‘শিক্ষার্থীদের দেখে আমরা অনুপ্রাণিত হয়েছি’

বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর পাশাপাশি ঢাকা শহরের ট্রাফিক নিয়ন্ত্রণে রাস্তায় নেমেছেন শিক্ষার্থীরা। কেউ কেউ ঝাড়ু হাতে জঞ্জাল পরিষ্কার করছেন। শিক্ষার্থীদের ধন্যবাদ জানাতে এসেছিলেন অভিনেত্রী সাবিলা নূর, সাফা কবিরসহ আরও অনেকে।

বৃহস্পতিবার দুপুরে রাজধানীর কারওয়ান বাজারসহ বিভিন্ন স্থানে শিক্ষার্থীদের সঙ্গে সময় কাটিয়েছেন তাঁরা
শিক্ষার্থীদের সঙ্গে দারুণ সময় কেটেছে জানিয়ে সাবিলা নূর প্রথম আলোকে বলেছেন, ‘শিক্ষার্থীরা আমাদের জন্য যা করেছে, তার ঋণ আমরা শোধ করতে পারব না। শিক্ষার্থীদের দেখে আমরা অনুপ্রাণিত হয়েছি। মুখে হাসি নিয়ে এতটা কষ্টের কাজ করছে। এ সময় অনেক অভিভাবককেও শিক্ষার্থীদের পাশে থাকতে দেখেছি।’
একদল শিল্পী, নির্মাতা, প্রযোজক নিজেদের তাগিদে শিক্ষার্থীদের পাশে থাকার পরিকল্পনা করেছেন গতকাল। সবার প্রতিনিধি হিসেবে সাবিলা নূর ও সাফা কবির আজ দুপুরে কারওয়ান বাজারসহ আশপাশ এলাকায় গিয়েছিলেন
নেপথ্যে ছিলেন রেদওয়ান রনি, মোস্তফা মন্ওয়ার, আদনান আল রাজীব, শঙ্খ দাশগুপ্ত, মাসুদুল আমিন, রাসেল মাহমুদ, রাহাত আহমেদ, আনিকা জাহীন, দিদারুল শিশির, নেহাল তাহের, সাবরিনা আইরিন ও রাকা নোশিন নাওয়ার
নির্মাতা রেদওয়ান রনি জানান, মূলত শিক্ষার্থীদের প্রতি কৃতজ্ঞতা জানাতেই আমরা এই পরিকল্পনা করেছিলাম