এক সাক্ষাৎকারে তরুণ অভিনয়শিল্পীদের জন্য পরামর্শ দিলেন অভিনেত্রী সুবর্ণা মুস্তাফা। ডিজিটাল প্ল্যাটফর্ম ঢাকা সেশনসকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি জানান, অভিনয়ে ভালো করতে চাইলে অবশ্যই পড়াশোনা করতে হবে। পড়াশোনাটা তরুণ অভিনয়শিল্পীর জন্য খুবই গুরুত্বপূর্ণ।
সঙ্গে কাজটাকে ভালোবাসার তাগিদ দিয়ে সুবর্ণা মুস্তাফা বলেন, ‘কাজকে সম্মান করা দরকার। শুটিংয়ের কল টাইম ১০টায়। সিনিয়ররা বসে আছেন, অথচ তুমি এসেছ চারটায়। কারণ, তুমি ফ্লেভার অব দ্য মান্থ। এটা করা যাবে না।’
ভালো কাজ ছাড়া শিল্পীদের টিকে থাকা খুবই কঠিন বলে মনে করেন অভিনেত্রী সুবর্ণা মুস্তাফা। উদাহরণ হিসেবে অভিনেত্রী আজমেরী হক বাঁধনের কথা বলেন তিনি। সুবর্ণা মুস্তাফার ভাষ্যে, ‘বাঁধনের জীবনের কথাই যদি বলি, সে অনেক চড়াই–উতরাইয়ের মধ্য দিয়ে এগিয়েছে। অথচ পড়াশোনাসহ সে সবকিছুতেই ভালো করে গেছে। তাকে নিয়ে কোনো অভিযোগও কারও নেই।’
সময়ের মূল্য দিতে শিখতে হবে। তা না হলে ক্যারিয়ারে এগিয়ে যাওয়া খুবই কঠিন হবে বলে মনে করেন এই গুণী অভিনেত্রী। তিনি বলেন, এই যে সিনিয়রদের বসিয়া রাখা, তাঁদের সময়ের কি কোনো দাম নেই? এ জন্য কাজকে ভালোবাসতে হবে সবার আগে।
তবে অভিনয়কে ভালো না লাগলে অভিনয়ে আসার কোনো অর্থ দেখেন না সুবর্ণা মুস্তাফা। এমন তরুণদের উদ্দেশ্য তিনি বলেন, ‘যে কাজই করো, সেটাকে ভালোবেসে করো। যেটা ভালো লাগে, সেটাকে প্যাশন হিসেবে নিতে হবে।’