যে বিয়েগুলো নিয়ে কথা হচ্ছে, সেগুলোর মধ্যে একটি মিল রয়েছে। সবারই স্বামী প্রবাসী। কোলাজ
যে বিয়েগুলো নিয়ে কথা হচ্ছে, সেগুলোর মধ্যে একটি মিল রয়েছে। সবারই স্বামী প্রবাসী। কোলাজ

এই তারকাদের স্বামীরা প্রবাসী, বিদেশে তাঁরা কে কী করেন

গত কয়েক মাসের মধ্যে বিয়ে করেছেন অভিনয় ও সংগীতজগতের বেশ কয়েকজন তারকা। অনেকে আগে বিয়ে করলেও সে খবর আবার প্রকাশ্যে এসেছে পরে। তবে এখন যে বিয়েগুলো নিয়ে কথা হচ্ছে, সেগুলোর মধ্যে একটি মিল রয়েছে। সবারই স্বামী প্রবাসী। এসব তারকা কারা, তাঁদের স্বামীরা প্রবাসে কী করেন, এসব নিয়ে ভক্তদের আগ্রহের শেষ নেই। এমন কয়েকজন তারকাকে নিয়ে এই প্রতিবেদন।

স্বামীর সঙ্গে স্বাগতা। ছবি: স্বাগতার সৌজন্যে

হয়ে গেল অভিনেত্রী জিনাত শানু স্বাগতার বিবাহোত্তর সংবর্ধনা। তাঁর স্বামী লন্ডনপ্রবাসী হাসান আজাদ। গত বছর ঢাকার একটি ক্লাবে স্বাগতার পরিচয় হয় আজাদের সঙ্গে। কথা প্রসঙ্গে জানতে পারেন, আজাদের জন্ম, বেড়ে ওঠা ও পড়াশোনা যুক্তরাজ্যে। তিনি গানও করেন। সংগীতাঙ্গনের মানুষটির সঙ্গে এই অভিনেত্রীর বোঝাপড়া হতে সময় লাগিনি। কিছুদিন পথচলার পর তাঁরা একে অন্যকে জীবনসঙ্গী হিসেবে বেছে নেওয়ার সিদ্ধান্ত চূড়ান্ত করেন। স্বামী কী করেন জানতে চাইলে স্বাগতা বলেন, ‘আমার জামাই তো প্রবাসী। আজাদের বাবার প্রপার্টি বিজনেস রয়েছে। লন্ডনে সেই ব্যবসা দেখাশোনা করে আজাদ। পাশাপাশি তাদের ব্যবসা দেশেও রয়েছে। আমাদের লন্ডন ও বাংলাদেশে যাওয়া-আসার মধ্যে থাকতে হবে।’

গত মাসে গায়িকা অবন্তী সিঁথি বিয়ে করেন অমিত দেকে

গত মাসে গায়িকা অবন্তী সিঁথি বিয়ে করেন অমিত দেকে। তিনিও লন্ডনপ্রবাসী। অমিত নিজেও গান করেন, পাশাপাশি চাকরিও করেন। একসঙ্গে একটি গান করতে গিয়ে তাঁদের পরিচয়। সেই গান না হলেও তাঁদের মধ্যে গড়ে ওঠে ভালো লাগার সম্পর্ক। গত ১৫ ডিসেম্বর বিয়ে করেন তাঁরা। এর মধ্যে তাঁরা নেপালে হানিমুনও সেরে ফেলেছেন।
অবন্তী জানান, কাউকে না বলেই হানিমুনে গিয়েছিলেন। চেয়েছিলেন নীরবে সময়গুলো কাটাবেন। যুক্তরাজ্যপ্রবাসী স্বামী প্রসঙ্গে অবন্তী বলেন, ‘গানের পাশাপাশি আমার স্বামী লন্ডনে একটি ট্যাক্স কনসালট্যান্সি লিমিটেডে জুনিয়র অ্যাকাউন্ট্যান্ট হিসেবে যুক্ত। বিয়ের জন্য দেশে এসেছিলেন। তাকে বেশির ভাগ সময় লন্ডনেই থাকতে হবে।’ বিয়ের কদিন পর স্বামী–স্ত্রী মিলে প্রথমবার ‘বিয়ে সংবাদ’ নামে একটি বিয়ের গান করেছেন। গানটি গত ৩১ ডিসেম্বর প্রকাশিত হয়।

স্বামীর সঙ্গে লিজা। ছবি: ফেসবুক

যুক্তরাষ্ট্রে স্টেজ শো করতে গিয়ে ব্যবসায়ী সবুজ খন্দকারের সঙ্গে পরিচয় হয় লিজার। গত বছরের শেষের দিকে জানা যায়, লিজা সবুজকে বিয়ে করেছেন। পরিবারের সম্মতিতে এই বিয়ে হয়েছে বলে পরবর্তী সময়ে জানান লিজা। জানা যায়, এই গায়িকার স্বামী সবুজ খন্দকার যুক্তরাষ্ট্রে রেস্তোরাঁ ব্যবসার সঙ্গে জড়িত।

স্বামীর সঙ্গে ইশানা। ছবি: ফেসবুক

২০১৭ সালের দিকে অভিনেত্রী ইশানার সঙ্গে পরিচয় মডেল সারেফ চৌধুরীর। পরিচয়ের আগে থেকেই মডেল হিসেবে ইশানা সারেফের ভক্ত ছিলেন। সেই কথা বলার পরই তাঁদের মধ্যে সম্পর্ক আরও ভালো হয়। দুজনের বোঝাপড়া ভালো ছিল। বন্ধুত্ব জমে উঠতে সময় লাগে না। একসময় একে অন্যের প্রেমে পড়ে যান। ইশানা বলেন, ‘পরিচয়ের পর ২০১৯ সালে হঠাৎ একদিন সারেফ আমাদের বাড়িতে গিয়ে বলেন, “ইশানাকে বিয়ে করতে চাই।”’ ইশানা বলেন, ‘সেদিন অবাক হয়েছিলাম।’ এরপর তিন দিনের মধ্যে বিয়ে করে অস্ট্রেলিয়ায় চলে যান ইশানা। অস্ট্রেলিয়ায় দীর্ঘদিন ধরে বসবাস করছেন সারেফ। ইশানা বলেন, ‘আমরা তো এখন অস্ট্রেলিয়ায় থাকি। এখানে আমার স্বামী নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার হিসেবে কাজ করেন। আমাদের সংসার ভালোই চলছে। মনে হয়, এখানেই থিতু হতে হবে।’

স্বামীর সঙ্গে রোমানা। ছবি: ফেসবুক

২০১৪ সালে সর্বশেষ অভিনয় করেছিলেন ছোট পর্দার পরিচিত মুখ অভিনেত্রী ও মডেল রোমানা খান। তারপর হঠাৎ দেশের বাইরে চলে যান। ছিলেন অভিনয় থেকে দূরে। এক বছরের মাথায় সুখবর দেন। একজন যুক্তরাষ্ট্রপ্রবাসীকে বিয়ে করতে যাচ্ছেন। ২০১৫ সালের ৭ আগস্ট রোমানা বিয়ে করেন এলিন রহমানকে। এলিন দীর্ঘদিন ধরেই যুক্তরাষ্ট্রে স্থায়ীভাবে বসবাস করছেন। বর্তমানে এই দম্পতির আভাঙ্কা রহমান নামে এক কন্যাসন্তান রয়েছে। তাঁরা থাকেন নিউইয়র্কে। জানা যায়, এলিন রহমান ‘অ্যাংকর আমেরিকা ফান্ডিং, এলএলসি’ নামের একটি প্রতিষ্ঠানের প্রধান নির্বাহী কর্মকর্তা।

স্বামীর সঙ্গে তামান্না। ছবি: ফেসবুক

বিয়ের জন্য পরিবার থেকে অনেক কথাই শুনতে হয়েছে চিত্রনায়িকা তামান্নাকে। কিন্তু রাজি করানো যায়নি। ২০২১ সালে তামান্না নিজেই ফেসবুকে জানান, তিনি বিয়ে করেছেন। স্বামী সুইডেনপ্রবাসী মোহাম্মদ দাইয়া। বর্তমানে তাঁরা সুইডেনে রয়েছেন। তামান্না জানান, তাঁর স্বামী সুইডেনপ্রবাসী গুজরাটি ব্যবসায়ী।