টেলিভিশনের জনপ্রিয় মুখ তরুণ অভিনেতা ফারহান আহমেদ জোভান। ‘তখন যখন’, ‘প্রথম ভালোবাসা’, ‘কিছু কথা বাকি’সহ গত ঈদে তাঁর বেশ কয়েকটি নাটক প্রশংসিত হয়েছে। যদিও ‘রূপান্তর’ নামের একটি নাটক দিয়ে সমালোচিতও হয়েছেন অভিনেতা।
সমালোচনার মুখে সেই নাটক ইউটিউব থেকে সরিয়েও নেওয়া হয়েছে, যা নিয়ে দুঃখও প্রকাশ করেছিলেন অভিনেতা। বর্তমানে নাটকের কাজেই ব্যস্ত সময় কাটছে জোভানের। এবার বড় পর্দায় নাম লেখানো নিয়ে কথা বললেন অভিনেতা।
শুরু থেকেই নাটকের বাইরে অন্য কোনো প্ল্যাটফর্ম বা বড় পর্দায় দেখা যায়নি অভিনেতাকে।
জোভানও জানান, বর্তমানে শুধু নাটকেই মনোনিবেশ করতে চান তিনি। বেসরকারি চ্যানেল দেশ টিভিকে দেওয়া সাক্ষাৎকারে নাটক নিয়ে পরিকল্পনার কথা বলেন জোভান।
অভিনেতার ভাষ্য, ‘আমি নাটক করে যাচ্ছি, নাটক করব। বর্তমানে নাটকের যে অবস্থা, সেটি আগের চেয়ে অনেক ভালো। বাজেট অনেক বেড়েছে। ক্যানভাসটা বড় হয়েছে। এখন অনেক বড় পরিসরে গল্পগুলো বলতে পারি দর্শকদের। গত দুই বছরে আমি নিজে ৭ থেকে ১০ দিন শুটিং করেও একটা নাটকের কাজ করেছি। তিনটা গান বানানো হয়েছে। নাটকের ক্ষেত্রে এটা ইতিবাচক দিক। আমার ভালোবাসার জায়গা নাটক।’
সিনেমা প্রসঙ্গে জোভান বলেন, ‘না, সিনেমায় আসার চিন্তা আপাতত নেই। সিনেমায় আসছি না। এটা আমার ব্যক্তিগত পছন্দ। বড় পর্দা নিয়ে এখন চিন্তা করছি না। আমি পুরোপুরি নাটকে মনোযোগ দিতে চাই। এখানে ১১ বছর চলছে আমার। এটা আমার কাছে অনেক বড় একটা ব্যাপার। দর্শকদের বলব, ভুলত্রুটি নিয়েই মানুষ। কোনো কারণে তাঁরা দুঃখ পেয়ে থাকলে আমি আন্তরিকভাবে দুঃখিত।’