ফেসবুকে তারকারা বেশির ভাগ সময়ই সরব থাকেন। প্রকাশ করেন তাঁদের কাজের খবরসহ নানা ঘটনা। কখনো কখনো সেগুলোই বৈচিত্র্য হয়ে ধরা দেয় ভক্তদের কাছে। একনজরে দেখে নিতে পারেন ফেসবুকের পাতা থেকে তারকাদের মনের কথা।
প্রায়ই সমসাময়িক ঘটনা নিয়ে ফেসবুক পোস্টে লিখে থাকেন পরিচালক আশফাক নিপুন। এবার তিনি লিখেছেন, ‘কয় দিন পরপর একটা কইরা ফোন কল বাইর হয় আর ওই সাইড থেকে সমানে কইতে থাকে, “আমি মঞ্জুলিকা।’”
অ্যালবাম থেকে আগের একটি ছবি পোস্ট করেছেন অভিনেত্রী রিচি সোলায়মান। লিখেছেন, ‘প্রিয় মুখ, তারার মতো, দুচোখে গোনা যায় না।’
বিজ্ঞাপন
অভিনয়ের পাশাপাশি কবিতা আবৃত্তি করতে ভালোবাসেন অভিনেতা খায়রুল বাসার। পছন্দের কবিতার মধ্যে রয়েছে সুনীল গঙ্গোপাধ্যায়। প্রিয় কবিতার লাইনগুলো তুলে ধরেছেন, ‘তুমি জেনেছিলে মানুষে মানুষে/ হাত ছুঁয়ে বলে বন্ধু/ তুমি যেই এসে দাঁড়ালে/ কেউ চিনল না কেউ দেখলে না/ সবাই সবার অচেনা!’
বিজ্ঞাপন
অভিনেতা শামীম হাসান সরকার ‘আনিস সাহেব’ নামে একটি নাটকের পোস্টার ভাগাভাগি করেছেন। সেই পোস্টারে আরেক অভিনেতা জামিল হোসাইন মজা করে লিখেছেন, ‘আনিস বাসায় আসার সময় কিছু একটা আনিস।’ চিত্রনায়িকা রত্না কবির লিখেছেন, ‘কেউ জীবন থেকে চলে গেলে প্রচুর পরিমাণে হাসতে হবে। বুঝতে হবে মেয়াদ শেষ। আপনাকে আর চালাতে পারছে না, লজ্জায় চলে গেছে! তার মতো মেয়াদ ছাড়া কারও কাছে।’