‘জল্লাদ’ শাহজাহানকে নিয়ে স্মৃতিচারণা করেছেন অভিনেতা ফারুক আহমেদ
‘জল্লাদ’ শাহজাহানকে নিয়ে স্মৃতিচারণা করেছেন অভিনেতা ফারুক আহমেদ

অভিনেতা ফারুকের সঙ্গে যে কথা হয়েছিল জল্লাদ শাহজাহানের

দীর্ঘ সময় জেলের সাজা খেটে গেল বছর মুক্ত বাতাসের দেখা পেয়েছিলেন বাংলাদেশের আলোচিত ‘জল্লাদ’ শাহজাহান। এ সময়ে নিজ হাতে বহু ফাঁসি কার্যকর করেছিলেন। কিন্তু জেলজীবন থেকে মুক্তির এক বছরেই না ফেরার দেশে শাহজাহান। যদিও জেল থেকে মুক্তির পরও ভালো ছিলেন না শাহজাহান। তাঁর মৃত্যুর খবর পেয়ে এমনটাই স্মৃতিচারণা করেছেন ছোট ও বড় পর্দার জনপ্রিয় অভিনেতা ফারুক আহমেদ।
সামাজিক মাধ্যমে জল্লাদ শাহজাহানকে নিয়ে একটি স্ট্যাটাস দিয়েছেন এই অভিনেতা।

অভিনেতা ফারুক আহমেদ। ছবি: ফেসবুক

লিখেছেন, ‘এ বছর বইমেলায় কিংবদন্তী পাবলিকেশনস থেকে শাহজাহান ভূঁইয়ার লেখা একটা বই প্রকাশ হয়েছিল। বইটির নাম “কেমন ছিলো জল্লাদ জীবন”। মেলার কিংবদন্তী প্রকাশনীতে আমার লেখা একটি বইও ছিল। বইমেলার প্রায় ১৫ দিন আমি কিংবদন্তী স্টলে বসেছি। জল্লাদ শাহজাহানের সঙ্গে আমার কিংবদন্তীর স্টলেই পরিচয়।
‘তাঁর দীর্ঘ জেলজীবন, জল্লাদ হওয়ার গল্প, ফাঁসি দেওয়ার সময় তাঁর মনের অবস্থা, ফাঁসির সময় আসামির ক্রিয়া, এসব বিষয় তাঁর কাছে জানতে চেয়েছি। তিনি খোলামেলাভাবে আমার কথার উত্তর দিয়েছেন।

একদিন আমি তাঁকে জিজ্ঞেস করলাম, “মুক্ত জীবন কেমন লাগছে?” তিনি মাথা নিচু করে বললেন, “ভালো না। আমার কেউ নাই। কিচ্ছু নাই। ভালো লাগে না।” আমি বোকার মতো তাঁর দিকে তাকিয়ে রইলাম। আহারে জীবন!’

অভিনেতা ফারুক জল্লাদ শাহজাহানের স্মৃতিচারণা করতে গিয়ে আরও লিখেছেন, ‘জীবনের ৪০ বছরের বেশি সময় জেলের চার দেয়ালের ভেতর কাটিয়ে মুক্ত জীবন পেয়েও বলেন তাঁর ভালো লাগে না! আমি তাঁকে আবার জিজ্ঞেস করলাম, “কী করলে আপনার ভালো লাগবে?” তিনি সঙ্গে সঙ্গে উত্তর দিলেন, “মরে গেলে।”
অভিনেতা আরও লিখেছেন, ‘জল্লাদ শাহজাহান আজ দুপুরে মারা গেছেন। তাঁর চাওয়া পূরণ হয়েছে। ওপারে ভালো থাকবেন জল্লাদ শাহজাহান।’