সুযোগ থাকলে কুকুর–বিড়ালও উদ্ধারের অনুরোধ নিলয় আলমগীরের

নিলয় আলমগীর। ছবি: ফেসবুক
নিলয় আলমগীর। ছবি: ফেসবুক

বন্যাদুর্গত এলাকায় লাখো মানুষ পানিবন্দী। এই মানুষের সঙ্গে বন্দী হয়ে পড়েছে তাঁদের পোষা প্রাণীগুলো। এর মধ্যে কুকুর ও বিড়ালের সংখ্যা সবচেয়ে বেশি। উদ্ধার তৎপরতায় শুধু মানুষ নয়, সুযোগ থাকলে কুকুর–বিড়ালও উদ্ধারের আকুতি জানিয়েছেন অভিনেতা নিলয় আলমগীর।

ছবিটি পোস্ট করছেন নিলয় আলমগীর। ছবি: ফেসবুক

আকস্মিক বন্যার কয়েক দিন ধরে দেশের দক্ষিণ-পূর্বাঞ্চল, উত্তর-পূর্বাঞ্চলের অন্তত ১১ জেলায় যে বন্যা হচ্ছে, তাতে পানি দ্রুত নামছে না। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে ফেনী, কুমিল্লা, নোয়াখালী ও লক্ষ্মীপুর জেলাগুলো। এসব এলাকায় মানুষের পাশাপাশি করুণভাবে বেঁচে আছে পোষা প্রাণী। সেগুলোর ভিডিও ও ছবি ফেসবুকে প্রকাশ পাচ্ছে। দীর্ঘদিন পরিবারের সঙ্গে থাকা এসব পোষা প্রাণী নিয়েও ভাবা প্রয়োজন বলে মনে করেন নিলয়।

অভিনেতা নিলয় আলমগীর। ছবি: ফেসবুক

নিলয় তাঁর ফেসবুক পোস্টে লিখেছেন, ‘মানুষ যেখানে মরে যাচ্ছে, সেখানে কুকুর–বিড়াল নিয়ে ভাবার সময় কই? এটাই হয়তো বলছে সবাই। কিন্তু বাড়ির সবাইকে যখন উদ্ধার করে কুকুরটাকে রেখে যায়, তখন কুকুরটার কেমন লাগতে পারে। কুকুর তো দুধ দেয় না, ডিম দেয় না। কিন্তু কুকুরেরও তো বাঁচার অধিকার আছে।’

নিলয়ের এমন পোস্টের তাঁর ভক্তরাও একমত পোষণ করেছেন। কেউ কেউ মন্তব্যে লিখেছেন, ‘সবার বাঁচার অধিকার আছে।’, ‘পোষা প্রাণীগুলো সঙ্গে নেওয়া হচ্ছে।’, ‘উদ্ধারকারীদের উচিত কুকুর–বিড়ালগুলোকে তাদের পাশে করে নিয়ে যাওয়া।’ তবে কেউ আবার মন্তব্য করেছেন, ‘এই অবস্থায় মানুষই প্রাধান্য পাবে। আপনি আছেন কুকুর আর বিড়াল নিয়ে! বাঁচতে তো অন্য প্রাণীরাও চায়। তারপরেও সবাই উদ্ধার পাক।’ এই অভিনেতা উদ্ধারকারীদের উদ্দেশে লিখেছেন, ‘উদ্ধারকারী ভাই ও বোনেরা, কুকুর–বিড়ালের ব্যাপারটাও একটু দেখবেন, প্লিজ।’