বিজয় দিবসে বিয়ের পিঁড়িতে বসলেন ‘হাজার বছর ধরে’র নায়িকা শারমীন জোহা শশী। এ অভিনেত্রী বিয়ের খবর জানালেন প্রথম আলোকে। তাঁর বরের নাম খালিদ হোসাইন। তিনি অভি নামে পরিচিত। শশী জানান, দুই পরিবারের সদস্যদের উপস্থিতিতে ঘরোয়াভাবে আজ সোমবার রাতে তাঁদের বিয়ের আনুষ্ঠানিকতা শেষ হয়েছে।
এই অভিনেত্রীকে সাম্প্রতিক বছরগুলোয় সবচেয়ে বেশি শুনতে হয়েছে, কবে বিয়ে করছেন এমন প্রশ্ন। এবার হেসেই জানালেন, বিয়ে করেছেন। ভক্ত ও সহকর্মীদের কাছে দোয়াও চাইলেন। বিয়ে প্রসঙ্গ নিয়ে শশী বলেন, ‘প্রায় দেড় বছর আগে আমাদের পরিচয়। এর মধ্যে দীর্ঘদিন ধরেই আমাদের কথা হতো। চার-পাঁচ মাস আগে আমরা সিদ্ধান্ত নিই বিয়ে করার। আজ বিয়ে করলাম।’
দেড় বছর আগে কোরীয় ড্রামার ডাবিংয়ের সূত্রেই তাঁদের পরিচয়। সেই ডাবিং পরিচালনার দায়িত্বে ছিলেন খালিদ হোসাইন। খালিদ নিজেই এসআরকে স্টুডিওর পক্ষ থেকে ডাবিংয়ের জন্য শশীকে ডাকেন। ‘রিপ্লাই ১৯৯৮’ নামের সিরিজের ডাবিং ঘিরেই তাঁদের প্রথম কথা ও দেখা হয়। সেই পরিচয় থেকেই ভালো লাগা ও অবশেষে পরিণয়।
শশী বলেন, ‘পরিচয়ের পরে অভি আমাকে আগে বিয়ে প্রস্তাব দেয়। সেটা সরাসরি বলে না। কিন্তু তার কথায় আমি বুঝে নিই বিয়ের কথা। একসময় আমরা দুজনই বিয়ের সিদ্ধান্ত নিয়ে ভাবতে থাকি। একসময় আমাদের কাছে মনে হয়, বিয়ের সিদ্ধান্ত নেওয়া যেতে পারে। বারবার নিজেদের মধ্যে কথা বলেই, একসময় সিদ্ধান্ত নিই বিয়ে যেহেতু করছি, তবে খুব বেশি সময় নেব না। কারণ, আমাদের একের অন্যের কাছে নিজেদের যোগ্য মনে হয়েছে। দুজনই এমন লাইফ পার্টনার খুঁজছিলাম। অবশেষে বিয়ে করে ফেললাম।’
একেবারেই ঘরোয়া আয়োজনে তাঁদের বিয়ে হয়েছে। এই অভিনেত্রী জানান, এখনই সবাইকে জানাতে চাননি। তাঁদের বিয়েতে বরের মা-বাবা ও ভাই এবং তাঁর মা ও ভাই উপস্থিত ছিলেন। শশীর বাবা বেঁচে নেই। তবে শিগগিরই সহকর্মী ও আত্মীয়স্বজনকে নিয়ে পরবর্তী আনুষ্ঠানিকতা সারবেন।
বরের পরিচয় প্রসঙ্গে শশী বলেন, ‘অভি একেবারেই অডিও ইন্ডাস্ট্রির সঙ্গে জড়িত। সে আগে ডাবিং কোম্পানিতে ছিল। এখন নিজেই ডাবিং ইন্ডাস্ট্রিতে কোম্পানি চালু করছে। সে মূলত ডাবিং বিষয়টা সবচেয়ে ভালো বোঝে। যে কারণে তার আগ্রহও এদিকে। ডাবিং ডিরেকশন নিয়েই সে থাকতে চায়। পাশাপাশি সে নিজেও ভয়েস অ্যাক্টর।’ জানা যায়, অভি অনেক সিরিজ, কার্টুন, অ্যানিমেশনে ভয়েস দিয়েছে। তবে মূল পেশা ডাবিং ডিরেক্টর।