‘জবা’ নাটকটি প্রচারিত হয় প্রতিদিন সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে
‘জবা’ নাটকটি প্রচারিত হয় প্রতিদিন সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে

জবার প্রকৃত মা-বাবার মৃত্যুরহস্য কি উন্মোচিত হবে?

রহস্যজনকভাবে গাড়ি দুর্ঘটনায় মারা যায় জবার মা–বাবা। পরে জবা বড় হয় আরেক দম্পতির ঘরে। যাদের মা–বাবা হিসেবে জানে সে। একপর্যায়ে জবার আসল পরিচয় খুঁজে পেতে সেই সময়কার পুরোনো পত্রিকা সংগ্রহ করে মিঠু। কিন্তু জবা চায় না মিঠু তার আসল মা–বাবার খোঁজ করুক। কারণ, তাতে তার বর্তমান মা–বাবা কষ্ট পাবে। জবার ইচ্ছার বিরুদ্ধে মিঠু কি পারবে জবার মা–বাবার সত্যিকার পরিচয় খুঁজে বের করে তাদের মৃত্যুরহস্য উন্মোচন করতে?
এমন প্রশ্ন নিয়ে এগিয়ে যায় আলোচিত ধারাবাহিক নাটক ‘জবা’। নাটকটি প্রচারিত হয় প্রতিদিন সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে। এ ছাড়া দীপ্ত প্লে ও দীপ্ত ইউটিউব চ্যানেলেও দেখা যাবে নাটকটি। এটির চিত্রনাট্য লিখেছেন ফাহমিদুর রহমান, সংলাপ কলিন রড্রিক; চিত্রনাট্য সম্পাদনা করেছেন নাসিমুল হাসান।

ধারাবাহিকটির টেলিভিশন প্রযোজক জাহিদুল ইসলাম, প্রধান চিত্রগ্রাহক সবুজ হাওলাদার ও চিত্র সম্পাদক মুক্তাদির রহমান। আশিস রায়ের নির্দেশনায় ধারাবাহিটিতে অভিনয় করেছেন ডলি জহুর, অরুণা বিশ্বাস, রেজমিন সেতু, সোহান খান, শাহ আলম দুলাল, নরেশ ভূঁইয়া, শানারেই দেবী শানু, রেজাউল আমিন সুজন, নূর এ আলম নয়ন, দোলন দে, সাবিনা ইয়াসমীন রনি, আনোয়ার শাহী, রীনা রহমান, রোদলা মির্জা, সুজাত শিমুল।