ফেসবুকের পাতায় ভেসে আসা স্মৃতি

ফেসবুকে তারকারা বেশির ভাগ সময়ই সরব থাকেন। প্রকাশ করেন তাঁদের কাজের খবরসহ নানা রকম ব্যস্ততার কথা। কখনো সেগুলোই বৈচিত্র্য হয়ে ধরা দেয় ভক্তদের কাছে। একনজরে দেখে নিতে পারেন ফেসবুকের পাতা থেকে তারকাদের মনের কথা।
একসময় ঈদের নাটক কিংবা ধারাবাহিকে নিয়মিত দেখা হতো এই অভিনয়শিল্পীদের। সেসব দিনের একটি মুহূর্ত দীর্ঘদিন পর ভক্তদের সঙ্গে ভাগাভাগি করলেন চঞ্চল চৌধুরী। তিনি লিখেছেন, ‘ফেসবুকের পাতায় ভেসে আসা স্মৃতি। নয়টি বছর আগে।’
ঈদে মুক্তির তালিকায় রয়েছে গিয়াস উদ্দিন সেলিম পরিচালিত সিনেমা ‘কাজলরেখা’। সিনেমাটির গতকাল প্রকাশ পাওয়া ‘কেমন কইরা মন কাড়িব’ শিরোনামের একটি গান ভাগাভাগি করে পরিচালক দীপংকর দীপন লিখেছেন, ‘সেলিম ভাই, আপনি তো ঈর্ষান্বিত করে তুলছেন—কী সুন্দর গান ও ভিজ্যুয়াল বানিয়েছেন—রোমান্টিক গল্পের মাস্টার তো আপনি আগে থেকেই। “মনপুরা”, “স্বপ্নজাল” পেয়েছি—সঙ্গে ময়মনসিংহ গীতিকার অসাধারণ কাব্যময়তা ও শিল্পগুণ। এইবার জমে ক্ষীর হয়ে যাবে।’
হঠাৎ তুরস্কের শহর ইস্তাম্বুল থেকে ছবি পোস্ট করছেন গায়ক প্রীতম হাসান। ঘুরতে গিয়েছেন, নাকি কাজে, সেটা জানাননি। ছবিটি পোস্ট করে লিখেছেন, ‘ফ্যানি প্যাক নিয়ে ঘুরি আর বেলুনে করে উড়ি, কারণ জীবনের গ্যারান্টি নাই।’
এবারও অভিনেতা ফারহান আহমেদ জোভান ও গায়িকা পড়শীকে দেখা যাবে ঈদের নাটক ‘প্রথম ভালোবাসা’তে। ছবিটি পোস্ট করে পরিচালক মাহমুদুর রহমান লিখেছেন, ‘কোনো রূপকথার গল্প হয়ে বাঁচব দুজনে, যদি একটিবার বলো তুমি আমার। মুছে দেব যত দুঃখমাখা ভুল বারণে। তুমি একটু আঁকড়ে ধরো যদি আবার।’
তরুণ অভিনেতা সোহেল মণ্ডলের এবার ঈদটা ভালোই কাটবে। ঈদের আগে ‘মায়ার জঞ্জাল’ সিনেমায় অভিনয় করে ভারত থেকে ফিল্মফেয়ার পুরস্কার জয় করেছেন। ঈদেও একাধিক নাটকে দেখা যাবে তাঁকে। এই অভিনেতা ছবিটি পোস্ট করে লিখেছেন, ‘যেখানে ওই গাঙচিল উড়ে যায়।’ হয়তো অভিনয় দিয়ে উড়তে চান এই অভিনেতা।