সেই তুলনায় হয়তো যথেষ্ট ভালোবাসা জানাতে পারি না...

তারকারা তাঁদের ব্যক্তিগত অনুভূতি, প্রেম, ভালোবাসা, ভালো লাগাসহ নানা প্রসঙ্গ এখন ভক্তদের সঙ্গে সরাসরি ভাগাভাগি করেন। বেশির ভাগ ক্ষেত্রে যোগাযোগের মাধ্যম হিসেবে ফেসবুক বেছে নেন তাঁরা। তারকাদের পোস্ট করা নানামুখী কর্মকাণ্ড নিয়েই ‘মনের কথা’ পড়ুন ফেসবুকের পাতা থেকে।
আজ কক্সবাজারে গান গাইতে যাচ্ছে চিরকুট ব্যান্ড। দলের সদস্যদের সঙ্গে ছবিটি পোস্ট করে ব্যান্ডের প্রধান ভোকাল শারমিন সুলতানা সুমি লিখেছেন, ‘পাইলট বলছে, হালকা থেকে মাঝারি ঝাঁকুনি খেতে পারেন।’
 ছবি: ফেসবুক
অভিনেত্রী শাহনাজ খুশি ফেসবুক স্ট্যাটাসে লিখেছেন, ‘সৌন্দর্যবর্ধন বা বিনোদনের জন্য গাছটা কেটে ফেললে ওপর থেকে বোঝা যায় না, শিকড়টা সীমানার কতটা গভীরে গেছে! বোঝার পরে গাছটা আর জোড়া যায় না!’
আরমান ভাই’, ‘সিকান্দার বক্স’–খ্যাত নাটকের পরিচালক সাগর জাহান ছবিটি পোস্ট করে লিখেছেন, ‘ইহাই নিগূঢ় সত্য—আমি অন্ধকার খুঁড়ে আলো খুঁজছি, ইহাই নিগূঢ় সত্য—আমি নীরব হয়ে, নীরবতায় ডুবে নিজের গল্প শুনি...’
বাংলা ভাষা ও শব্দের বিবৃতি এবং ভুল বানান প্রায়ই দেখা যায়। তবে এগুলোতে সচেতন থাকেন অভিনেত্রী জাকিয়া বারী মম। তিনি ফেসবুক স্ট্যাটাসে লিখেছেন, ‘আসেন, কিছু সুন্দর বাঙলা শব্দ লিখি, যার যেমন পছন্দ। আমার যেমন জল, অনুরণন, উদ্ভাস, উষা, প্রেম, মা, শান্তি, হলুদ, সুন্দর...।’ সেখানে একাধিক অভিনয়শিল্পী আরও বাংলা শব্দ লিখেছেন।
মেরিল–প্রথম আলো অনুষ্ঠানের লালগালিচায় হাঁটার এই ছবি পোস্ট করেছেন তৌসিফ মাহবুব। ছবির নিচে ভক্তরা সম্প্রতি তাঁর অভিনীত ‘বেড নম্বর-৩’ নাটকের প্রশংসা করেছেন। তৌসিফ ভক্তদের উদ্দেশে মন্তব্য করে লিখেছেন, ‘আপনারা আমাকে যে ভালোবাসা ও সমর্থন দেন, সেই তুলনায় হয়তো যথেষ্ট ভালোবাসা জানাতে পারি না। ধন্যবাদ, সব সময় ভালোবাসা।’