নিউইয়র্কের বিমানবন্দরে হলিউড, বলিউড ও ঢালিউড তারকাদের সঙ্গে নাফিজা

২০০৬ সালে লাক্স–চ্যানেল আই সুপারস্টার প্রতিযোগিতার মাধ্যমে বিনোদন অঙ্গনে পথচলা শুরু করেন নাফিজা জাহান। প্রতিযোগিতায় সেরা দশের মধ্যে তাঁর অবস্থান ছিল ৭ নম্বরে। মোস্তফা সরয়ার ফারুকীর ‘৪২০’ নাটকে বিজলী চরিত্রে অভিনয় করে আলোচনায় আসেন নাফিজা। এরপর পেছন ফিরতে হয়নি আর। বিজ্ঞাপনচিত্র আর নাটকে অভিনয় করে জনপ্রিয়তা পান। ২০১২ সাল পর্যন্ত নিয়মিত ছোট পর্দায় দেখা যেত নাফিজাকে। এরপর বিয়ে করে উড়াল দেন যুক্তরাষ্ট্রে। এখন তিনি সেখানকার একটি এয়ারলাইনসে চাকরি করেন। নিউইয়র্কের জেএফকে বিমানবন্দরে দায়িত্ব পালনের সময় তাঁর সঙ্গে দেখা হয় দেশ–বিদেশের অনেক তারকার। স্মৃতি ধরে রাখতে তাঁদের সঙ্গে ছবি তোলেন। এরপর বন্ধু ও সহকর্মীদের সঙ্গে সুন্দর মুহূর্তগুলো ভাগাভাগি করতে ফেসবুকে পোস্ট করেন স্থিরচিত্রগুলো। একনজরে দেখে নেওয়া যাক হলিউড, বলিউড ও ঢালিউড তারকাদের সঙ্গে নাফিজার কয়েকটি স্থিরচিত্র
বলিউড তারকা অভিষেক বচ্চনের সঙ্গে এই স্থিরচিত্র আজ মঙ্গলবার ফেসবুকে পোস্ট করে ক্যাপশনে নাফিজা লিখেছেন, ‘নো নজর।’
বলিউড তারকা অভিষেক বচ্চনের সঙ্গে এই স্থিরচিত্র আজ মঙ্গলবার ফেসবুকে পোস্ট করে ক্যাপশনে নাফিজা লিখেছেন, ‘নো নজর।’
ঢালিউড সুপারস্টার শাকিব খান এখন প্রায়ই যুক্তরাষ্ট্রে যাওয়া–আসা করেন। এই যাওয়া–আসার ফাঁকে একদিন নাফিজা দেখা পান শাকিব খানের। তখন যুক্তরাষ্ট্রে ‘প্রিয়তমা’ ছবিটি মুক্তি পায়। শাকিব খানের সঙ্গে স্থিরচিত্রটি পোস্ট করে ভালোবাসার ইমোজি দিয়ে তাই ক্যাপশনে লিখেছেন, ‘প্রিয়তমা।’
দেশের ব্যান্ড সংগীতের মহাতারকা জেমসের সঙ্গেও দেখা হয়েছিল নাফিজার। বিমানবন্দরে দেখা হওয়া একটি স্থিরচিত্রের সঙ্গে ১৪ বছর আগে তোলা একটি স্থিরচিত্র জুড়ে কোলাজ বানিয়ে ফেসবুকে পোস্ট করে নাফিজা লিখেছেন, ‘চোখের দেখায় মনের দেখা হয়, চোখের দেখায় যদি মনে রয়। আমার সব সময়ের প্রিয়।’
দেশের গানের তুমুল জনপ্রিয় শিল্পী হাবিব ওয়াহিদ। লাক্স তারকা নাফিজারও প্রিয় শিল্পী তিনি। বিমানবন্দরে দেখা হতেই তাই ছবি তুলে ফেসবুকে পোস্ট করে লিখেছেন, ‘আমার সব সময়ের প্রিয় হাবিব ওয়াহিদ, তুমিহীনা।’
বলিউডের তারকা দম্পতি রিতেশ দেশমুখ ও জেনেলিয়ার সঙ্গেও দেখা হয়েছিল নাফিজার। ভালোবাসার ইমোজি দিয়ে ছবিটি পোস্ট করে লিখেছেন, ‘জেনেলিয়া প্লাস রিতেশ।’
বিমানবন্দরে একদিন ভারতের জনপ্রিয় অভিনেত্রী তামান্না ভাটিয়ার সঙ্গে...
দেশের গানের জনপ্রিয় দুই সংগীতশিল্পী ফাহমিদা নবী ও সামিনা চৌধুরীর সঙ্গে নিউইয়র্কের জেএফকে বিমানবন্দরে দেখা হয়েছিল নাফিজার। দুই সংগীতশিল্পী বোনের সঙ্গে এই স্থিরচিত্র পোস্ট করে নাফিজা লিখেছেন, ‘সোমাপা-নুমাপা, তোমাদের দেখলেই আমার সব সময় মনে হতো, কেন যে আমার একটা বোন নাই। এত ভালো কেন তোমরা, তোমাদের গান শুনলেই কলিজায় লাগে। ভালো থেকো তোমরা। ভালোবাসা অনেক তোমাদের জন্য সব সময়।’
জেএফকে বিমাবন্দরে দেখা হয়েছিল ভারতীয় অভিনেতা মনোজ বাজপেয়ীর সঙ্গেও।
হলিউড তারকা স্কারলেট জোহানসনের সঙ্গে নাফিজা।
কদিন আগে যুক্তরাষ্ট্রে একটি অনুষ্ঠান উপস্থাপনা করতে গিয়েছিলেন শাহরিয়ার নাজিম জয়। ফেরার পথে বিমানবন্দরে দেখা হয় নাফিজার সঙ্গে। সেই স্থিরচিত্র পোস্ট করে ক্যাপশনে নাফিজা লিখেছেন, ‘জয় ভাই, মনে হচ্ছে তোমাকে দেখলাম প্রায় ১০০ বছর পর।’
চাকরির কারণে প্রায়ই বিভিন্ন দেশে যেতে হয় অভিনয়শিল্পী মিথিলাকে। তেমনই এক যাত্রায় জেএফকে বিমানবন্দরে নির্মাতা স্বামী সৃজিত মুখার্জি ও  কন্যা আইরাও ছিল। দেখা হয়েছিল নাফিজার সঙ্গে। সৃজিতের সেলফি পোস্ট করে নাফিজা লিখেছেন, ‘রাফিয়াত রশিদ আপু, কত বছর পর তোমাকে পেলাম। তুমি সেই দেনমোহরের মিথিলা আপুই আছ আমার কাছে। ধন্যবাদ সৃজিত ভাইয়া অ্যান্ড আইরামনি।’
ভারতের বিখ্যাত ফ্যাশন ডিজাইনার মনীশ মালহোত্রার সঙ্গে ছবিটি পোস্ট করে ক্যাপশনে জুড়ে দিয়েছেন এই কথা, ‘ভালো মানুষেরা সব সময় আমাকে খারাপ কাজ করতে উদ্বুদ্ধ করে।’