হয়ে গেল ‘হাবু’র গায়েহলুদ, কাল বিয়ে

হয়ে গেল অভিনেতা চাষী আলমের গায়েহলুদ
সংগৃহীত

হয়ে গেল অভিনেতা চাষী আলমের গায়েহলুদ। ঘরোয়া আয়োজনে হয়েছে গায়েহলুদের আসরটি। আত্মীয়, পরিবারের সদস্য এবং কাছের কয়েকজন বন্ধু ছিলেন এ আয়োজনে। চাষী আলম জানান, শুক্রবার গুলশানের একটি রেস্তোরাঁয় বিয়ের অনুষ্ঠান হবে।
ধারাবাহিক নাটক ‘ব্যাচেলর পয়েন্ট’ প্রচারের পর অভিনেতা চাষী আলমের নাম হয় হাবু। এ নাটকে তিনি হাবু চরিত্রে অভিনয় করেছেন। ভক্তদের সেই হাবু বিয়ে করছেন। বৃহস্পতিবার বিয়ের খবরটি প্রথম আলোকে অভিনেতা চাষী আলম নিজেই নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘পারিবারিকভাবে আমাদের বিয়ে হচ্ছে। এখন এ মুহূর্তে আমাদের বাড়িতে গায়েহলুদের অনুষ্ঠান হচ্ছে। কাল গুলশানের একটি জায়গায় আমাদের বিয়ের অনুষ্ঠান হবে।’ বিয়ের কনের নাম তুলতুল। তুলতুল ঢাকার মেয়ে। স্নাতকে পড়াশোনা করছেন।

মা ও খালার সঙ্গে

এখনই বিয়ের কোনো পরিকল্পনা ছিল না চাষী আলমের। চাষী বলেন, ‘বেশ কিছুদিন আগে আমি মেয়ে দেখেছিলাম। আমার ও আমার পরিবারের সবার পছন্দ ছিল মেয়ে। একটু সময় হাতে নিয়ে করার কথা ছিল। আমি অফিসের কাজে কক্সবাজার ছিলাম। এর মধ্যে আমার চাচি, মা ও বড় বোন মিলে বিয়ের দিন ঠিক করে ফেলেছেন। তাঁদের কথা, দেরি হলে নাকি আমি আর বিয়ে করব না। কী আর করা।’

আত্মীয়, পরিবারের সদস্য এবং কাছের কয়েকজন বন্ধু ছিলেন এ আয়োজনে

নতুন জীবন শুরু হতে যাচ্ছে, কেমন লাগছে—জানতে চাইলে চাষী বলেন, ‘কই, তেমন কোনো কিছু মনে হচ্ছে না। আমি এখনো কোনো কিছু বুঝতে পারছি না। গায়েহলুদ অনুষ্ঠান নিয়ে বাসায় সবাই হইচই, আনন্দ করছে; কিন্তু আমি আমার মতো আছি।’