দেশের রাজনৈতিক পরিস্থিতির কারণে অনেক দিন ধরে আলোচনায় ছিল না টিভি নাটক। অনেক দিন ইউটিউবে নতুন নাটক মুক্তিও পায়নি। চলতি সেপ্টেম্বর মাস থেকে আবারও নিয়মিত নাটক মুক্তি পাচ্ছে ইউটিউবে। নতুন মুক্তি পাওয়া বেশ কয়েকটি নাটক আলোচিতও হয়েছে। রোমান্টিক, কমেডিসহ বিভিন্ন ধাঁচের নাটক আছে আলোচনায়। আজ বিকেল পর্যন্ত বাংলাদেশ থেকে ইউটিউব ট্রেন্ডিংয়ের শীর্ষে থাকা ৫ নাটক নাটক নিয়ে এই প্রতিবেদন।
‘কিস্তির স্যার’
কয়েক দিন ধরে বাংলাদেশ থেকে ইউটিউব ট্রেন্ডিংয়ের শীর্ষে ছিল নাটক ‘কিস্তির স্যার’, তবে গতকাল নাটকটি ছিল দুইয়ে। এই নাটকে দেখা গেছে এই সময়ের আলোচিত জুটি নিলয় আলমগীর ও জান্নাতুল হিমিকে।
মহিন খানের এই নাটকটি মুক্তি পেয়েছে গোল্লাছুট ইউটিউব চ্যানেলে। আজ বিকেল ৫টা পর্যন্ত নাটকটির ভিউ ৭৬ লাখ ৫৩ হাজারের বেশি। গ্রামে কিস্তি নিয়ে নানা ঘটনা উঠে এসেছে নাটকটিতে।
‘ফুল হাতা শার্ট’
ট্রেন্ডিংয়ে এর পরেই আছে মিজানুর রহমান আরিয়ানের ‘ফুল হাত শার্ট’। নাটকটিতে জুটি হয়েছেন ইয়াশ রোহান ও সাদিয়া আয়মান।
হাওরে ঘুরতে গিয়ে প্রেম ও বিরহের গল্পটি উঠে এসেছে। ফেসবুকে নাটকটির সংলাপ নিয়ে ভালো লাগার কথা জানিয়েছেন অনেক দর্শক। ২৬ সেপ্টেম্বর সুলতান এন্টারটেইনমেন্টের ইউটিউব চ্যানেলে মুক্তি পায় নাটকটি, গতকাল বিকেল ৫টা পর্যন্ত এটির ভিউ ৩১ লাখ ৩৫ হাজারের বেশি।
‘হঠাৎ বড়লোক’
২৬ সেপ্টেম্বর এনএএফ এন্টারটেইনমেন্টের ইউটিউব চ্যানেলে মুক্তি পেয়েছে নাটকটি। এটিরও নির্মাতা মহিন খান।
এতে অভিনয় করেছেন নিলয় আলমগীর, তাসনুভা তিশা। ড্রামা-কমেডি ঘরানার এ নাটকটিও পছন্দ করেছেন দর্শকেরা। আজ বিকেল ৫টা পর্যন্ত নাটকটির ভিউ ২৮ লাখ ৭৭ হাজারের বেশি।
‘শুভ বিবাহ’
ধারাবাহিক নাটকের দ্বিতীয় পর্বটি মুক্তি পেয়েছে ২৬ সেপ্টেম্বর। আজ বিকেল ৫টা পর্যন্ত এই পর্বটির ভিউ ৩৩ লাখ ৮৯ হাজারের বেশি। এতে অভিনয় করেছেন আর্থিক সজীব, রণক হাসান প্রমুখ।
‘বেশরম জামাই শ্বশুর’
নাটকটি বানিয়েছে জামকো টিম। এতে অভিনয় করেছেন আশরাফ সুপ্ত, স্বপ্নীল সাথী, মাসু বাসার প্রমুখ। এটি আছে ট্রেন্ডিংয়ে থাকা নাটকের মধ্যে ৫ নম্বরে। আজ বিকেল ৫টা পর্যন্ত এ নাটকের ভিউ ১৮ লাখ ৮৯ হাজারে বেশি।