সিনেমার জন্য সারা দুনিয়ার রয়েছে অস্কার, কান, বার্লিন, ভেনিস চলচ্চিত্র উৎসবসহ নানা আয়োজন। কিন্তু সারা বিশ্বের টেলিভিশন অনুষ্ঠানগুলো নিয়ে তেমন আয়োজন খুব একটা দেখা যায় না। এখানেই অনন্য ইন্টারন্যাশনাল এমি অ্যাওয়ার্ড। ৫১তম আন্তর্জাতিক এমি অ্যাওয়ার্ডস যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় সোমবার রাতে নিউইয়র্ক সিটিতে অনুষ্ঠিত হয়েছে। এবারের আসরে ভারতের বেশ কিছু মনোনয়ন ছিল। অবশ্য শেষ হাসি ছিল বীর দাস ও একতা কাপুরের।
এবার দিল্লি ক্রাইম-এ অভিনয়ের জন্য সেরা অভিনেত্রী বিভাগে মনোনয়ন পেয়েছিলেন শেফালি শাহ। তবে হাতছাড়া হলো পুরস্কার। খাঁটি ভারতীয় লুকেই এমির মঞ্চে হাজির হয়েছিলেন শেফালি। পরেছিলেন লাল ও সোনালি শাড়ি। খোলা চুল আর কপালে ছোট্ট একটা টিপ। দ্য ডাইভ ছবিতে অভিনয়ের জন্য মেক্সিকান অভিনেত্রী কার্লা সুজাকে এই পুরস্কার দেওয়া হয়। অভিনেতা জিম সার্ভ রকেট বয়েজ-এর জন্য সেরা অভিনেতা বিভাগে ভারত থেকে মনোনয়ন পেয়েছিলেন। তবে তিনিও হেরে যান মার্টিন ফ্রিম্যানের কাছে। যদিও এমি অ্যাওয়ার্ড নিয়ে ঘরে ফিরলেন বীর দাস ও একতা কাপুর।
বীর দাস কমেডির জন্য আন্তর্জাতিক এমি জিতেছেন। এমি অ্যাওয়ার্ড হাতে তোলা একটি ছবি বীর শেয়ার করে নিয়েছেন ইনস্টাগ্রামে। ক্যাপশনে লিখলেন, ‘ভারতের জন্য, ভারতের কমেডির জন্য। আমার প্রতিটা শব্দ, প্রতিটা শ্বাস। ধন্যবাদ আমাকে এই সম্মান দেওয়ার জন্য।’
প্রযোজক একতা কাপুরকে দেওয়া হয় বিশেষ সম্মান। তিনি পান আন্তর্জাতিক এমি ডিরেক্টরেট অ্যাওয়ার্ড। ইনস্টায় এমি জেতার ছবি দিয়ে একতা লিখেছেন, ‘ভারতবাসী তোমাদের এমি আমি আনছি দেশে।’
মঙ্গলবার ভারতীয় গণমাধ্যমগুলোয় বলিউড অভিনেত্রী শেফালি শাহর পুরস্কার না পাওয়ার বিষয়টিই আলোচনায় এসেছে । এবার দিল্লি ক্রাইম-এ অভিনয়ের জন্য সেরা অভিনেত্রী বিভাগে মনোনয়ন পেয়েছিলেন শেফালি শাহ। তনুজ চোপড়া পরিচালিত সিরিজটিতে শেফালিকে দেখা গেছে মুখ্য চরিত্রে। ডিসিপি ভর্তিকা চতুর্বেদী হিসেবে।
এসকে গ্লোবাল এন্টারটেইনমেন্ট, গোল্ডেন ক্যারাভান এবং ফিল্ম ক্যারাভান দ্বারা প্রযোজিত, দিল্লি ক্রাইম সিজন ২ সত্য ঘটনা দ্বারা অনুপ্রাণিত হয়ে তৈরি। ২০১২ সালের দিল্লি দলবব্ধ ধর্ষণ নিয়ে দিল্লি পুলিশের তদন্তের ওপর ভিত্তি করে শোটির প্রথম সিজন ছিল। এটি ছিল প্রথম ভারতীয় ওয়েব সিরিজ, যা আন্তর্জাতিক এমি পুরস্কার জেতে।
সম্প্রতি জলসা, হিউম্যান এবং ডার্লিংস এবং ডক্টর জি-তে তার অসাধারণ অভিনয় ও দুর্দান্ত স্ক্রিন টাইমিং দিয়ে শেফালি দর্শকদের মন্ত্রমুগ্ধ করে রেখেছিলেন। অন্যদিকে জিম সার্ভকে হারিয়ে মার্টিন ফ্রিম্যান জিতে নেন সেরা অভিনেতার পুরস্কার দ্য রেসপন্ডার-এর জন্য। রকেট বয়েজ-এর জন্য মনোনয়ন পেয়েছিলেন জিম।
রকেট বয়েজ-এ জিমকে দেখা গেছে ভারতের পারমাণবিক কর্মসূচির ‘পিতা’ ওরফে পারমাণবিক পদার্থবিদ হোমি ভাভার ভূমিকায়। শোতে জিমের অভিনয় সমালোচকদের প্রশংসা পেয়েছিল।
একনজরে দেখে নিন আন্তর্জাতিক এমি পুরস্কার বিজয়ীদের তালিকা
সেরা অভিনেত্রী: কারলা সুজা (ডাইভ)
সেরা অভিনেতা: মার্টিন ফ্রিম্যান (দ্য রেসপন্ডার)
সেরা কমেডি: বীর দাস (বীর দাস: ল্যান্ডিং)
সেরা ড্রামা সিরিজ: দ্য এমপ্রেস
সের টিভি মুভি/মিনি সিরিজ: ডাইভ
সেরা নন-স্ক্রিপ্টেড এন্টারটেইনার: আ পন্টে: দ্য ব্রিজ ব্রাজিল
সেরা শর্ট-ফর্ম সিরিজ: আ ভেরি অর্ডিনারি ওয়ার্ল্ড
সেরা শিশুতোষ ফ্যাক্টচুয়াল অ্যান্ড এন্টারটেইনমেন্ট: বিল্ট টু সারভাইভ
সেরা ডকুমেন্টারি: মারিউপোল: দ্য পিপলস স্টোরি
সেরা স্পোর্টস ডকুমেন্টারি: হার্লে অ্যান্ড কাটিয়া
সেরা আর্টস প্রোগ্রামিন: বাফি সেইন্টে-ম্যারি: ক্যারি ইট অন
সেরা তেলেনোভেলা: ফ্যামিলি সিক্রেটস
সেরা শিশুতোষ অ্যানিমেশন: দ্য স্মেডস অ্যান্ড দ্য স্মুস