গত রাতে যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসের পিকক থিয়েটারে অনুষ্ঠিত হয় ৭৬তম প্রাইমটাইম এমি অ্যাওয়ার্ডস। এবারের আসরে বাজিমাত করেছে ‘শোগান’ সিরিজটি, ২৫টি মনোনয়ন পেয়ে সর্বোচ্চ ১৮টি পুরস্কার জিতেছে এটি। এ ছাড়াও লালগালিচায় আলো ছড়িয়েছেন তারকারা। এএফপি অবলম্বনে দেখে নেওয়া যাক লালগালিচায় হাজির হওয়া তারকাদের একঝলক—