ব্রাজিলের জার্সি পরা মেহজাবীনের ছবিটি ‘বানানো’, নেপথ্যে কী

কোপা আমেরিকায় যুক্তরাষ্ট্রের নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামের গ্যালারিতে বসে আর্জেন্টিনার জয় উপভোগ করেছেন তারকা অভিনেত্রী মেহজাবীন চৌধুরী।

গ্যালারিতে আর্জেন্টিনার জার্সি জড়িয়ে মেহজাবীনের কয়েকটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। এর মধ্যে ব্রাজিলের জার্সি পরিহিত তাঁর আরেকটি ছবি নিয়েও বিস্তর চর্চা চলছে। সামাজিক যোগাযোগমাধ্যমে কেউ কেউ দাবি করছেন, একসময় ব্রাজিলের সমর্থক ছিলেন মেহজাবীন।

ব্রাজিলের জার্সি পরা মেহজাবীনের যে ছবি নিয়ে এত চর্চা চলছে, সেটা সম্পাদিত। যুক্তরাষ্ট্র থেকে বৃহস্পতিবার সন্ধ্যায় মেহজাবীন চৌধুরী প্রথম আলোকে জানান, টিভিসির ফটোশুটে নীল রঙের জামা পরে একটি ছবি তুলেছিলেন তিনি। ২০২২ সালে বিশ্বকাপে উন্মাদনার মধ্যে এক ব্রাজিল-ভক্ত ছবিটি সম্পাদনা করে ব্রাজিলের জার্সি জুড়ে দেন। ছবিটি দেখে ভীষণ মুগ্ধ হয়েছিলেন তিনি।

বিশ্বকাপ চলাকালে ২০২২ সালের ৩ ডিসেম্বর নিজেই ফেসবুক পেজে পোস্ট করেছিলেন মেহজাবীন

বিশ্বকাপ চলাকালে ২০২২ সালের ৩ ডিসেম্বর নিজেই ফেসবুক পেজে পোস্ট করেছিলেন মেহজাবীন। ব্রাজিল-ভক্তদের প্রশ্ন করেছিলেন, ‘মিশন হেক্সা?’
মেহজাবীন বলেন, ‘এডিটটা মজার লেগেছিল। এতই সুন্দর ছিল যে ফেসবুকে দিয়েছিলাম। আমি ব্রাজিলের ফ্যানদের কাছে জানতে চেয়েছিলাম, হেক্সা হবে? এটা একেবারেই মজার ছলে করেছিলাম। ওই জিনিসই আবারও ফেসবুকে ছড়াচ্ছে। ছবিটা এডিটেড, আসল ছবিটা আছে।’

টিভিসির ফটোশুটে তোলা আসল ছবি

এর মধ্যে আরেক প্রশ্ন সামনে আসছে, ব্রাজিল নাকি আর্জেন্টিনা—মেহজাবীন কোন দলের সমর্থক? এমন প্রশ্নের জবাবে তিনি জানান, তিনি মেসিদেরই সমর্থক। গত বিশ্বকাপেও মেসিদেরই সমর্থন করেছেন তিনি।

২০১১ সালে একটি প্রীতি ম্যাচ খেলতে ঢাকায় এসেছিল মেসিরা। সেই ম্যাচ মাঠে বসে দেখেছিলেন তিনি। কোপা আমেরিকায় দ্বিতীয়বারের মতো আর্জেন্টিনার ম্যাচ দেখেছেন এই তারকা।

মেহজাবীন বলেন, যে যেই দলই সমর্থন করুক, কাউকেই আঘাত করা কিংবা বিভাজন ছড়ানো উচিত নয়। প্রতিটি ম্যাচই উপভোগ করা উচিত।

এই অভিনেত্রীর ভাষ্য, ‘ফুটবলের খুব বেশি নিয়মকানুন আমি বুঝি না। তবে খেলাটা আমার ভালো লাগে। প্রতিটি বিশ্বকাপ পরিবারের সঙ্গে সুন্দর মুহূর্ত তৈরি হয়। একজন আরেকজনের সঙ্গে খুনসুটি করে—বিষয়টাই মজার। এ ধরনের ম্যাচ মানুষকে কাছে আনে। খেলাধুলা আসলে বিভাজন তৈরির জন্য নয়। এটা নিয়ে সিরিয়াস হওয়ার কিছু নেই।’

স্টাইলিশ লুকে ক্যামেরার সামনে মেহজাবীন

আর্জেন্টিনার সমর্থক মেহজাবীন বলেন, ‘যারা আর্জেন্টিনা সমর্থন করে না, তাদের যেন আঘাত করা না হয়। খেলাটাকে উপভোগ করা উচিত।’