ফটো ফিচার

‘আমরা তিন কুষ্টের ছোল’

তারকাদের সঙ্গে এখন ভক্তদের যোগাযোগ নিয়মিত। বেশির ভাগ ক্ষেত্রে যোগাযোগের মাধ্যম ফেসবুক। তারকারা তাঁদের নানামুখী কর্মকাণ্ড ফেসবুকের মাধ্যমে ভক্তদের সঙ্গে নিয়মিত ভাগাভাগি করেন। ভক্তদের জন্য ফেসবুকে পোস্ট করা তারকাদের সেসব ‘মনের কথা’ পড়ুন ফেসবুকের পাতা থেকে।
তিনজনই কুষ্টিয়া জেলার কৃতি সন্তান। একসঙ্গে কোথাও হঠাৎ দেখা। তাই ছবি তুলতে ভুললেন না নাট্যকার মাসুম রেজা। পরে পরিচালক সালাহউদ্দিন লাভলু ও গায়ক এস আই টুটুলের সঙ্গে ছবিটি পোস্ট করে মাসুম রেজা ফেসবুক স্ট্যাটাসে লিখেছেন, ‘আমরা তিন কুষ্টের ছোল.... গিয়েছিলাম মায়ের কোল...’
ছবি: ফেসবুক
চঞ্চল চৌধুরী ছবিটি পোস্ট করে লিখেছেন, ‘পুরোনো আবেগ, পুরোনো দিন, পুরোনো সময়, নিজের দিকে তাকালেই অতীত মনে হয়।’
‘হোক কলরব’ গানের গায়ক অর্ণব। সেই গানের গীতিকারকে নিয়ে সম্প্রতি ফেসবুকে লিখেছেন, ‘রাজীব খুব ভালো ছবি আঁকত। চারুকলায় ছিল অনেক দিন। তারপরও আমাকে দিয়েই প্রচ্ছদ করবেই! আমি কৃতজ্ঞ সুযোগটা পাওয়ায়।’
‘ওয়াদা’ সিনেমার শুটিংয়ে নতুন লুকে মিশা সওদাগর। ছবিটি পোস্ট করে লিখেছেন, ‘সাইফ চন্দনের ওয়াদা. . ’ লুকের প্রশংসা করেছেন ভক্তরা।
বেলি ফুল দিয়ে মালা না গাঁথলেও সেই ফুল কানে গুঁজে সেজেছেন অভিনেত্রী অহনা রহমান। তিনি ছবিটি পোস্ট করে লিখেছেন, মায়ের হাতে লাগানো আমাদের বাগানের প্রথম বেলি ফুল।’