নিয়মিতই সামাজিক যোগাযোগমাধ্যমে ভক্তদের জন্য ছবি পোস্ট করেন তারকারা। সেসব ছবি অনেক সময় বলে দেয় তারকাদের মনের কথা, কাজের কথা। ভক্তদের জন্য সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করা ছবিতে জেনে নেওয়া যাক তারকাদের যাপিত জীবনের গল্প।
ঈদে মুক্তি পেয়েছে অভিনেত্রী জাহারা মিতু অভিনীত সিনেমা ‘শত্রু’। এ সিনেমায় তাঁর বিপরীতে অভিনয় করেছেন চিত্রনায়ক বাপ্পী চৌধুরী। গাড়ির ড্রাইভিং সিটে বসা ছবিটি সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করে অভিনেত্রী ক্যাপশনে জুড়ে দিয়েছেন এই লাইনগুলো, ‘যদি বলি হাঁটতে সাথে, সঙ্গে যাবেন?...’
ছবিটি ফেসবুকে শেয়ার করে অভিনেত্রী কেয়া পায়েল লিখেছেন, ‘আমার মন যা চায় তুই।’ কেয়া পায়েল অভিনয়ে এসেছিলেন শখ করে। এখন অভিনয় নিয়েই ব্যস্ততা। এবার ঈদে ১২টির মতো নাটকে কাজ করেছেন এই অভিনেত্রী। এর মধ্যে অপূর্বর সঙ্গে ‘ঈর্ষা’, জোভানের সঙ্গে ‘লাভ ইউ ভাইয়া’, তৌসিফের সঙ্গে ‘ফিটিং ইসমাইল’, ফারহানের সঙ্গে ‘পোস্টম্যান’ নাটক বেশ সাড়া পেয়েছে
জনপ্রিয় অভিনেতা চঞ্চল চৌধুরী ভক্তদের কাছ থেকে অনেক ভালোবাসা পান। সেই ভালোবাসার একটি নিদর্শন ফেসবুকে শেয়ার করেছেন এই অভিনেতা। ছবিটি পোস্ট করে ক্যাপশনে তিনি লিখেছেন, ‘‘‘কারাগার”-এর সেই মিস্ট্রিম্যানকে তৈলচিত্রে এঁকেছিল গভীর ভালোবাসায় তুলির আঁচড়ে। ছবিটা অনেক যত্নে আমার হাতে পৌঁছে দিয়ে গিয়েছিল। কলকাতার শিল্পী রিজুকে অনেক অনেক ভালোবাসা’
বিজ্ঞাপন
লন্ডনের ন্যাচারাল হিস্ট্রি মিউজিয়ামে ঘুরতে গিয়ে সেখানের বেশ কিছু ছবি ফেসবুকে পোস্ট করে অভিনেত্রী সাফা কবির লিখেছেন, ‘চমৎকার অভিজ্ঞতা।’ সম্প্রতি ছোট পর্দার জনপ্রিয় এই অভিনেত্রী অভিনীত একটি নাটক মুক্তি পেয়েছে। ‘হিসেবি বউ’ নামের এ নাটকে তিনি জুটি হয়েছেন অভিনেতা জিয়াউল হক অপূর্বর সঙ্গে
বিজ্ঞাপন
গত বছর মুক্তি পাওয়া ‘পরাণ ও দামাল’ সিনেমায় অভিনয় করে প্রশংসিত বিদ্যা সিনহা মিম সম্প্রতি কাজ করেছেন কলকাতার জনপ্রিয় অভিনেতা জিতের সঙ্গে ‘মানুষ’ সিনেমায়। এ ছাড়া হইচইয়ের ‘মিশন হান্টডাউন’ শিরোনামের একটি ওয়েব সিরিজে দেখা যাবে এই অভিনেত্রীকে। কালো পোশাকে ছবির এই সাজে তোলা বেশ কিছু ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করেছেন মিমক্যাপশনে ‘আমার কান ফেরত চাই’ লিখে ‘পুনর্জন্ম অন্তিম পর্বের’ পোস্টারটি ফেসবুকে পোস্ট করেছেন অভিনেত্রী মেহজাবীন চৌধুরী। নির্মাতা ভিকি জাহেদের ‘পুনর্জন্ম’ ইউনিভার্সের অন্তিম পর্ব মুক্তি পাবে পবিত্র ঈদুল আজহায়। ২০২১ সালে ‘পুনর্জন্ম’ নির্মাণ করেন ভিকি জাহেদ। একই বছর ‘পুনর্জন্ম ২’ নিয়ে আসেন তিনি। গত বছর চরকিতে আসে একই ইউনিভার্সের ‘শুক্লপক্ষ’। এরপর আসে ‘পুনর্জন্ম ৩’। নাটকে রাফসান হক চরিত্রে অভিনয় করে আলোচিত হন অভিনেতা আফরান নিশো। আরও আছেন মেহজাবীন চৌধুরী, খায়রুল বাসার, কাজী নওশাবা আহমেদ, শাহেদ আলী, আবদুল্লাহ আল সেন্টু