মণির মৃত্যুদৃশ্য দিয়েই কি শেষ হচ্ছে ‘মাশরাফি জুনিয়র’

সাফানা নমনি। ছবি: ফেসবুক
সাফানা নমনি। ছবি: ফেসবুক

দীর্ঘ ধারাবাহিক নাটক ‘মাশরাফি জুনিয়র’ দিয়ে পরিচিতি পেয়েছেন ছোট পর্দার অভিনেত্রী সাফানা নমনি। ১ হাজার ৭০ পর্ব পেরোনো এই ধারাবাহিক নাটকটি এবার কি শেষ হচ্ছে, সেই প্রশ্ন ঘুরছে। কারণ, গত সোমবার থেকে ফেসবুকে ঘুরছে ধারাবাহিকটির গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করা সাফানার মৃত্যুদৃশ্যের ছবি। ভক্তদের প্রশ্ন তাহলে কি মৃত্যু দিয়েই শেষ হচ্ছে নাটকটি। এই নিয়ে কথা বললেন পরিচালক সাজ্জাদ সুমন।

নাটকের পরিচালক সাজ্জাদ সুমন ফেসবুকে পোস্ট করে লিখেছেন, ‘কখনো ইচ্ছার বিরুদ্ধেও কাজ করতে হয়। কখনো কিছু দৃশ্য শুটিং করতে গেলে চোখে পানিও চলে আসে। কারণ, মৃত্যুর দৃশ্যে শুটিং করার চেয়ে বোধহয় কঠিন কিছু নাই।’

মৃত্যুর একটি দৃশ্যে সাফানা নমনি ও সহঅভিনয়শিল্পীরা। ছবি: ফেসবুক

অন্যদিকে অভিনেত্রী সাফানা নমনি তাঁর ফেসবুক স্ট্যাটাসে লিখেছেন, ‘আমার অভিনয়জীবন খুব দীর্ঘ নয়। কিন্তু এই স্বল্প অভিনয়জীবনে আপনাদের যে ভালোবাসা পেয়েছি, তা অবাক করার মতো। ‘মাশরাফি জুনিয়র’ এর মণি চরিত্রটিই আমাকে আপনাদের কাছে আমাকে পরিচিত করে তুলেছিল। সেই মণির মৃত্যুর দৃশ্যে অভিনয় করতে গিয়ে বুঝলাম ভালোবাসার চরিত্রকে শূন্য হয়ে যেতে দেখলে নিজের কত খারাপ লাগে! আপনাদের ভালোবাসা থাকুক আমার সঙ্গে ভবিষ্যতেও। সব সময় আপনাদের দোয়ায় থাকতে চাই।’

পরিচালক ও অভিনেত্রী স্ট্যাটাসের সঙ্গে যুক্ত করেছেন মণির বেশ কয়টি লাশের ছবি, যা নিয়ে নাটকটির দর্শকদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা যায়। কেউ কেউ প্রশ্ন করেছেন, যদি আসন্ন কোনো পর্বে মণির মৃত্যুই হয় তাহলে কে হবে ‘মাশরাফি জুনিয়র’? নাকি শেষ হতে চলেছেন দীর্ঘ ধারাবাহিকটি।

সাফানা নমনি। ছবি: ফেসবুক

তাহলে কি শেষ হচ্ছে ধারাবাহিকটি? এমন প্রশ্নে নাটকের পরিচালক সাজ্জাদ সুমন বলেন, ‘আমরা একটি জায়গায় গিয়ে গল্প শেষ করে দেব। শেষের জায়গাটা রাখছি। তবে এমন না এটা আরও ৫০০ পর্ব বাড়বে। সেদিকে হয়তো আমরা যাব না। এটা একটি মেগা সিরিয়াল, সেখানে অনেক টুইস্ট থাকে। সেই জায়গা আমরা তৈরি করেছি। নাটকের ভক্তরা এবার নতুন কিছুর মুখোমুখি হবে। মণির মারা যাওয়ার দৃশ্যে শুটিং করেছি গতকাল। অনেকেই ধরে নিয়েছেন, শেষ হচ্ছে নাটকটি। আমরা দর্শকদের প্রতিক্রিয়ার ওপর নির্ভর করে এটা পর্ব কমবেশি হতে পারে। সেটা টেলিভিশন কর্তৃপক্ষ সিদ্ধান্ত নেবে।’

পরিচালক সাজ্জাদ সুমন। ছবি: ফেসবুক

সাফানা ছাড়াও নাটকে আরও অভিনয় করেছেন সোহেল তৌফিক, গোলাম ফরিদা ছন্দা, চিত্রলেখা গুহ, সমু চৌধুরী, রোজী সিদ্দিকী, তৌফিকুল ইমন, শাহজাহান সৌরভ, আজিজুন মীম, শেহজাদ ওমরসহ আরও অনেকে। প্রতিদিন রাত ৮টা ৩০ মিনিটে দীপ্ত টিভিতে প্রচার হয়। তার আগেই ‘মাশরাফি জুনিয়র’ দেখা যায় দীপ্ত প্লে। এটি ইউটিউব ও ফেসবুকেও ভক্তরা দেখতে পারেন।