দুদিন ধরে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচিত ইউটিউবার ও কনটেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদির বিয়ের সাজের একাধিক স্থিরচিত্র দেখা যায়। জানা যায়, রাইসা নামের এক তরুণীকে বিয়ে করেছেন তিনি। তবে আজ শুক্রবার তৌহিদ আফ্রিদির বউ বিভ্রাট দেখা দিয়েছে। জানা গেছে, তাঁর বউ রাইসা নন, রিসাকে বিয়ে করেছেন—সম্পর্কে রাইসা আর রিসা যমজ বোন। তাঁদের বাবা বাংলাদেশ জাতীয় ফুটবল দলের সাবেক তারকা লেফট ব্যাক মোহাম্মদ সোহেল আল-মাসুম। তিনি ২০১৫ সালে প্রয়াত হয়েছেন।
আফ্রিদি ও রিসার একটি ফটোকার্ড মাইটিভি তাদের ফেসবুক পেজে শেয়ার করেছে, এই প্রতিষ্ঠানের পরিচালক পদে আছেন তৌহিদ আফ্রিদি। একই প্রতিষ্ঠানের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক আফ্রিদির বাবা নাসির উদ্দিন সাথী। আফ্রিদির বিয়ের এই নিউজ ফটোকার্ড ফেসবুকে শেয়ার দিয়ে রাইসা আল রোজা ফেসবুকে লিখেছেন, ‘সে আমার যমজ বোন (রামিসা আল রিসা), আমি নই, আমি বিবাহিত।’
এদিকে ফেসবুকের কমেন্ট বক্সেও অনেকেই জানিয়েছেন রাইসা নন, রিসাকে বিয়ে করেছেন আফ্রিদি। একজন লিখেছেন, ‘টিকটকে ঢুকতে পারছি না মানুষের জ্বালায়, সবাই গোলমাল করে ফেলছে। কিন্তু আমি অনেক জায়গায় বারবার কমেন্ট করেছি যে এটা রাইসা আল রোজা না, রামিসা আল রিসা। এরপরও সবাই রিসাকে রাইসা বানাইয়া ফেলছে।’ আরেকজন লিখেছেন, ‘এটা কাউকে বোঝাতে পারিনি। আমরা দেখেছি আর হেসেছি।’
যমজ দুই বোন রাইসা ও রিসার একটি অনলাইন কাপড় বিক্রির প্ল্যাটফর্মও আছে। সেই পেজের বিভিন্ন পোস্টে একসঙ্গে দুই বোনকে দেখা গেছে। আলোচিত ইউটিউবার ও কনটেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদির বিয়ের খবর চাউর হলেও কেউই তা নিশ্চিত করতে পারছিলেন না। বৃহস্পতিবার আফ্রিদির ঘনিষ্ঠ এক বন্ধুও প্রথম আলোকে আফ্রিদির কাবিনের বিষয়টি নিশ্চিত করেন। জানান, পারিবারিক আয়োজনে তা হয়েছে।
আজ শুক্রবার দুপুরে রাইসা আল রোজা প্রথম আলোকে বলেন, ‘আমি রাইসা আল রোজা, আমার ছোট বোন রামিসা আল রিসা। আমরা দুজন যমজ। সবাই আমার বিয়ের খবর দিচ্ছে, কিন্তু আমার বিয়ে হয়েছে গত বছর। তাই ফেসবুকে বিষয়টি পরিষ্কার করেছি আমি।’
তৌহিদ আফ্রিদির সঙ্গে রিসার বিয়ে কবে, কখন হয়েছে, এ বিষয়ে জানতে চাইলে, বিষয়টি এড়িয়ে যান তিনি। কোনো মন্তব্য করতেও চান না বলে জানান রাইসা।
নাম প্রকাশে অনিচ্ছুক তৌহিদ আফ্রিদির ওই বন্ধু বলেন, ‘ওর বিয়ের খবরে আমি খুবই খুশি হয়েছি। আমার সঙ্গে আফ্রিদির কথা হয়েছে। ব্যস্ততার কারণে যেতে পারিনি। তবে আমি আমার বন্ধুকে শুভকামনা জানিয়েছি। বলেছি, তোর জীবনটা সুন্দর হোক। ভালো থাকিস।’
কথায় কথায় তৌহিদ আফ্রিদির ওই বন্ধু জানান, এখন পারিবারিক আয়োজনে বিয়ের আনুষ্ঠানিকতা সেরে নিলেও সুবিধাজনক সময় দেখে বিবাহোত্তর সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হবে। কাবিনের অনুষ্ঠানে দুই পরিবারের ঘনিষ্ঠজনেরা উপস্থিত ছিলেন।
কবে কাবিন হয়েছে, জানতে চাইলে আফ্রিদির বন্ধু বলেন, ‘সবকিছু আমার বলে দেওয়াটা আসলে ঠিক হবে না। বিয়ের বিষয়ে বিস্তারিত আফ্রিদি তাঁর সময়মতো সবাইকে জানাবে।’
দেশের আলোচিত কনটেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদিকে এখন তেমন একটা সামাজিক যোগাযোগমাধ্যমে সরব দেখা যায় না। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় শেখ হাসিনা সরকারের পক্ষে কাজ করার গুঞ্জন এখনো রয়েছে তাঁকে নিয়ে। এর মধ্যে আলোচনায় এল তাঁর বিয়ের খবর।