‘তখন যখন’, ‘প্রথম ভালোবাসা’, ‘কিছু কথা বাকী’সহ গত ঈদে প্রচারিত কয়েকটি নাটকে অভিনয় করে প্রশংসিত হন তরুণ অভিনেতা ফারহান আহমেদ জোভান। ভিউ দৌড়েও এগিয়ে ছিলেন তিনি। বিরতি শেষে শুরু করেছেন ঈদুল আজহার কাজ। কাজ ও নতুন ভাবনা নিয়ে তাঁর সঙ্গে কথা বলেছেন মনজুরুল আলম
তুলনামূলকভাবে গত ঈদে প্রচারিত বেশির ভাগ নাটকের ইউটিউব ভিউ কম। এরপরও দর্শকদের হতাশ করেননি জোভান। তাঁর অভিনীত রোমান্টিক নাটকগুলো এগিয়ে ছিল। ১২টি নাটক ঈদে বিভিন্ন টেলিভিশন চ্যানেলে প্রচারিত হলেও এর মধ্যে চারটি নাটক ইউটিউবে মুক্তি পেয়েছে। বাকি নাটকগুলোও পর্যায়ক্রমে মুক্তি পাবে। এসব নাটকের জন্য দর্শকের কাছ থেকে পেয়েছেন ভার্সেটাইল অভিনেতার তকমা। কেয়া পায়েল, পড়শী, সাদিয়া আয়মান, নাজনীন নিহাসহ সব সহশিল্পীর সঙ্গে নাটকগুলো দর্শকেরা পছন্দ করেছেন।
সবার আগে আলোচনায়
ঈদনাটক দিয়ে সবার আগে আলোচনায় আসেন জোভান। মিজানুর রহমান আরিয়ানের তখন যখন দর্শক পছন্দের তালিকায় ছিল। নাটকটি সিএমভির ইউটিউব চ্যানেলে এক কোটি ভিউ পার করেছে। ভিউয়ের দিক দিয়ে এটি প্রথম দিকে থাকা নাটকের একটি। শুরুর দিকে ইউটিউব ট্রেন্ডিংয়েও শুরুর দিকে ছিল। নাটকে তাঁর বিপরীতে ছিলেন সাদিয়া আয়মান ও নাজনীন নিহা। ভক্তদের এই ভালোবাসায় জোভান বলেন, ‘এটা আশীর্বাদ। দীর্ঘ ১১ বছর ক্যারিয়ারে এটা একটু একটু করে অর্জন করেছি। যখন কোনো কাজ নিয়ে ভক্তরা আলোচনা করেন, তখন দায়বদ্ধতা বেড়ে যায়।’
হঠাৎ পড়শীর সঙ্গে
হঠাৎ করে গত বছর মহিদুল মহিমের নাটকে জোভানের সঙ্গে দেখা যায় গায়িকা পড়শীকে। তাঁদের প্রথম নাটকের নাম লাভ স্টেশন। নাটকটি প্রচারের পর দর্শক পছন্দের তালিকায় আসেন তাঁরা। পরে মনজুড়ে, ভালোবাসার তিন দিন, পারব না ছাড়তে তোকেসহ কয়েকটি নাটকে তাঁদের জুটি হয়ে অভিনয় করতে দেখা যায়। প্রতিটি নাটকই কোটির বেশি দর্শক দেখেছেন। সম্প্রতি মুক্তি পেয়েছে প্রথম প্রেম নাটকটি। এটাও দর্শকদের পছন্দের তালিকায় আছে। জোভান বলেন, ‘আমি আর পড়শী কিন্তু হঠাৎ করে কাজ শুরু করিনি। সে গায়িকা, তার অভিনয় নিয়ে কেমন আগ্রহ, তা নিয়ে আমরা নিজেদের মধ্যে কথা বলেছি। এরপর আমরা কাজ করেছি। নাটকটি প্রচারের পর দর্শক আমাদের এতটা পছন্দ করবে, ভাবিনি।’
আলোচনা নাকি ভাইরাল
বর্তমান সময়ে তারকাদের মধ্যে প্রায় ভাইরাল হওয়ার প্রবণতা দেখা যায়। তবে এই তালিকায় নিজের নাম দেখতে চান না জোভান। তিনি বলেন, ‘আমি ভাইরাল হওয়ার জন্য কাজ করি না। কিন্তু এখন অনেক অভিনেতা নাকি মডেল বলব—তারা কিন্তু ভাইরাল হওয়ার নেশায় মেতে আছে। কেউ ভাইরাল হতে আবার ইচ্ছাকৃতভাবে বিতর্কিত মন্তব্য করছেন। মনে করছেন, বিতর্কিত মন্তব্য করলেই তারকা হওয়া যায়। এটা কি অতটা সহজ? মোটেও সহজ না। যে কারণে আমাদের গোড়া শক্ত। আমরা হঠাৎ করে কিন্তু হারিয়ে যাব না।
’শুধুই কি নাটক
ক্যারিয়ারের শুরু থেকেই নিয়মিত নাটকে অভিনয় করছেন জোভান। সহকর্মীরা অভিনয়ের নতুন মাধ্যম ওটিটিতে নাম লেখালেও সেখানে তেমন উপস্থিতি ছিল না জোভানের। কেউ বলছেন সুযোগ পাননি। তবে সুযোগ পেয়েও ভালো গল্প-চরিত্র পছন্দ না হওয়ায় নাম লেখাননি, এমনটাই জানান জোভান। তাঁর মতে, বুঝেশুনেই নাটকের বাইরের কোনো মাধ্যমে পা ফেলতে চান। জোভান জানান, ভালো চিত্রনাট্য এখনো আসেনি, এটা সত্য। আবার একসঙ্গে একাধিক মাধ্যমে কাজ করার ইচ্ছাও তাঁর কম। তিনি বলেন, ‘একাধিক মাধ্যমের চেয়ে শুধু নাটক করে যাওয়াই ভালো। একসঙ্গে দুই নৌকায় পা দিতে চাই না। তাহলে পড়ে যাওয়ার সুযোগ থাকে। যে কারণে নাটকে সময় বেশি দিচ্ছি।’
টিকে থাকার কৌশল
সমসাময়িক নাটকের অভিনয়শিল্পী যাঁরা আছেন, তাঁদের মধ্যে দীর্ঘ সময় ধরে আলোচনায় আছেন জোভান। এ জন্য সব সময় সতর্কও থাকতে হয়। জোভান বলেন, ‘এখানে সবাই চেষ্টা করছে টিকে থাকতে। নিজের জায়গাটা ধরে রাখতে বা তার চেয়েও ভালো কিছু করতে—কারণ জায়গা ধরে রাখা কঠিন। তাই তো বাছবিচার করে কাজ করতে হয়। আমি নিজেও জায়গাটা ধরে রাখতে চাই। তাই কষ্ট করে ভালো কাজে মনোযোগ দিয়েছি। এখনকার পরিস্থিতিও আগের মতো নেই। তাই তো দেখা যায়, কোনো অভিনয়শিল্পীর সঙ্গে কয়েকটি কাজের ভালো রেসপন্স না পেলে ভিন্নভাবেও কিছু ভাবতে হয়। আগামী ঈদেও ভিন্নভাবে আমাকে দর্শক দেখবেন। দুই বছর পরে ফিরছি বন্ধু তানজিন তিশার সঙ্গে, এমন আরও অনেক চমক আছে।’