ব্যস্ততা যতই থাকুক, দেশের তারকা সবাই কমবেশি সরব থাকেন ফেসবুকে। ঘরে, বাইরে, শুটিং—যেখানে যা-ই ঘটুক, তাঁদের ভালো লাগার নানা মুহূর্ত, অনুভূতি সবার আগে ভক্তদের সঙ্গে ফেসবুকে ভাগাভাগি করেন। ছবিতে তেমন কিছু ঘটনা তুলে ধরা হলো—
ফেসবুকে বেশির ভাগ সময়ে সেলফি নিয়ে হাজির হন অভিনেতা মোশাররফ করিম। ছবিটি পোস্ট করে লিখেছেন, ‘লালে লাল দুনিয়া...।’ ছবি: সংগৃহীত
নাট্য রচয়িতা মাসুম রেজা ছবিটি পোস্ট করে লিখেছেন, ‘নিত্যপুরাণ-এর শত রজনীতে দ্রোণাচার্যের ভূমিকায়’। ছবি: সংগৃহীত
বিজ্ঞাপন
ব্রাজিল-সমর্থক পরিচালক অমিতাভ রেজা লিখেছেন, ‘কেন জানি মনে হচ্ছে, জাপান ফাইনাল খেলবে পর্তুগালের সঙ্গে, যদি এ রকম ঘটে যায়?’ ছবি: সংগৃহীত
বিজ্ঞাপন
গতকাল ব্রাজিল ক্যামেরুনের কাছে হেরেছে। তাই চরিত্রের একটি ছবি দিয়ে অভিনেতা প্রাণ রায় পোস্টে লিখেছেন, ‘এটা ক্যামেরুনের গেটআপ ভেবে ভুল করবেন না। এটা একটা নাটকের গেটআপ’। ছবি: সংগৃহীতঅভিনেতা চঞ্চল চৌধুরী আর্জেন্টিনার সমর্থক। তাই ব্রাজিল হেরে যাওয়ার পর তিনি পোস্ট করে লিখেছেন, ‘এইডা কি হইল...? মাত্র ঘুমানোর সিদ্ধান্ত নিছিলাম। আজ আমার মন ভালো নেই।’ ছবিতে ছেলের সঙ্গে চঞ্চলচিরকুটের ব্যান্ডের লিড ভোকাল সুমী লিখেছেন, ‘শাড়িটা নীল ছিল। খোঁপায় কে যেন ফুল দিল।’ ছবি: সংগৃহীতঅভিনেত্রী মুমতাহিনা টয়া কেন হেমন্তে বসন্তের খোঁজে? তিনি লিখেছেন, ‘বসন্তের অপেক্ষা…।’ ছবি: সংগৃহীততরুণ অভিনেত্রী রুকাইয়া জাহান মালদ্বীপে ঘুরতে গেছেন। ছবিটি পোস্ট করে লিখেছেন, ‘ছুটির দিনে’। ছবি: সংগৃহীতচিত্রনায়ক ইমন আর্জেন্টিনার সমর্থক। অন্যদিকে তাঁর স্ত্রী ব্রাজিলের সমর্থক। ছবিটি পোস্ট করে ইমন লিখেছেন, ‘আমরা শেষ ম্যাচের আগে ছবি তুলেছিলাম, খেলার পর আর কথা হয় নাই।’ ছবি: সংগৃহীত কলকাতায় ঘুরছেন মেহজাবীন চৌধুরী। ছবিটি পোস্ট করে লিখেছেন, ‘আপনার পরবর্তী গন্তব্য কোথায়?’ ছবি: সংগৃহীত