‘কী বলিস, কে সেই ভিলেন?’ নাজনীনের কাছে জানতে চান দীপা
বিনোদন ডেস্ক
ফেসবুকে তারকারা বেশির ভাগ সময়ই সরব থাকেন। প্রকাশ করেন তাঁদের কাজের খবরসহ নানা ঘটনা। কখনো সেগুলোই বৈচিত্র্য হয়ে ধরা দেয় ভক্তদের কাছে। একনজরে দেখে নিতে পারেন ফেসবুকের পাতা থেকে তারকাদের মনের কথা।
অভিনেত্রী নাজনীন হাসান চুমকি তাঁর ফেসবুক স্ট্যাটাসে লিখেছেন, ‘পেছন থেকে টেনে মুখ থুবড়ে ফেলে দেওয়ার মানসিকতার মানুষ আমাদের চারপাশে অনেক। তাই চুপচাপ, ধীরস্থিরভাবে কাজ করে যেতে হবে...শান্তি।’ তাঁর এই পোস্টে আরেক অভিনেত্রী দীপা খন্দকার মন্তব্যে জানতে চেয়েছেন, ‘কী বলিস, কে সেই ভিলেন?’
ঈদের ছোট পর্দায় ‘হৃদয় জুড়ে তুমি’ নাটক দিয়ে ইউটিউব ট্রেন্ডিংয়ে রয়েছেন অভিনেত্রী তানজিন তিশা। নাটকের সহ-অভিনেতা মুশফিক ফারহান। ঈদের তাঁদের তেমন নাটকে দেখা যায়নি। নাটক পোস্ট করে ভক্তদের তিশা জানিয়ে দিলেন, ‘বেশ কিছুদিন আগের কাজ।’ বছরের শুরু থেকে দুজনের সম্পর্ক নিয়ে গুঞ্জন ওঠে।
বিজ্ঞাপন
চরিত্রের প্রয়োজনে বয়স বাড়াতে হয়েছে তাহমিনা সুলতানা মৌকে। সেই ছবি পোস্ট করে লিখেছেন, ‘সবাই বয়স কমাতে ব্যস্ত, আর আমি! বুড়ি হলে খারাপ লাগবে না দেখতে, কি বলেন?’
বিজ্ঞাপন
প্রথমবার ভারতের কোনো অভিনেত্রীর সঙ্গে অভিনয় করলেন ইয়াশ রোহান। সম্প্রতি মুক্তি পেয়েছে সেই নাটক ‘ইতিবৃত্ত’। নাটকের অভিনেত্রী দর্শনা বণিকের সঙ্গে ছবিটি পোস্ট করে রোহান লিখেছেন, ‘ইতিবৃত্ত-যে ইতির পুরোটা জুড়ে বৃত্ত।’প্রয়াত নির্মাতা তারেক মাসুদের ‘রানওয়ে’ সিনেমা দিয়ে আলোচনায় আসেন অভিনেতা ফজলুল হক। এখন ছোট পর্দায় নিয়মিত অভিনয় করেন। তিনি মেকআপ রুম থেকে ছবিটি পোস্ট করে লিখেছেন, ‘নাটক আর চা, যা জীবন এমনি কেটে যা।’