অভিনেতা এফ এস নাঈমের কাছে জন্মদিন মানেই বিশেষ। দিনটি নিয়ে অনেক আগে থেকে পরিবারের সদস্যদের পরিকল্পনা থাকে। যে কারণে বিশেষ এই দিনে বাসা থেকে বের হননি এই অভিনেতা। পরিবারের সঙ্গে সময়গুলো কাটছে। জানালেন, জন্মদিনটা খেয়েই কাটছে অভিনেতার।
ব্যস্ত থাকলে পরিবারকে সময় দিতে পারেন না। তাই জন্মদিনে বাসায় থাকা, বাইরে কাজ নেন না। আর বাসায় থাকলে শুরু হয়ে যায় ওজন বাড়ানোর প্রতিযোগিতা, হেসেই বললেন অভিনেতা এফ এস নাঈম। তিনি বলেন, ‘দারুণ সময় কাটছে। আমার মা, স্ত্রী নাদিয়া, বোন—সবাই পছন্দের খাবার রান্না করেছেন। সবাই জানেন, আমি কী খেতে পছন্দ করি। সেগুলোই রান্না করেছেন। মা মোরগ পোলাও রান্না করেছেন, স্ত্রী সেমাই, পেঁয়াজুসহ আরও অনেক কিছু। সকাল থেকে খাওয়ার ওপরে আছি।’
নাঈম জানান, জন্মদিনের সকাল থেকে তাঁর খাবারের তালিকায় ছিল মোরগ পোলাও, তেহারি, মিষ্টি, কাবাব, কেক, ডিমের কোর্মা, নুডলস, সেমাইসহ ২০ পদের বেশি খাবার। নাঈম বলেন, ‘এই দিনটা আমাকে যেমন মনে করিয়ে দেয় এক বছর বয়স বেড়ে গেল, তেমনি মনে করিয়ে দেয় দায়বদ্ধতার কথা। আমি ভবিষ্যতে কী করব, সেই পরিকল্পনা কিছুটা করি। সবচেয়ে ভালো লাগে সহকর্মী ও কাছের মানুষের ভালোবাসার কথা।’
সকালে ঘুম থেকে উঠেই ফেসবুকে দেখতে পান, একের পর তাঁকে নিয়ে সহকর্মীরা ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন। কারও কারও লেখা কিছু স্ট্যাটাস তাঁকে আবেগপ্রবণ করে দেয়। নাঈম বলেন, ‘কেউ কেউ অনেক আগের ছবি, ভিডিও শেয়ার করেছেন। এমনও হয়েছে, ১০–১২ বছর আগের ছবি পোস্ট করেছেন। কেউ কেউ অভিনীত চরিত্র “জেন্টলম্যান” নামে ডাকছেন। এ ছাড়া চরকি, হইচই, বিঞ্জসহ বেশ কিছু ওটিটি প্ল্যাটফর্ম শুভকামনা জানিয়েছে। মনে হয়েছে, সবার ভালোবাসার কি আমি যোগ্য! সবার কাছে কৃতজ্ঞ।’ তিনি জানান, আগামী বছর তাঁর অভিনীত ‘জলে জ্বলে তারা’ সিনেমা মুক্তির অপেক্ষায় রয়েছে। বর্তমান তিনি ওয়েব সিরিজের শুটিং নিয়ে ব্যস্ত।