হানিফ সংকেত।
হানিফ সংকেত।

আজ ‘ইত্যাদি’, শুটিং হয়েছে পাঁচ নদীর মোহনায়

আজ রাত আটটার বাংলা সংবাদের পর বিটিভি ও বিটিভি ওয়ার্ল্ডে প্রচারিত হবে ‘ইত্যাদি’। অনুষ্ঠানটি রচনা, পরিচালনা ও উপস্থাপনা করেছেন হানিফ সংকেত। নির্মাণ করেছে ফাগুন অডিও ভিশন। ঝালকাঠির ধানসিড়ি, সুগন্ধা, বিষখালী, গাবখান, বাসন্ডা—এই পাঁচ নদীর মোহনায় মঞ্চ নির্মাণ করে ধারণ করা হয়েছে ‘ইত্যাদি’র এবারের পর্ব।

এবারের আয়োজনে জন্ম ও মৃত্যু নিয়ে একটি দ্বৈত সংগীত গেয়েছেন কণ্ঠশিল্পী রবি চৌধুরী ও শফি মণ্ডল। কথা লিখেছেন কবির বকুল, সুর করেছেন হানিফ সংকেত, সংগীতায়োজনে মেহেদি। ঝালকাঠির নদী ও গৌরবগাথা নিয়ে একটি পরিচিতিমূলক গানের সঙ্গে স্থানীয় শতাধিক নৃত্যশিল্পীর নাচের পরিবেশনা রয়েছে। গানটির কথা লিখেছেন মনিরুজ্জামান পলাশ, সুর করেছেন হানিফ সংকেত, সংগীতায়োজন করেছেন মেহেদি, নৃত্য পরিচালনা করেছেন দেবাশীষ সেনগুপ্ত।

ইত্যাদিতে নৃত্যের আয়োজন

নাতি ও ভাগনে থাকলেও নানি ও মামাকে এবার দেখা যাবে না। বিভিন্ন পর্বে অভিনয় করেছেন সোলায়মান খোকা, জিয়াউল হাসান, সুভাশিষ ভৌমিক, বড়দা মিঠু, কামাল বায়েজিদ, আবু হেনা রনি, জিল্লুর রহমান, আমিন আজাদ, মামুনুল হক, বিলু বড়ুয়া, জাহিদ শিকদার, আনোয়ার শাহী, আনন্দ খালেদ, তারিক স্বপন, সাবরিনা নিসা, জামিল হোসেন, লাভলী ইয়াসমিন, আনোয়ারুল আলম, সাজ্জাদ সাজু, সিলভিয়া কুইয়া, মোনালিসা দীপা, সুবর্ণা মজুমদার, নজরুল ইসলাম, মোহাম্মদ বারী, জাহিদ চৌধুরী, হৃদয় আল মিরু, দেবাশিষ মিঠু, সোহাগ আনসারী প্রমুখ।

বরাবরের মতো এবারও ‘ইত্যাদি’র শিল্পনির্দেশনা ও মঞ্চ পরিকল্পনা করেছেন মুকিমুল আনোয়ার। পরিচালকের সহকারী হিসেবে ছিলেন রানা সরকার ও মোহাম্মদ মামুন।