‘আমি ৩০ বছর আগে এই মানুষটির প্রেমে পড়েছিলাম’

নিয়মিত ফেসবুকে ছবি পোস্ট করেন তারকারা। সেসব ছবি বলে দেয় তারকাদের মনের কথা, তাঁদের কাজের কথা। ভক্তদের জন্য ফেসবুকে পোস্ট করা তারকাদের ‘মনের কথা’ পড়ুন ফেসবুকের পাতা থেকে...
চিত্রনায়ক–নায়িকা নাঈম–শাবনাজ দম্পতি। তাঁদের সংসার তিন দশকের। দুই কন্যাকে নিয়ে তাঁরা ভালোই আছেন। হঠাৎ শাবনাজ ছবিটি পোস্ট করে লিখেছেন, ‘আমি ৩০ বছর আগে এই মানুষটির প্রেমে পড়েছিলাম। সেই ভালোবাসা বেড়েছে যত্ন, শ্রদ্ধা, সাহচর্য, বন্ধুত্ব এবং আরও অনেক কিছুতে। আজ আবারও প্রেমে পড়লাম, আলহামদুলিল্লাহ।’
ছবি: ফেসবুক
চলচ্চিত্র নায়িকা বর্ষা স্বামী অনন্ত জলিলের সঙ্গে ছবিটি ভাগাভাগি করে লিখেছেন, ‘ভালো একজন স্বামীর কারণেই তার স্ত্রী ভালো হন।’ ছবি: ফেসবুক থেকে সংগৃহীত
হঠাৎ দেখা, তাই একসঙ্গে বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক অধিনায়কের সঙ্গে ছবিটি পোস্ট করেন অভিনেতা জিয়াউল রোশান লিখেছেন, ‘আখাউড়া উপজেলায় একটি ক্রিকেট টুর্নামেন্টে ফাইনাল ম্যাচে আমরা দুজন।’
নাদিয়া আহমেদ লিখেছেন, ‘আমি নারী। আমি আমার মতো…আর আমার মতো থাকতেই ভালোবাসি।’
অভিনেত্রী ও নির্মাতা হৃদি হক ছবিটি পোস্ট করে লিখেছেন, ‘আর ছিল রোদ্দুরে পাওয়া বিকেল বেলা।’
নিজের গানের প্রচারণায় ইমরান লিখেছেন, ‘ঘুম ঘুম চোখে’ গানটি এক কোটি ভিউ অতিক্রম করল। আসলে এভাবেই সবার ভালোবাসায় গানটি এত ভালোবাসা পেয়েছে।
তৌসিফ মাহবুব তাঁর অভিনীত একটি নাটকের দৃশ্য ভক্তদের সঙ্গে ভাগাভাগি করে লিখেছেন, ‘গার্লফ্রেন্ডকে গিফট দেওয়ার টাকা না থাকলে ছেলেরা যা করে।’
চিত্রনায়িকা শিরীন শিলা লিখেছেন, ‘আমরা কন্যাসন্তান হিসেবে মিষ্টি, আমরা বোন হিসেবে যত্নবান, আমরা প্রেমিকা হিসেবে সুন্দরী, আমরা স্ত্রী হিসেবে প্রিয়তমা, আমরা মা হিসেবে পরম মমতাময়ী, আমরা শক্তির আধার, আমরা নারী।’
সম্প্রতি বাংলাদেশের ক্রিকেটে নতুন রেকর্ড গড়েন ক্রিকেটার সাকিব আল হাসান। তাঁকে শুভকামনা জানিয়ে কাবিলাখ্যাত অভিনেতা জিয়াউল হক পলাশ লিখেছেন, ‘বাংলাদেশের জান, বাংলাদেশের প্রাণ।’ জুড়ে দিয়েছেন ছবিটি।