নির্মাণে যেমন সামাজিক নানা অসংগতি তুলে আনার চেষ্টা করেন, তেমনি বিভিন্ন ইস্যুতে ফেসবুকে নিজের মত দেন আশফাক নিপুন। এবার তিনি কথা বললেন সংস্কার ইস্যুতে। আর এই সংস্কার করতে গিয়ে যেন কাউকে ভয় না পায়, সেই কথাটাও তুলে ধরলেন আশফাক নিপুন।
আজ রোববার নিজের ফেসবুক পোস্টে আশফাক নিপুন লিখেছেন, ‘যদি সত্যিকারের সংস্কার করতে চান তাহলে নিজেদের কোমরের জোর দিয়ে করেন, কারও হুমকির ভয়ে না। দেশ আপনাদের সেই জায়গায় বসাইছে, আপনাদের ওপর ভরসা রেখেই। আমি তো ভয় দেখাব, আমাকে ভয় পেলে আপনার চলবে?
বরাবরই নানা অনিয়মের ইস্যুতে সামাজিক যোগাযোগমাধ্যমে সোচ্চার আশফাক নিপুন। ছাত্র-জনতার আন্দোলনের শুরু থেকেই তাঁদের সমর্থন জানিয়েও সামাজিক যোগাযোগমাধ্যমে সরব ছিলেন এই পরিচালক।
গত ৫ আগস্ট ছাত্র–জনতার গণ–অভ্যুত্থানের পর দেশের বিভিন্ন সেক্টরে সংস্কার চলছে। এবার সেই সংস্কার বিষয়ে মুখ খুললেন এই নির্মাতা।
এদিকে বাংলাদেশ চলচ্চিত্র সেন্সর বোর্ড পুনর্গঠন করে নাম দেওয়া হয়েছে বাংলাদেশ চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ড হয়েছে সম্প্রতি। তথ্য মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে ১৫ সদস্যবিশিষ্ট সেন্সর বোর্ডের সদস্যের নাম প্রকাশ করা হয়।
প্রথমবার তালিকায় বোর্ড সদস্যের অন্যতম ছিলেন নির্মাতা আশফাক নিপুন। পরে সদস্য হওয়ার প্রস্তাব ফিরিয়ে দেন তিনি।