২০ বছরে তারকা কথন

‘তারকা কথন’–এর একটি পর্বে ডলি জহুর ও দিলারা জামান
ছবি: সংগৃহীত

২০ বছরে পা দিচ্ছে ‘তারকা কথন’। সাক্ষাৎকারভিত্তিক এই অনুষ্ঠান ১৯ বছর ধরে প্রতিদিন দুপুর সাড়ে ১২টায় সরাসরি প্রচার করে আসছে চ্যানেল আই। আগামী রোববার ৮ হাজার ৫১৫তম পর্ব প্রচারের মাধ্যমে ২০ বছরে পা রাখবে ‘তারকা কথন’।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে ‘তারকা কথন’কে দেশের টেলিভিশনের ইতিহাসে তারকাদের নিয়ে প্রথম সরাসরি সাক্ষাৎকারভিত্তিক অনুষ্ঠান বলে উল্লেখ করেন চ্যানেল আইয়ের পরিচালক ও বার্তা প্রধান শাইখ সিরাজ।

শাইখ সিরাজ জানান, জন্মদিনে তারকাদের শুভেচ্ছা জানানোর একটি উদ্যোগ নেয় চ্যানেল আই, তারই অংশ হিসেবে ২০০৪ সালে শুরু হয় ‘তারকা কথন’।

আগে অনুষ্ঠানটি ছিল পূর্বে ধারণ করা। পরে ধারণ করা আধা ঘণ্টার সঙ্গে যুক্ত হয় সরাসরি আধা ঘণ্টা। ২০০৪ সাল থেকে পুরোটাই সরাসরি অনুষ্ঠানের কাঠামোয় চলে যায়।
শাইখ সিরাজ জানান, নাটক–সিনেমার তারকাদের ব্যাপারে দর্শকের ব্যাপক কৌতূহল।

তাঁদের পছন্দের তারকারা প্রতিদিন টেলিভিশনের একটি অনুষ্ঠানে এসে সরাসরি দর্শকের সঙ্গে কথা বলছেন, বিভিন্ন প্রশ্নের উত্তর দিচ্ছেন। বিষয়টি দর্শকের মধ্যে ব্যাপক সাড়া ফেলে।

নাটক–সিনেমার জনপ্রিয় তারকাদের বাইরে যাঁরা নেপথ্যে থেকে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন, তাঁদেরও অনুষ্ঠানে আনা হয়। গীতিকার গাজী মাজহারুল আনোয়ার, চিত্রগ্রাহক আবদুল লতিফ বাচ্চুসহ অনেকেই এতে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।