ঈদের তৃতীয় দিন বিটিভি, এটিএন, চ্যানেল আই ও এনটিভিতে যা দেখতে পারেন

সাত দিনব্যাপী ঈদ আয়োজনে ভরপুর দেশের টেলিভিশন চ্যানেলগুলো। খণ্ড নাটক, টেলিছবি, ধারাবাহিক নাটক, ম্যাগাজিন অনুষ্ঠান, গানের অনুষ্ঠান, নৃত্যানুষ্ঠানসহ নানা বৈচিত্র্যময় আয়োজনে সাজানো হয়েছে চ্যানেলগুলোর অনুষ্ঠান। ঈদের তৃতীয় দিন কী কী আয়োজন থাকছে দেশের টেলিভিশন চ্যানেলগুলোতে, তা নিয়ে বিনোদনের বিশেষ এই আয়োজন।

বিটিভি
সকাল ১০টা ৩৫ মিনিটে সংগীতানুষ্ঠান ‘রঙের বাজার’। বেলা ১১টা ২৫ মিনিটে সংগীতানুষ্ঠান ‘ভালো যদি বাসো সখী’। বেলা ২টা ৩০ মিনিটে সিনেমা ওরা ভয়ঙ্কর। অভিনয়ে মান্না, মৌসুমী। বিকেল ৫টা ৩০ মিনিটে নৃত্যানুষ্ঠান ‘নৃত্যের তালে তালে’। সন্ধ্যা ৬টা ২০ মিনিটে রম্য বিতর্ক ‘বাংলাদেশের কোন ক্রিকেটার সেরা’। সন্ধ্যা ৭টায় ব্যান্ড শো ‘মিউজিক্যাল এক্সপ্রেস’। রাত ৮টা ৩০ মিনিটে বিশেষ নাটক। রাত ৯টা ৩০ মিনিটে ‘ছায়াছন্দ’।

এটিএন
সকাল ৯টায় নাটক ‘ডেয়ার ভিলেন’। অভিনয়ে অপূর্ব, কেয়া পায়েল। সকাল ১০টা ২০ মিনিটে সিনেমা ‘ঈসা খাঁ’। অভিনয়ে ডি এ তায়েব, অপু বিশ্বাস।

বেলা ২টা ৫০ মিনিটে সিনেমা ‘নাম্বার ওয়ান শাকিব খান’। অভিনয়ে শাকিব খান, অপু বিশ্বাস। বিকেল ৫টা ৫০ মিনিটে নাটক ‘লটারী’। অভিনয়ে নিলয়, হিমি। সন্ধ্যা ৭টা ৩৫ মিনিটে নাটক ‘রাতের শেষে’। অভিনয়ে অপূর্ব, তটিনী। রাত ৮টা ৫০ মিনিটে নাটক ‘ভাড়ায় চালিত’। অভিনয়ে মোশারফ করিম, জুঁই। রাত ১১টা ৩০ মিনিটে টেলিফিল্ম ‘তুমি আমার বাবা’। অভিনয়ে নিলয়, হিমি।

চ্যানেল আই
সকাল ১০টা ১৫ মিনিটে সিনেমা ‘পায়ের তলায় মাটি নাই’। অভিনয়ে মোস্তফা মনোয়ার, দীপান্বিতা মার্টিন। বেলা ২টা ৩০ মিনিটে টেলিফিল্ম ‘ভাইয়ের ঝামেলা আছে’। অভিনয়ে জাহিদ হাসান, ভাবনা।

‘পায়ের তলায় মাটি নাই’ চলচ্চিত্রের একটি দৃশ্য

বিকেল ৪টা ৩০ মিনিটে টেলিফিল্ম ‘দ্যা রাইটার’। অভিনয়ে ইয়াশ রোহান, সাফা কবির। সন্ধ্যা ৬টা ১০ মিনিটে ফরিদুর রেজা সাগরের ‘ছোট কাকু’ সিরিজের উপন্যাস অবলম্বনে নির্মিত ধারাবাহিক নাটক ‘মাওয়া থেকে হাওয়া’। সন্ধ্যা ৭টা ৫০ মিনিটে নাটক ‘আমায় ছুঁয়ে দিলে’। অভিনয়ে জুনায়েদ বোগদাদী, ললনা নুর। রাত ৯টা ৩৫ মিনিটে নাটক ‘বহিরাগত’। অভিনয়ে অপূর্ব, তটিনী, রুনা খান।

এনটিভি
সকাল ৯টায় নাটক ‘আদার হাফ’। অভিনয়ে তাহসান খান, বিদ্যা সিনহা মিম। সকাল ১০টা ৫ মিনিটে সিনেমা ‘গলুই’। অভিনয়ে শাকিব খান, পূজা চেরি। বেলা ২টা ৩০ মিনিটে টেলিফিল্ম ‘সাদা ফুল’। অভিনয়ে খায়রুল বাশার, সাদিয়া আয়মান। সন্ধ্যা ৬টা ৪৫ মিনিটে ধারাবাহিক নাটক ‘লিভিং লিজেন্ড’। অভিনয়ে মারজুক রাসেল, চাষী আলম, হাসান মাসুদ। সন্ধ্যা ৭টা ৫৫ মিনিটে নাটক ‘হঠাৎ বিয়ে’। অভিনয়ে মোশাররফ করিম, হিমি। রাত ৯টা ৩০ মিনিটে নাটক ‘শেষ বসন্ত’। অভিনয়ে অপূর্ব, সাবিলা নূর। রাত ১১টা ৫ মিনিটে নাটক ‘এক আকাশের ছাদ’। অভিনয়ে জোভান, সাফা কবির।

গলুই ছবিতে পূজা চেরি ও শাকিব খান