সালমান খানের সঞ্চালনায় হিন্দি ‘বিগ বস’ এরই মধ্যে শুরু হয়ে গেছে। জনপ্রিয় এ শোর তামিল সংস্করণ শুরু হবে ৯ অক্টোবর। বরাবরের মতোই তামিল ‘বিগ বস ৬’ও উপস্থাপনা করবেন কমল হাসান। চলতি বছর ‘বিক্রম’-এর রেকর্ড ব্যবসার পর আবারও জনপ্রিয় এই অভিনেতাকে দেখা যাবে। তবে শোর আগে আলোচনাটা ঠিক কমল হাসানকে নিয়ে নয়; বরং তামিল প্রযোজক রবীন্দ্রর চন্দ্রসেকরনকে নিয়ে।
গত ১ সেপ্টেম্বর টিভি অভিনেত্রী ভি জে মহালক্ষ্মীর সঙ্গে গাঁটছড়া বাঁধেন প্রযোজক রবীন্দ্রর। এর পর থেকেই নেট–দুনিয়ায় ব্যাপক জনপ্রিয় এই জুটি। এবার শোনা যাচ্ছে, তামিল ‘বিগ বস’–এ দেখা যাবে রবীন্দ্ররকে। এ বিষয়ে ‘বিগ বস’ কর্তৃপক্ষ বা প্রযোজকের আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি। তবে ভারতীয় বিভিন্ন সংবাদমাধ্যম জানিয়েছে, ছোট পর্দার জনপ্রিয় শোতে রবীন্দ্ররের অংশগ্রহণ প্রায় নিশ্চিত।
এবারই প্রথম নয়, ‘বিগ বস’-এর চতুর্থ ও পঞ্চম সিজনেও রবীন্দ্ররকে প্রস্তাব দেওয়া হয়েছিল। তবে শোটির সঙ্গে যুক্ত কয়েকটি সূত্র জানিয়েছে, পারিশ্রমিক নিয়ে বনিবনা না হওয়ায় তিনি ‘না’ করে দেন। এবার পারিশ্রমিকসহ সবকিছু ব্যাটে-বলে মিলে যাওয়ায় রবীন্দ্রর রাজি হয়েছেন। তবে ‘বিগ বস ৬’-এ অংশ নেওয়ার জন্য এই প্রযোজক কত পারিশ্রমিক পাচ্ছেন, সেটা অবশ্য জানা যায়নি।
রবীন্দ্রর ছাড়াও টিভি অভিনেত্রী রাচিথা মহালক্ষ্মী, ভিডিও জকি রক্ষণসহ অনেককেই ‘বিগ বস’-এর বাড়িতে দেখা যাবে বলে শোনা যাচ্ছে। ২০১৭ সাল থেকে কমল হাসান শোটির উপস্থাপনা করে আসছেন।