যাঁদের কাছের মানুষ ভাবতাম, তাঁদের কারণে বিরতি নিতে বাধ্য হয়েছি: শখ

একসময় তুমুল ব্যস্ত ছিলেন আনিকা কবির শখ। জনপ্রিয়তার কারণে তাঁকে নিয়ে অনেক পরিচালক-প্রযোজক একের পর এক কাজ করেছেন। প্রেম করে নাটকের অভিনয়শিল্পী নিলয় আলমগীরকে বিয়েও করেন। বিয়ের পর সংসারী শখ কাজ থেকে গুটিয়ে নেন নিজেকে। একসময় শোনা যায়, তাঁরা সর্ম্পকের ইতি টেনেছেন। আবার কাজে ফেরেন। এরপর হঠাৎ সবকিছু থেকে উধাও শখ।

আনিকা কবির শখ
ছবি : ফেসবুক

তারপর শোনা যায়, ওই সময়ে আবার বিয়ে করেছিলেন তিনি, হয়েছিলেন সন্তানের মাও। এখন আবার নাটকে অভিনয় ও নাচ নিয়ে ব্যস্ত হয়ে উঠছেন তিনি। ফিরে আসার পর জানালেন, হতাশা থেকেই নিজেকে গুটিয়ে নিয়েছিলেন শখ। সম্প্রতি টেলিভিশন সাক্ষাৎকারে তেমনটাই অকপটে জানান এই মডেল ও অভিনয়শিল্পী।

আড়ালে থাকা কিংবা কাজ থেকে বিরতি নেওয়া প্রসঙ্গে শখ বলেন, ‘যাঁদের কাছের মানুষ ভাবতাম, তাঁদের কারণে বিরতি নিতে বাধ্য হয়েছি। কারণ, ওই সময়ে আমার সঙ্গে একটা ডিজাস্টার হয়। ওই সময় আমার ফেসবুক আইডি হ্যাক হয়ে গিয়েছিল। ফোনও হারিয়ে ফেলেছিলাম। বাধ্য হয়ে নিজের ব্যবহৃত নম্বরটিও পরিবর্তন করতে হয়েছিল।

আনিকা কবির শখ

সেগুলো ফিরিয়ে আনার চেষ্টা করতে করতে আমি ভীষণ হতাশ হয়ে পড়ি। একটা সময় গিয়ে মনে হলো, ঠিক আছে, বাদ দেওয়া যাক। তবে আমি বিশ্বাস করি, কারও জায়গা কেউ নিতে পারে না। আর আমি এত ছোট থেকে কাজ শুরু করেছি যে আমার বিশ্বাস ছিল, আমার দর্শক আমাকে কখনো ভুলে যাবে না। এখন তো আবার ফেসবুকে নিয়মিত আমি। সবার সঙ্গে যোগাযোগ হচ্ছে। কাজও হচ্ছে। স্টেজ শো করছি। অভিনয় করছি।’

করোনার সময় বিয়ে করেছিলেন শখ। কথায় কথায় শখ জানান, ‘বিয়ের পরপর কাজের জন্য অনেকেই ফোন করতেন। এমনকি আমি যখন অন্তঃসত্ত্বা, তখনো বিজ্ঞাপনের শুটিংয়ের জন্য কেউ কেউ আমাকে ফোন করেছেন। সে সময় নতুন বিয়ে, কাজের চেয়ে নতুন সংসারকে প্রাধান্য দিয়েছিলাম। বিয়ের পর শ্বশুরবাড়িতে ছিলাম। শ্বশুর নেই, শাশুড়ির দেখভাল থেকে শুরু করে সংসারটা গোছাচ্ছিলাম।

দীর্ঘদিন ধরেই পর্দার বাইরে ছিলেন অভিনেত্রী ও মডেল আনিকা কবির শখ। পরে জানা যায়, তিনি দ্বিতীয় বিয়ে করেছেন। সেই খবর কাউকে জানাননি। এর মধ্যেই জানা যায় মা হয়েছেন তিনি। শখের স্বামী রহমান জন। তাঁদের কন্যার নাম আনাহিতা রহমান আলিফ

তা ছাড়া করোনার মধ্যে কাজের তেমন আগ্রহও ছিল না। সব মিলে ফোন নম্বর পরিবর্তন করতে হয়েছিল, যাতে আমার কর্মক্ষেত্রে কারও সঙ্গে ভুল-বোঝাবুঝি না হয়। আমিও তো কারও সন্তান। আমারও সংসার, সন্তান আছে। ওই জায়গাটা তো ভুলে গেলে চলবে না। কর্মক্ষেত্র আর পরিবার—দুটোই তো ঠিক রাখতে হবে। শুধু যে আমি একজন শিল্পী, তা তো নয়। একটু বিরতি নিয়ে আমার পারিবারিক জায়গাটাও আমি ঠিক রেখেছি।’

এখন নিয়মিত কাজ করছেন। সবাই তাঁকে বেশ ভালোভাবেই স্বাগত জানিয়েছে বলেও জানান শখ। তিনি বললেন, ‘নিয়মিত কাজের পাশাপাশি উৎসব আয়োজনেও এখন আমি থাকছি।’ শখ আরও বলেন, ‘খালি মাঠে সবাই গোল করতে পারে। ভরা মাঠে পারে না। আমি গোল দিয়েছি ভরা মাঠে। আমি বিশ্বাস করি, যে প্লেয়ার, সে সব সময় খেলতে পারে।’