ইউটিউব ট্রেন্ডিংয়ে এগিয়ে থাকা পাঁচটি নাটক

ঈদের নাটকে সব সময় আলাদা একটা বৈচিত্র্য থাকে। দর্শক টানতে ঈদের নাটক নিয়ে নানা পরিকল্পনা করে টেলিভিশন ও ইউটিউব চ্যানেলগুলো। গল্প, অভিনয়শিল্পী কিংবা নির্মাণে থাকে চমক। প্রচারের পর থেকে সেসব নাটক নিয়ে শুরু হয়েছে আলোচনা। ব্যস্ততার ফাঁকে ঈদে দর্শকেরা সবচেয়ে বেশি কোন নাটকগুলো দেখছেন? ইউটিউব ট্রেন্ডিংয়ে কোন নাটকগুলো এগিয়ে আছে? দেখুন ছবিতে...
এর আগে বেশির ভাগ সময় কমেডিনির্ভর গল্প নির্মাণ করে ঈদে দর্শক ধরে রাখতেন কাজল আরেফিন। এবার ঈদে ভিন্ন ঘরানার নাটক ‘বিদেশ’ দিয়ে আলোচনায় রয়েছেন তিনি। কয়েক তরুণের বিদেশ যাওয়ার গল্প নিয়ে নাটকটি। সেই গল্পটি ইউটিউব ট্রেন্ডিংয়ে ১ নম্বরে রয়েছে। তিনি এর আগেও পারিবারিক গল্পের নাটক নির্মাণ করে প্রশংসা পেয়েছেন এই নির্মাতা। নাটকে অভিনয় করেছেন মিশু সাব্বির, পলাশ, পারসা ইভানা, শিমুল, পাভেল প্রমুখ।
প্রচারের দুই দিন পরেও ফারহান আহমেদ জোভান ও সামিরা খান মাহির নাটক ‘ঈদ সেলামি’ ইউটিউব ট্রেন্ডিংয়ে ২ নম্বর রয়েছে। ঈদের সালামি নিয়েই মানবিক গল্পটি দর্শক পছন্দ করেছেন। নাটকটি পরিচালনা করেছেন রাফাত মজুমদার।
হানিফ সংকেতের পরিচালনায় ম্যাগাজিন অনুষ্ঠান ‘ইত্যাদি’ ইউটিউব ট্রেন্ডিংয়ে তিন নম্বরে জায়গা করে নিয়েছে। চার দিন আগে ‘ইত্যাদি’ ইউটিউবে প্রচারিত হয়। তবে শুধু নাটক ধরলে ইউটিউব ট্রেন্ডিংয়ে ‘ঈদ সেলামি’র পরেই জায়গা করে নিয়েছে মহিন খানের পরিচালনায় জামাই–শ্বশুরের নানা রকম হাস্যরসাত্মক কর্মকাণ্ড নিয়ে নাটক ‘দুষ্টু শ্বশুর মিষ্টি জামাই’। নাটকে জামাই নিলয় আলমগীর ও শ্বশুর চরিত্রে মাসুম বাশার অভিনয় করেছেন। নাটকের অভিনেত্রী জান্নাতুল হিমি। ইউটিউব ট্রেন্ডিংয়ে ৪ নম্বর রয়েছে।
‘সুইট কিস’ নাটকটি ইউটিউব ট্রেন্ডিংয়ে ৫ নম্বর রয়েছে। বৃষ্টির মধ্যে একটি চুমুর ছবিকে ঘিরেই নাটকের গল্প। দুই তরুণ–তরুণীর সেই ছবি একসময় প্রকাশ পায়। তারপর ঘটনা অন্যদিকে মোড় নেয়। জাকারিয়া সৌখিনের পরিচালনায় নাটকে জুটি হয়েছেন জোভান ও কেয়া পায়েল।
সহজ–সরল চরিত্রে নজর কেড়েছেন অভিনেতা জোভান। তার অভিনীত বিশ্ববিদ্যালয়ের সহজ–সরল চরিত্রটি দর্শকদের পছন্দ হয়েছে। প্রবীর রায় পরিচালিত ‘লাভ সেমিস্টার’ নাটকটি ইউটিউব ট্রেন্ডিংয়ে ৬ নম্বর আছে। নাটকে জোভানের সঙ্গে অভিনয় করেছেন তরুণ অভিনেত্রী নাজনীন নীহা।