বিদায়, সুখের সংসার, পরিণাম...

ফেসবুকে তারকারা বেশির ভাগ সময়ই সরব থাকেন। প্রকাশ করেন তাঁদের কাজের খবরসহ নানা ঘটনা। কখনো সমসাময়িক সেসব ঘটনা বৈচিত্র্য হয়ে ধরা দেয় ভক্তদের কাছে। ছবির গল্পে তারকাদের মনের কথা পড়ুন ফেসবুকের পাতা থেকে।
নজরুলসংগীতশিল্পী সুজিত মোস্তফা ফেসবুক পোস্টে লিখেছেন, ‘আমার প্রয়াত পিতা আবু হেনা মোস্তফা কামালের লেখা গান। আমারই সুর। আমার প্রথম অ্যালবামে প্রকাশিত হয়েছিল কলকাতার আটলান্টিস মিউজিক থেকে। অ্যালবামের নাম ছিল “আমার গানের প্রথম চরণখানি”। সংগীত আয়োজন করেছিলেন অমিত বন্দ্যোপাধ্যায়। আজ সকালে হঠাৎ ইচ্ছা হলো, গাইলাম বন্ধুদের জন্য।’
প্রথম আলো
নাট্যাভিনেত্রী জাকিয়া বারী মম ‘ওয়ারফেজ’ ব্যান্ডের একটি গানের কথা ফেসবুকে পোস্ট করেছেন। তিনি লিখেছেন, ‘সব বেদনা মুছে যাক স্থিরতায়, হৃদয় ভরে যাক অস্তিত্বের আনন্দে, হৃদয় গভীরে অবাক দৃষ্টিতে, থমকে দাঁড়িয়েছে মহাকাল এখানে।’
কানাডার টরন্টো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে আগামীকাল তৃতীয় প্রদর্শনী হবে ‘সাবা’ সিনেমার। সিনেমাটির প্রধান চরিত্রের অভিনেত্রী মেহজাবীন চৌধুরী ছবিটি পোস্ট করে লিখেছেন, ‘সব বন্ধু, তাঁদের পরিবার ও আমাদের সমর্থকদের আমন্ত্রণ। আগামী ১৪ সেপ্টেম্বর, শেষ হচ্ছে “সাবার” শেষ প্রদর্শনী।’
ছোট পর্দার আরেক অভিনেত্রী লারা লোটাস ফেসবুক লিখেছেন ব্যক্তিগত মতামত। তিনি লিখেছেন, ‘কাউকে কারও মতো বানানো যায় না। সবাই একটি নিজস্ব সত্ত্বা নিয়ে জন্মগ্রহণ করে। আমি আমাতেই দারুণ আছি।’
অহনা রহমানের সঙ্গে জুটি হয়েছেন তরুণ অভিনেতা জাহের আলভী। তাঁদের দেখা যাবে ‘যৌতুক’ নামের একটি নাটকে। নাটকের প্রচারণায় আলভী লিখেছেন, ‘“তালাক”, “কাবিন”, “কপাল”, “বিদায়”, “বিধবা”, “সুখের সংসার”, “পরিণাম”...এর সাফল্যের ধারাবাহিকতায় যোগ হতে যাওয়া “যৌতুক” নাটকটি রিলিজ হয়েছে। আশা করি, কাজটি আপনাদের ভালো লাগবে।’