‘মানুষের মন কত ছোট হইতে পারে’, ভারতের হাসপাতাল থেকে কেন লিখলেন অহনা

তারকারা তাঁদের নানামুখী কর্মকাণ্ড ফেসবুকে ভক্তদের সঙ্গে নিয়মিত ভাগাভাগি করেন। ভক্তদের জন্য ফেসবুকে পোস্ট করা তারকাদের ‘মনের কথা’ পড়ুন ফেসবুকের পাতা থেকে।
ঈদে ‘প্রিয়তমা’ দিয়ে শাকিব খান আলোচনায় এসেছেন। ছবিটি পোস্ট করে লিখলেন, ‘আপনাদের সপ্তাহের পরিকল্পনা এখনই করে ফেলুন। “প্রিয়তমা”র সফলতার উদ্‌যাপন চলছেই।’
ছবি: ফেসবুক
পরিবার নিয়ে যুক্তরাষ্ট্রে থাকেন টনি ডায়েস। মেয়ের সাফল্যে উচ্ছ্বসিত হয়ে লিখেছেন, ‘আমরা আত্মীয়স্বজন সবাই মিলে আমাদের মেয়ে অহনার কলেজ গ্র্যাজুয়েশন উপলক্ষে একসঙ্গে হয়েছিলাম আমাদের বাসায়।’
ছবিটি পোস্ট করে অভিনেতা আবদুন নুর সজল লিখেছেন, ‘বিশাল আকাশের কাছে, আমরা সবাই কত ক্ষুদ্র কত নগণ্য। তারপরও কত বড়াই।’
অভিনয়ের ফাঁকে সময় পেলেই ঘুরতে যান অভিনেতা নিলয় আলমগীর। ছবিটি পোস্ট করে লিখেছেন, ‘ভ্রমণটা নিজের জীবনের জন্য বিনিয়োগ।’
৫. ঈদের নাটকগুলো দিয়ে প্রশংসা পাচ্ছেন তরুণ অভিনেতা তৌসিফ মাহবুব। ছবিটি পোস্ট করে তিনি নাটকের প্রচারে লিখেছেন, ‘আর কিছু থাকুক বা না থাকুক, পারিবারিক “বন্ধন” টিকে থাকুক চিরকাল।’ ‘বন্ধন’ তাঁর ঈদ নাটকের নাম।
এই মুহূর্তে অভিনেত্রী অহনা রহমান রয়েছেন মায়ের সঙ্গে ভারতে। তিনি জানান, সেখানে চিকিৎসা করাতে গিয়েছেন। কিন্তু অনেকেই মনে করছেন, তাঁরা পার্টি করতে গিয়েছেন। এই নিয়ে রেগেছেন অহনা। তিনি ফেসবুকে আক্ষেপ করে লিখেছেন, ‘আমি এবং আমার মা, আমরা দুজনই অনেক অসুস্থ; তাই ভারতে ডক্টর দেখাচ্ছি। তিন দিন সকাল থেকে রাত পর্যন্ত হাসপাতালে কাটাচ্ছি; কিন্তু কিছু ছোটলোক আছে, যারা ভাবে আমরা সম্ভবত পার্টি করতে আসছি। মানুষের মন কত ছোট হইতে পারে…ছি। আল্লাহ্ সবাইকে হেদায়েত দান করুক আমিন।’