বলিউডের রেখা ও বাংলাদেশের সুবর্ণা মুস্তাফা থেকে হুমায়ূন ফরীদি, মৌসুমীদের অমূল্য ৫ মুহূর্ত

কখনো আড্ডায়, কখনো হঠাৎ দেখা হয়ে যায়। কাজের বাইরে বিভিন্ন সময়ে তারকারা ফ্রেমবন্দী হয়েছিলেন। সেই ছবিগুলো এখন ভক্তদের জন্য চমক। ছবিগুলোর মুহূর্ত যে সেই অতীতে নিয়ে যায়। মনে করিয়ে দেয় সোনালি দিনের কথা। তারকাদের তেমন কিছু ছবি বিভিন্ন সময় ফেসবুকে প্রকাশিত হয়েছে। সেই ছবিগুলো একনজরে দেখে নিতে পারেন।

চেনা যায় গুণী অভিনয়শিল্পী দম্পতি সৈয়দ হাসান ইমাম ও লায়লা হাসানকে? সত্তর দশকে দুই সন্তানকে নিয়ে তাঁরা ফ্রেমবন্দী হয়েছিলেন। তখন চিত্রনায়কের ভূমিকায় অভিনয় করতেন হাসান ইমাম।
ছবি: সংগৃহীত
১৯৯২ সালে একসঙ্গে ফ্রেমবন্দী হয়েছিলেন হুমায়ূন আহমেদ, হুমায়ুন ফরীদি, সুবর্ণা মুস্তাফা, আসাদুজ্জামান নূর প্রমুখ। পরবর্তী সময়ে তাঁদের একসঙ্গে খুব কম ছবিতেই দেখা গেছে। ছবিটি ভক্তদের কাছে অমূল্য সম্পদ। ছবিটি কোথায় ফ্রেমবন্দী করা, সেটা জানা যায়নি।
যুক্তরাজ্যের একটি আয়োজনে অংশ নিয়েছিলেন দেশের জনপ্রিয় অভিনেত্রী মৌসুমী, ওমর সানী, ফেরদৌস আহমেদ, নোবেল এবং গায়ক হাসান ও আসিফ আকবর। তাঁরা ২০০৪ সালে লন্ডন শহরে একসঙ্গে ফ্রেমবন্দী হন। সেই সময় থেকেই তুমুল আলোচিত ছিলেন তাঁরা।
ভারতের জনপ্রিয় অভিনেত্রীর রেখাসহ বেশ কিছু তারকার সঙ্গে হঠাৎ দেখা হয়েছিল বাংলাদেশি অভিনেত্রী সুবর্ণা মুস্তাফার। ছবিটি নিয়ে অভিনেত্রী সুবর্ণা মুস্তাফা জানান, এটা উজবেকিস্তানের তাসখন্দ চলচ্চিত্র উৎসব থেকে তোলা। উৎসবে তাঁদের সিনেমা আমন্ত্রণ পেয়েছিল
প্রথমবার একসঙ্গে সিনেমায় নাম লেখান চিত্রনায়ক রিয়াজ ও শ্রাবন্তী। তাঁরা অভিনয় করেন ‘রং নাম্বার’ সিনেমায়। ২০০৫ সালে সিনেমাটির প্রিমিয়ারে শ্রাবন্তী ও রিয়াজ। সিনেমাটির পরিচালনা করেছিলেন মতিন রহমান।