রাজীবের জন্মদিনে মেহজাবীন ও অন্যরা

নিয়মিত সামাজিক যোগাযোগমাধ্যমে ভক্তদের জন্য ছবি পোস্ট করেন তারকারা। সেসব ছবি অনেক সময় বলে দেয় তারকাদের মনের কথা, কাজের কথা। নির্মাতা আদনান আল রাজীবের জন্মদিন উপলক্ষে ফেসবুকে তাঁর কাছের কয়েকজন নির্মাতা, অভিনয়শিল্পী ও গানের অঙ্গনের বন্ধু-সহকর্মীরা নৌবিহারের ছবি পোস্ট করেছেন।
ছবিতে অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশা, নির্মাতা আদনান আল রাজীব, রেদওয়ান রনি ও অভিনেত্রী মেহজাবীন চৌধুরী। নির্মাতা আদনান আল রাজীবের সঙ্গে অভিনেত্রী মেহজাবীনের প্রেম ও বিয়ের ‘গুজব’ শোনা গেছে নানা সময়ে। অবশ্য দুজনের কেউই ব্যক্তিগত বিষয় নিয়ে কথা বলতে চান না। ১১ মে আদনানের জন্মদিন উপলক্ষে আয়োজিত বিশেষ অনুষ্ঠানে তোলা একটি ছবি নিয়ে বিষয়টি আবার চর্চায় আসে। এদিন আদনানের সঙ্গে মেহজাবীনের একটি স্থিরচিত্র ফ্রেমবন্দী করে উপহার দেন অভিনেত্রী তিশা। ছবিটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। ফেসবুকে কেউ কেউ ছবিটি শেয়ার করে লিখেছেন, তাহলে কি তাঁরা সত্যিই বিয়ে করেছেন?
ছবি : ফেসবুক
নিজের জন্মদিনে মেহজাবীনের সঙ্গে এভাবেই ফ্রেমবন্দী হতে দেখা গেছে আদনানকে
পরিচালক মোস্তফা সরয়ার ফারুকী তাঁর ফেসবুকে বেশ কয়েকটি স্থিরচিত্র পোস্ট করে লিখেছেন, ‘আ গ্রেট বার্থ ডে পার্টি ফর আদনান হোস্টেট বাই অ্যান আননোন পারসন!’ পোস্টের সেসব স্থিরচিত্রের মন্তব্যের ঘরে আদনান লিখেছেন, ‘দ্য মোস্ট বিউটিফুল ডে অব দিস ইয়ার। থ্যাংক ইউ।’
আদনান আল রাজীবের জন্মদিনের কেক কাটার মুহূর্তে ডান পাশে দাঁড়িয়ে আছেন অভিনয়শিল্পী মেহজাবীন। এ সময় তাঁদের পাশে তাসনিয়া ফারিণসহ বিনোদন অঙ্গনের কয়েকজন সহকর্মীকেও দেখা যায়
নৌবিহারে আমন্ত্রিত অতিথি হিসেবে ছিলেন মোস্তফা সরয়ার ফারুকী ও নুসরাত ইমরোজ তিশা দম্পতি। এ দম্পতির সঙ্গে তাঁদের একমাত্র সন্তান ইলহামকেও দেখা যাচ্ছে
এ মুহূর্তে মহানগর ওয়েব বানিয়ে বেশ আলোচিত আশফাক নিপুন। সংগীতশিল্পী স্ত্রী এলিটা করিমকে সঙ্গে নিয়ে তিনিও গিয়েছিলেন আদনান আল রাজীবের জন্মদিনের আয়োজনে
জন্মদিনের আয়োজনে হাস্যোজ্জ্বল আদনান আল রাজীব
বাস্তব সম্পর্ক যা-ই থাক, নেট দুনিয়ায় একে অন্যের সঙ্গে মজা করতে ছাড়েন না কেউই। প্রায়ই সামাজিক যোগাযোগমাধ্যমে একে অন্যের পোস্টে মজার মন্তব্য করেন। আদনানের জন্মদিনে মেহজাবীনের সঙ্গে এভাবেই ফ্রেমবন্দী হতে দেখা গেছে তাঁদের