্পী সামিয়া অথইও মাসুমের বিরুদ্ধে অভিযোগ করেছিলেন।

তিনজনের অভিযোগ পেয়ে ৬ জুলাই এক বৈঠক ডেকেছিল অভিনয় শিল্পী সংঘের অভিযোগ উপপরিষদ। এতে তিনজন ও প্রত্যক্ষদর্শীর বক্তব্য শুনে শিল্পী সমিতি বলছে, ‘তাঁদের মধ্যকার ঘটনাবলি নিতান্তই ভুল–বোঝাবুঝির কারণে হয়েছে।’
এক বিজ্ঞপ্তিতে শিল্পী সমিতি লিখেছে, ‘দীর্ঘদিনের পরস্পরের পরিচিত মাসুম রেজওয়ান ও ইয়ামিন ইলান মুহূর্তের উত্তেজনায় সৃষ্ট তাঁদের ভুলের জন্য দুঃখ প্রকাশ করেন। এ বিষয়ে ভবিষ্যতে সতর্ক থাকবেন বলে প্রতিশ্রুতি দেন।’

শিল্পী সমিতির ভাষ্যে, ‘পরিবারে বিভিন্ন সময় যে কারও সঙ্গে মনোমালিন্য বা ভুল–বোঝাবুঝির সৃষ্টি হতে পারে, তাতে মুহূর্তের উত্তেজনায় নিজের নিয়ন্ত্রণ হারিয়ে কোনো কিছু করা, বিশেষ করে সোশ্যাল মিডিয়াতে কোনো ধরনের মন্তব্য করা থেকে আমাদের বিরত থেকে সাংগঠনিকভাবে সব সমস্যার সমাধানে উদ্যোগী হওয়া উচিত।’
এই বিজ্ঞপ্তিতে অভিনয় শিল্পী সংঘ বাংলাদেশের সহসভাপতি আনিসুর রহমান মিলন, যুগ্ম সাধারণ সম্পাদক নাজনীন হাসান চুমকী, আইন ও কল্যাণ সম্পাদক ঊর্মিলা শ্রাবন্তী কর, অভিনয়শিল্পী সামিয়া অথই, নাট্যনির্মাতা ইয়ামিন ইলান ও অভিনয়শিল্পী মাসুদ রেজওয়ান স্বাক্ষর করেছেন।

‘মুহিব’ নামে একটি নাটকে অভিনয় করেছেন দুই তরুণ অভিনয়শিল্পী মাসুম রেজওয়ান ও সামিয়া অথই; নাটকটি পরিচালনা করেছেন নির্মাতা হোসনি ইয়ামিন।
গত ১৭ ও ১৮ মে নাটকটির দৃশ্যধারণ করেছেন তাঁরা। এখনো নাটকটি মুক্তি পায়নি। এর মধ্যে ব্যক্তিগত বিষয়কে সামনে এনে একে অপরের বিরুদ্ধে অভিযোগ, পাল্টা অভিযোগ করেছিলেন তিন পরিচালক, অভিনেতা ও অভিনেত্রী।