জানাজা শেষে বরগুনা পৌর শহরের শহীদ স্মৃতি সড়ক সংলগ্ন মায়ের কবরের পাশে দাফন করা হয়
জানাজা শেষে বরগুনা পৌর শহরের শহীদ স্মৃতি সড়ক সংলগ্ন মায়ের কবরের পাশে দাফন করা হয়

অভিনেতা রুমির শেষ ঠিকানা মায়ের পাশে

টিভি নাটকের অভিনেতা অলিউল হক রুমিকে বরগুনায় মায়ের কবরের পাশে সমাহিত করা হয়েছে। আজ সোমবার সন্ধ্যায় বরগুনা পৌরসভার গণকবরে তাঁকে দাফন করা হয়েছে।
ক্যানসার শনাক্ত হওয়ার মাসখানেকের ব্যবধানে আজ ভোরে ঢাকার এক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন রুমি। সোমবার বিকেলে রুমির মরদেহ তাঁর জন্মস্থান বরগুনা শহরে নেওয়া হয়।

বিকেল সাড়ে পাঁচটায় বরগুনা পৌর শহরের আবুল হোসেন ঈদগাহ মাঠে অনুষ্ঠিত হয়।

এরপর বিকেল সাড়ে পাঁচটার দিকে আবুল হোসেন ঈদগা ময়দানে জানাজা হয়েছে। জানাজা শেষে মা হামিদা হকের কবরের পাশে দাফন করা হয়েছে রুমিকে।
বরগুনায় জন্ম নেওয়া রুমি বরিশালের আঞ্চলিক ভাষায় বেশি অভিনয় করে আসছিলেন। এ ভাষাতেই তিনি দর্শকদের হাসিয়েছেন, কাঁদিয়েছেনও। তাঁর মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে।

১৯৮৮ সালে রুমির অভিনয়ের শুরু থিয়েটার বেইলি রোডের ‘এখনো ক্রীতদাস’ নাটকের মধ্য দিয়ে। একই বছর ‘কোন কাননের ফুল’ নাটকের মাধ্যমে ছোট পর্দায় অভিষেক হয় তাঁর।

বর্তমানে তাঁর অভিনীত ‘বকুলপুর’ নামের একটি জনপ্রিয় ধারাবাহিক দীপ্ত টিভিতে প্রচার করা হচ্ছে। টেলিভিশনের পাশাপাশি অভিনয় করেছেন সিনেমাতেও। ২০০৯ সালে ‘দরিয়া পাড়ের দৌলতি’ চলচ্চিত্রে প্রথম অভিনয় করেন রুমি।