তারকাদের কেউ আগে থেকেই জানিয়েছিলেন বিয়ের খবর। কেউ আবার বিয়ে পর্ব সেরে ফেলার অনেক দিন পর জানিয়েছেন। বিয়ে করে সংসারী হয়েছেন, তেমনি কোনো তারকার সংসারও ভেঙেছে।
তারকাদের কেউ আগে থেকেই জানিয়েছিলেন বিয়ের খবর। কেউ আবার বিয়ে পর্ব সেরে ফেলার অনেক দিন পর জানিয়েছেন। বিয়ে করে সংসারী হয়েছেন, তেমনি কোনো তারকার সংসারও ভেঙেছে।

ফিরে দেখা ২০২৪

বিয়ে, বিচ্ছেদে বছরটা যেমন গেছে এই তারকাদের

বছর শেষ হতে চলেছে। নানা ঘটনায় বছরটি ছিল ঘটনাবহুল। কোনো কোনো তারকা বিদায় নিতে যাওয়া বছরে বিয়ের খবরে এসেছেন আলোচনায়। তারকাদের কেউ আগে থেকেই জানিয়েছিলেন বিয়ের খবর। কেউ আবার বিয়ে পর্ব সেরে ফেলার অনেক দিন পর জানিয়েছেন। বিয়ে করে সংসারী হয়েছেন, তেমনি কোনো তারকার সংসারও ভেঙেছে। একনজরে চোখ বুলিয়ে নেওয়া যাক বছরের আলোচিত বিয়ে ও বিচ্ছেদে—
মৌসুমী হামিদের সঙ্গে তাঁর বর আবু সাইয়িদ রানা

মৌসুমী হামিদ

তিন বছর আগে প্রথম আলোকে বলেছিলেন, সমান উচ্চতার ছেলে পেলেই বিয়ে করবেন মৌসুমী হামিদ। সমান উচ্চতা না পেলেও কম উচ্চতার একজনকে বিয়ে করেছেন এই অভিনয়শিল্পী। বছরের শুরুতে বিয়ের খবরটি জানান তিনি। বর আবু সাইয়িদ রানা লেখালেখি ও নির্মাণের সঙ্গে জড়িত। রানার লেখা গল্পে অভিনয় করেছেন মৌসুমী হামিদ। এর মধ্যে ‘রূপকথা নয়’ ও ‘গুটি’ উল্লেখযোগ্য। ১১ জানুয়ারি তাঁদের বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।

বছরের শুরুতেই বিয়ের খবর জানিয়ে সবাইকে চমক দেন অভিনেতা ফারহান আহমেদ জোভান

ফারহান আহমেদ জোভান

মৌসুমী হামিদের বিয়ের পরদিনই প্রকাশ্যে আসে ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা ফারহান আহমেদ জোভানের বিয়ে খবর। ১২ জানুয়ারিতে সাজিন আহমেদ নির্জনাকে বিয়ে করেন জোভান। তাঁর স্ত্রী ঢাকার একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। মধ্যরাতে ফেসবুকে ছবি পোস্ট করে নিজেই জানান বিয়ের খবর। হঠাৎ করে বিয়ের খবরে চমকে গেছেন অভিনেতার ভক্ত-শুভাকাঙ্ক্ষীরা। জানা গেছে, দেড় বছরের প্রেমের পর পারিবারিকভাবে বিয়ে সারেন জোভান।

নাজিয়া হক অর্ষা ও অভিনেতা মোস্তাফিজুর নূর ইমরান

নাজিয়া হক অর্ষা-মোস্তাফিজুর নূর ইমরান

কবে, কখন, কোথায় বিয়ের আনুষ্ঠানিকতা সেরেছেন, সে বিষয়ে কিছুই না বললেও ১৪ জানুয়ারি সকালে সামাজিক যোগাযোগমাধ্যমে স্বামীর সঙ্গে কয়েকটি স্থিরচিত্র পোস্ট করেন অভিনয়শিল্পী নাজিয়া হক অর্ষা। জানান, নির্মাতা-অভিনেতা মোস্তাফিজুর নূর ইমরানকে বিয়ে করেছেন তিনি। দুই পরিবারের সদস্য ও ঘনিষ্ঠ বন্ধুদের উপস্থিতিতে ঘরোয়া আয়োজনে বিয়েটা সেরেছেন তাঁরা। অর্ষা বলেছিলেন, বছরখানেক ধরেই পারিবারিকভাবে দুজনের বিয়ের কথাবার্তা চলছিল। এর মধ্যে তাঁর মা গুরুতর অসুস্থ হয়ে পড়ায় তা পিছিয়ে যায়। মা অনেকটা সেরে ওঠার পর মায়ের পরামর্শেই বিয়েটা সেরে নেন তাঁরা।

কামরুজ্জামান সরকার রাকিব ও মাহিয়া মাহি

মাহিয়া মাহি

চিত্রনায়িকা মাহিয়া মাহি এ বছর জাতীয় সংসদ নির্বাচন করেছেন। শোচনীয়ভাবে হেরেছেনও। নির্বাচনে হারার এক মাস পর ১৬ ফেব্রুয়ারি রাতে ভিডিও বার্তায় চিত্রনায়িকা মাহিয়া মাহি জানান, তিনি তাঁর স্বামী রাকিব সরকারের সঙ্গে বিচ্ছেদের সিদ্ধান্ত নিয়েছেন। বিচ্ছেদের কথা জানালেও সেই তারিখ জানাননি মাহি। মাহির কাছ থেকে পাওয়া আচমকা এ খবরে অবাক হন ভক্ত-শুভাকাঙ্ক্ষীরা। বিনোদন অঙ্গনে তাঁর কাছের মানুষদের মতে, স্বামীর সঙ্গে তাঁর কোনো সম্পর্ক নেই। তাঁরা আলাদা আছেন।

অভিনয়শিল্পী স্বাগতার বর হাসান আজাদ।

জিনাত সানু স্বাগতা

২০২৩ সালের শেষ দিকে আবার বিয়ের ঘোষণা দিয়েছিলেন জিনাত সানু স্বাগতা। ঘোষণা অনুযায়ী গত ২৪ জানুয়ারি প্রেমিক ও বন্ধু হাসান আজাদের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন তিনি। স্বাগতার বর হাসান আজাদ ব্যবসায়ী। তবে গানও করেন তিনি। স্বাগতা ও হাসান দুজন একসঙ্গে একাধিক গান প্রকাশ করেছেন। বিয়ে প্রসঙ্গে স্বাগতা জানান, একদিন ঢাকার একটি ক্লাবে পরিচয় হয় লন্ডনপ্রবাসী হাসান আজাদের সঙ্গে। তাঁর জন্ম, বেড়ে ওঠা ও পড়াশোনা যুক্তরাজ্যে। গানও করেন। কিছুদিন পথচলার পর হাসানকে জীবনসঙ্গী হিসেবে বেছে নেওয়ার সিদ্ধান্ত চূড়ান্ত করেন।

১৪ ফেব্রুয়ারি সৈয়দ রিফাত নাওঈদ হোসেনকে বিয়ে করেন অভিনেত্রী অর্চিতা স্পর্শিয়া।

অর্চিতা স্পর্শিয়া

অভিনয়শিল্পী অর্চিতা স্পর্শিয়া আগেই বলেছিলেন, মায়ের পছন্দে বিয়ে করবেন। কথামতেই বিয়েটা সেরেছেন। ১৪ ফেব্রুয়ারি সৈয়দ রিফাত নাওঈদ হোসেনকে বিয়ে করেন অভিনেত্রী অর্চিতা স্পর্শিয়া। বর পড়াশোনা করেছেন দেশের বাইরে। এখন একটি সফটওয়্যার প্রতিষ্ঠানের পরিচালক পদে কাজ করছেন। স্পর্শিয়ার মতে, ‘নাওঈদকে খুব পছন্দ হয় আম্মুর। আমিও আগেই বলেছি, বিয়েটা আম্মুর পছন্দে করব। আবার কিছু ব্যাপারে নাওঈদকে আমিও মনের মতো পেয়েছি বলেই বিয়েতে রাজি হয়েছি। নাওঈদও হয়তো আমার মধ্যে স্ত্রী হিসেবে যেসব গুণ চেয়েছিল, সেগুলো পেয়েছে। এ কারণে দুই পরিবারের সম্মতিতে বিয়ে হয়েছে আমাদের।’ এ ছাড়া স্পর্শিয়া জানান, তাঁদের একজন কমন ফ্রেন্ড এই বিয়ের ঘটকালি করেছেন।

বর সালমান আরাফাতের সঙ্গে সালহা খান নাদিয়া

সালহা খানম নাদিয়া

চলতি বছরের ২১ জুন নিজের ফেসবুক পেজে বরের সঙ্গে স্থিরচিত্র পোস্ট করে বিয়ের খবরটি প্রকাশ্যে আনেন অভিনয়শিল্পী সালহা খানম নাদিয়া। বরের নাম সালমান আরাফাত। নাদিয়া ও সালমান আরাফাত নাটক ও বিজ্ঞানপচিত্রে নিয়মিত কাজ করেন। বিয়ের পর নাদিয়া তাঁর ফেসবুক প্রোফাইল ও কভার ফটো বদলে ফেলেন। দেড় দশক ধরে বিনোদন অঙ্গনে কাজ করছেন সালহা খানম নাদিয়া। নাটকের পাশাপাশি চলচ্চিত্রেও কাজ করেছেন। ‘ড্রেসিং টেবিল’, ‘আইসক্রিম’ ও ‘রেডরাম’-এ দেখা গেছে তাঁকে। এ ছাড়া কলকাতায় কাজ করেছেন ‘সুনেত্রা সুন্দরম’ নামে একটি চলচ্চিত্রে।

বিয়ের সাজে এভাবেই দেখা গেছে চমক ও তাঁর স্বামী আজমান নাসিরকে

রুকাইয়া জাহান চমক

এ বছরের জুনের তৃতীয় সপ্তাহে বিয়ের খবর প্রকাশ্যে আসে অভিনয়শিল্পী রুকাইয়া জাহান চমকের। বিয়ের খবর প্রকাশিত হতে না হতেই চমক ও তাঁর স্বামী আজমান নাসিরকে নিয়ে চর্চা হতে থাকে। এর মধ্যে কেউ কেউ বলেন, নাসিরের এটি তৃতীয় বিয়ে আর চমকের দ্বিতীয়। বিয়ে প্রসঙ্গে নাসির তাঁর অবস্থান আগে পরিষ্কার করলেও শুরুতে কিছুই বলেননি চমক। তবে বিয়ের খবর নিজে থেকে কাউকে জানাতে চাননি চমক। যখন খবরটি ছড়িয়ে পড়ে, তখন স্বামীকে নিয়ে কথা বলেন চমক। তখন তিনি বলেছিলেন, ‘মানুষটার সম্পদ বলতে কিছুই নেই, অতীতও খুব একটা মধুর নয়! কিন্তু রাজার মতো একটা মন আছে, যেখানে সে আমাকে রানির মতো রেখেছে। আমি সুখী। এ মুহূর্তে আমার মতো সুখী কজন আছে, জানি না। আবার এই সুখ কত দিন টিকবে, তা-ও জানি না।’ চমকের অভিনয়জীবন চার বছর হতে চলেছে। নাটক, বিজ্ঞাপনচিত্রে অভিনয়ের পাশাপাশি একটি চলচ্চিত্রও বানিয়েছেন।

অর্পিতা সমাদ্দার ও আরিফিন শুভ

আরিফিন শুভ

বছরের প্রথম মাসে মায়ের মৃত্যু হয় ঢালিউড তারকা আরিফিন শুভর। এই শোক কাটতে না কাটতে জুলাইয়ে জানালেন বিবাহবিচ্ছেদের খবর। সন্ধ্যায় জানানো সেই খবর শুভর ভক্তদের জন্য ছিল ভীষণ বেদনার। শুভর এ ঘোষণার মধ্য দিয়ে তাঁদের ৯ বছরের দাম্পত্য জীবনের ইতি ঘটে। শুভ জানান, ২০ জুলাই স্ত্রী অর্পিতার সঙ্গে বৈবাহিক সম্পর্ক শেষ করেছেন আরিফিন শুভ।

বরের সঙ্গে শিরিন শিলা

শিরিন শিলা

ছয় বছরের প্রেমের পর বিয়ে করেছেন চিত্রনায়িকা শিরিন শিলা। এ বছরের অক্টোবরে তাঁদের বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়। তাঁর বরের নাম আবিদুল মহায়মীন সাজিল। ২০১৮ সালের ১০ অক্টোবর প্রেমিকের সঙ্গে পরিচয় হয় শিরিন শিলার। ছয় বছর পর সেই দিনেই বিয়ের আনুষ্ঠানিকতা সেরেছেন এই নায়িকা।

বর সৈয়দ হকের সঙ্গে সুজানা জাফর

সুজানা জাফর

সাড়ে তিন বছর প্রেমের পর ২০১৪ সালের ১ আগস্ট সুজানার সঙ্গে ঘর বেঁধেছিলেন গায়ক ও সংগীত পরিচালক হৃদয় খান। এটি ছিল তাঁদের দুজনেরই দ্বিতীয় বিয়ে। বিয়ের সাত মাস পর সুজানা-হৃদয় খানের বিচ্ছেদ হয়। এরপর হৃদয়ের আবার বিয়ের খবর শোনা গেলেও শোনা যায়নি সুজানার বিয়ের খবর। অক্টোবরে নিজের ইনস্টাগ্রামে একটি ভিডিও পোস্ট করে বিয়ের খবর জানান। বর সম্পর্কে বিস্তারিত কিছু না জানালেও শুধু এটুকু জানান, সুজানার বরের নাম সৈয়দ হক। কবে, কখন, কোথায় বিয়ে করেছেন, সে ব্যাপারেও কিছুই বলেননি। দীর্ঘদিন একা থাকার পর চলতি বছরের ২৮ অক্টোবর বিয়ের খবর জানান সুজানা জাফর।

চিত্রনায়িকা কেয়া

সাবরিনা সুলতানা কেয়া

একসময়ের জনপ্রিয় চিত্রনায়িকা কেয়া নভেম্বরের শেষ সপ্তাহে তাঁর বিয়ের খবর জানান। মধ্যরাতে ফেসবুক পোস্টের মাধ্যমে খবরটি জানান তিনি। বিয়ের অনুষ্ঠানের কোনো স্থিরচিত্রও প্রকাশ করেননি কেয়া। তিনি জানান, দুই পরিবারের সদস্যদের উপস্থিতিতে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়। বরের নাম মোস্তাক কিবরিয়া, তিনি পেশায় ব্যবসায়ী। নতুন জীবনের জন্য সবার কাছে দোয়া চেয়ে কেয়া বলেন, ‘একদম হঠাৎ করেই পারিবারিক আয়োজনে আমাদের বিয়ে হয়েছে। মা ও বোনের অসুস্থতার কারণে ঘরোয়া আয়োজনে আপাতত বিয়ের আনুষ্ঠানিকতা সারতে হয়েছে।’

বর সাইফ বাসুনিয়ার সঙ্গে তানজিকা আমিন

তানজিকা আমিন

হুট করে বিয়ের খবরটি জানান অভিনয়শিল্পী তানজিকা আমিন। বর অস্ট্রেলিয়াপ্রবাসী সাইফ বাসুনিয়া। তানজিকা জানান, ২০১৮ সাল থেকে সাইফের সঙ্গে তাঁর পরিচয়। এরপর নিজেদের মধ্যে বন্ধুত্ব তৈরি হয়। ডিসেম্বরের প্রথম সপ্তাহে রাজধানী ঢাকার বেইলি রোডে তাঁদের বাসায় বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়। এতে দুই পরিবারের ঘনিষ্ঠজনেরা উপস্থিত ছিলেন। বিশেষ এই দিনে মায়ের বিয়ের শাড়ি পরেছিলেন অভিনেত্রী। এটি তানজিকার দ্বিতীয় বিয়ে। এক যুগ আগে তানজিকা বিয়ে করেছিলেন স্থপতি এনামুল করিম নির্ঝরকে। তাঁদের সেই দাম্পত্য সম্পর্ক কয়েক বছর টিকেছিল।

গত বছর প্রথম তাঁদের পরিচয় হয় ‘রিপ্লে ১৯৮৮’ দিয়ে। সেই টিভি সিরিজের ডাবিং করতে যান শশী। প্রথম পরিচয়ের সেই দিনটিকে টি-শার্টে স্মরণ করে রেখেছেন এই তারকা।

শারমীন জোহা শশী

বিজয় দিবসে বিয়ে করেছেন ‘হাজার বছর ধরে’ ছবির নায়িকা শারমীন জোহা শশী। তাঁর বরের নাম খালিদ হোসাইন। তিনি অভি নামে পরিচিত। শশী জানান, দুই পরিবারের সদস্যদের উপস্থিতিতে ঘরোয়াভাবে তাঁদের বিয়ের আনুষ্ঠানিকতা হয়েছে। বিয়ে প্রসঙ্গে শশী জানান, দেড় বছর আগে তাঁদের পরিচয়। দীর্ঘদিন ধরেই কথা হতো তাঁদের। চার-পাঁচ মাস আগে সিদ্ধান্ত নেন বিয়ের। দেড় বছর আগে কোরীয় ড্রামা ডাবিংয়ের সূত্রেই তাঁদের পরিচয়। সেই ডাবিং পরিচালনার দায়িত্বে ছিলেন খালিদ হোসাইন, তিনি এসআরকে স্টুডিওর পক্ষ থেকে ডাবিংয়ের জন্য শশীকে ডাকেন। ‘রিপ্লাই ১৯৯৮’ নামের সিরিজের ডাবিং ঘিরেই তাঁদের প্রথম কথা ও দেখা হয়। সেই পরিচয় থেকেই ভালো লাগা ও অবশেষে পরিণয়।