আগুনে ৩৫ ভাগ দগ্ধ হয়েছিল, আইসিইউ থেকে ফেরা সেই অভিনেত্রীর অন্য রকম ছবি

গত ২৮ জানুয়ারি মিরপুরের একটি শুটিংবাড়িতে বিস্ফোরণে গুরুতর দগ্ধ হয়েছিলেন অভিনেত্রী শারমিন আঁখি। সেদিনই তাঁকে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়। সেই বিস্ফোরণে আঁখির হাত, পা, চুলসহ ৩৫ শতাংশ পুড়ে যায়। চিকিৎসকেরা জানিয়েছিলেন আইসিইউ থেকে ফেরার সম্ভাবনা ৩০ ভাগ। সেই আঁখি জীবন–মৃত্যুর সন্ধিক্ষণে দুই মাস হাসপাতালে সংগ্রাম করেন। পরে বাসায় চিকিৎসা নিচ্ছেন। সেই থেকে এখনো সুস্থ হওয়ার সংগ্রাম করে যাচ্ছেন। নিজের ফেসবুক পেজে প্রায় নতুন নতুন ছবি শেয়ার করেন। অভিনেত্রী শারমিন আঁখির ফেসবুক পেজ থেকে সংগৃহীত এই ছবিগুলো তুলেছেন আবদুল্লাহ সালেহ ।
চিকিৎসার ৭২তম দিনে আঁখি ছবিটি তুলে ফেসবুকে লিখেছিলেন, ‘কঠিন দিনগুলো তোমাকে শক্তিশালী করবে। দিনগুলো যেন হোম কোয়ারেন্টিন।’
ছবি: ফেসবুক
জুলাই মাসের ১৮ তারিখে ছবিটি পোস্ট করে লিখেছিলেন, ‘এখনো নাচতে পারি, গাইতে পারি, চটক আছে, পাঁচটা লোকে দেখে বলেই দলে রেখেছে। যেদিন পাড়ু হয়ে পড়ব, সেদিন আর দলে রাখবে না।’
বেঁচে থাকতে হলে অনেক সাহসের দরকার হয়। তাই ৯ আগস্ট শারমিন ছবিটি পোস্ট করে লিখেছিলেন, ‘পুরো পৃথিবীই একটা আগুন।’
তিনটি ফুলের মাঝে যেন একটি গোলাপ। ১৯ আগস্ট শারমিন সেই ছবি পোস্ট করে লিখেছিলেন, ‘আগুনে কি ফুল ফোটে...?’
অনেক সংগ্রামের পরে একটু একটু করে যেন প্রাণ সঞ্চয় হচ্ছে। সেটা ছবিতে প্রকাশ করে ক্যাপশনে লিখলেন, ‘কলিজা পুড়বে না।’
চিকিৎসকেরা একসময় শারমিনের বাঁচার আশা অনেকটা ছেড়ে দিয়েছিলেন। সেই দুঃসহ দিনগুলো ভুলতে চান। এ যেন তাঁর নতুন সূচনা। তিনি ছবিটি পোস্ট করে ১০ সেপ্টেম্বর লিখেছেন, ‘আগে আমি কে ছিলাম, দুর্ঘটনা এখন শুধুই একটি গল্প।’
শারমিন আঁখি এখন অনেকটা সুস্থ। এখনো বাসায় চিকিৎসাধীন। তিনি ছবিটি পোস্ট করে লিখেছেন, ‘কথার আঘাত কোথায় লাগে...?’