ব্যাংকক থেকে মিম জানালেন, তাঁকে ভালোবাসা শেখানোর মানুষটির পরিচয়

বেশ ফুরফুরে মেজাজে আছেন মডেল ও অভিনয়শিল্পী বিদ্যা সিনহা মিম। কয় দিন আগে অনুষ্ঠিত মেরিল-প্রথম আলো তারকা জরিপ ২০২২ আসরে চলচ্চিত্র বিভাগে সেরা নায়িকার পুরস্কার জিতেছেন তিনি।

বিদ্যা সিনহা মিম
ছবি : মিমের সৌজন্যে

‘পরাণ’ ছবিতে অভিনয়নৈপুণ্যে তাঁর এই পুরস্কার জেতা। এদিকে মিমের ফেসবুক চেকইন থেকে জানা যাচ্ছে, তিনি এখন আছেন ব্যাংককে। ব্যাংকার স্বামী সনি পোদ্দারকে নিয়ে সেখানে মনের আনন্দে ঘুরোঘুরি করছেন। এক ফাঁকে এও জানিয়ে রাখলেন, তাঁর জীবনে সত্যিকারের ভালোবাসা শেখানোর মানুষটা কে।

বিদ্যা সিনহা মিম

দেড় দশক আগে কুমিল্লার এক কলেজপড়ুয়া তরুণী ‘লাক্স চ্যানেল আই সুপারস্টার’ প্রতিযোগিতায় নাম লেখান। নানা ধাপ পেরিয়ে ২০০৭ সালের সেই আসরে শেষ পর্যন্ত চ্যাম্পিয়ন হন। এরপর বিনোদন অঙ্গনে তাঁর পথচলা শুরু। সিনেমা, নাটক, বিজ্ঞাপনচিত্র, ওয়েব সিরিজ—সব মাধ্যমে কাজ করেছেন। কাজ করতে করতে তাঁকে ঘিরে একসময় ডালপালা মেলতে থাকে প্রেম–ভালোবাসার নানা গুঞ্জন। তবে মিম মন দিয়ে বসেছিলেন একজন ব্যাংকারকে।

বিদ্যা সিনহা মিম

একটা সময় তাই সব গুঞ্জন উড়িয়ে দিয়ে ব্যাংকার সনি পোদ্দারকে নিজের জীবনচলার পথের সঙ্গী হিসেবে গ্রহণ করেন। মিমের ভাষ্যমতে, মানুষটি তাঁকে সত্যিকারের ভালোবাসা কী, তা শিখিয়েছেন। উপলব্ধি করিয়েছেন। সেই মানুষটির সঙ্গে পার হতে চলছে বিবাহিত জীবনের দুটি বছর।

বিদ্যা সিনহা মিম

ভালোবাসার মানুষটিকে নিয়ে মিম এখন আছেন ব্যাংককে। এবার সেখানে যাওয়ার উদ্দেশ্য, ভালোবাসার মানুষের জন্মদিন এবং কয়েকটা দিন নিজেদের মতো করে বেড়ানো। এই সময়ে স্বামীর প্রতি ভালোবাসা ও কৃতজ্ঞতা প্রকাশ করতে ভোলেননি মিম।

ব্যাংকার স্বামী সনি পোদ্দারের কাছ থেকে সত্যিকারের ভালোবাসা কি তা শিখেছেন বলে জানালেন মিম

সনি পোদ্দারকে উদ্দেশ্য করে মিম বলেন, ‘জন্মদিনের শুভেচ্ছা সেই মানুষটাকে, যে আমাকে শিখিয়েছে সত্যিকারের ভালোবাসাটা আসলে কী। তুমি আমার সত্যিকারের সেই মানুষটা, যাকে আমি সব সময় মনে মনে চেয়েছি। সৃষ্টিকর্তা সব সময় তোমাকে হাসিমুখে রাখুক। অনেক ভালোবাসা।’

ব্যাংকার স্বামী সনি পোদ্দারের কাছ থেকে সত্যিকারের ভালোবাসা কি তা শিখেছেন বলে জানালেন মিম

সম্প্রতি মিম নতুন একটি ছবির কাজ শেষ করেছেন। ‘দিগন্তে ফুলের আগুন’ নামের এই চলচ্চিত্রে মিম অভিনয় করেছেন লেখক, গবেষক, শিশুসংগঠক ও সাবেক সংসদ সদস্য পান্না কায়সারের চরিত্রে। আর এই ছবিতে তাঁর স্বামী শহীদ বুদ্ধিজীবী শহীদুল্লা কায়সারের চরিত্রে অভিনয় করেছেন মোস্তফা মন্ওয়ার। ছবিটির পরিচালক ওয়াহিদ তারেক।

বিদ্যা সিনহা মিম

২০২১ সালের ১০ নভেম্বর সনি পোদ্দারের সঙ্গে আংটিবদলের কথা নিশ্চিত করেন মিম। নিজের জন্মদিনে ঢাকার একটি পাঁচ তারকা হোটেলে সন্ধ্যায় দুই পরিবারের উপস্থিতিতে বাগ্‌দান সম্পন্ন হয়। সেই সময় তিনি জানিয়েছিলেন, ছয় বছর ধরে তাঁদের প্রেমের সম্পর্ক। একটা সময় দুই পরিবারের সদস্যদের তাঁদের সম্পর্কের কথা জানানো হয়।

ব্যাংকার স্বামী সনি পোদ্দারের কাছ থেকে সত্যিকারের ভালোবাসা কি তা শিখেছেন বলে জানালেন মিম

দুই পরিবারই শুরু থেকে ইতিবাচক ছিল। সবাই মিলে সিদ্ধান্ত নেন। পরিবারের সিদ্ধান্তেই তাঁরা দুজন বাগ্‌দান সেরে নেন। পরে ২০২২ সালের জানুয়ারি মাসে ঢাকার একটি পাঁচ তারকা হোটেলে মিমের বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়। এতে মিম ও তাঁর বর সনি পোদ্দারের ঘনিষ্ঠজনেরা উপস্থিত ছিলেন।