চলতি বছরের সেরা ১০ সিরিজের তালিকা প্রকাশ করেছে টাইম সাময়িকী। থ্রিলার ও ড্রামা থেকে বিভিন্ন ঘরানার সিরিজ রয়েছে এই তালিকায়।
‘শোগান’
তালিকার শীর্ষে রয়েছে হুলুতে মুক্তি পাওয়া এই ড্রামা সিরিজটি। এমিতে রেকর্ড ১৮টি পুরস্কার জেতা সিরিজটিকে চলতি বছরের অন্যতম সেরা সিরিজ মনে করেন অনেক সমালোচক। ১০ পর্বের সিরিজটি নির্মিত হয়েছে ১৯৭৫ সালে প্রকাশিত জেমস ক্ল্যাভেলের উপন্যাস অবলম্বনে।
নির্মাণ, চিত্রনাট্য, ভিজ্যুয়াল, অভিনয় মিলিয়ে সিরিজটি এতটাই প্রশংসিত হয়েছে যে এর মধ্যেই এটির দ্বিতীয় ও তৃতীয় মৌসুমের কাজ শুরু হয়ে গেছে। সিরিজটিতে অভিনয় করেছেন হিরোয়কি সানাদা, কসমো জার্ভিস, আনা সাওয়াই প্রমুখ।
‘ইন্ডাস্ট্রি’
তালিকার দুইয়ে রয়েছে এইচবিওর এ সিরিজটি। ২০২০ সালে মুক্তি পায় সিরিজটির প্রথম মৌসুম, চলতি বছর এসেছে তৃতীয় কিস্তি। লন্ডনের একটি ব্যাংকের গল্প নিয়ে নির্মিত হয়েছে সিরিজটি। কাল্পনিক এক ব্যাংকের গল্পের মাধ্যমে পুঁজিবাদের নানা রূপ দেখিয়েছেন নির্মাতা। মিকি ডন ও কোনার্ড কের সিরিজটিতে অভিনয় করেছেন মারিসা অ্যাবেলা, কেন লেউং প্রমুখ।
‘সে নাথিং’
হুলু ও ডিজনি প্লাসে প্রচারিত এই আইরিশ সিরিজটি মুক্তির পরেই আলোচনায় উঠে আসে। আট পর্বের ঐতিহাসিক ড্রামা ঘরানার সিরিজটি তৈরি হয়েছে প্যাট্রিক র্যাডেন কিফের উপন্যাস অবলম্বনে। জশ জেতুমার পরিচালিত সিরিজটিতে অভিনয় করেছেন লোলা পেট্টিক্রু, হ্যাজেল ডৌপ, অ্যান্থনি বয়েল।
‘পেনেলোপে’
১৬ বছর বয়সী এক কিশোরী বাড়ি ছাড়ে প্রকৃতির টানে। আধুনিক জীবনের চেয়ে বন্য–জীবনই তাঁর ভালো লাগে। এমন গল্প নিয়ে নির্মিত হয়েছে নেটফ্লিক্সের সিরিজটি। মার্ক ডাপ্লাস ও মেল এসলিন নির্মিত এ সিরিজের প্রধান চরিত্রে অভিনয় করেছেন মেগান স্কট।
‘ফ্যান্টাসমাস’
কমেডি ঘরানার ছয় পর্বের সিরিজটি মুক্তি পায় গত জুনে। এইচবিওর সিরিজটি বানিয়েছেন হুলিও তোরেস। এতে নির্মাতা হুলিও তোরেস নিজেও অভিনয় করেছেন। এ ছাড়া আছেন মার্টিন গুতিরেজ।
‘সামবডি সামহয়ার’
মার্কিন এই কমেডি-ড্রামা সিরিজের প্রধান চরিত্রে অভিনয় করেছেন ব্রিজেট এভারেট। হানাহ বস ও পল থুরিনের সিরিজটি প্রচারিত হয়েছে এইচবিওতে। ২০২২ সালে মুক্তি পায় সিরিজটির প্রথম মৌসুম। এবার এসেছে তৃতীয় মৌসুমের সাতটি পর্ব।
‘ইন্টারভিউ উইথ দ্য ভ্যাম্পায়ার’
অ্যানে রাইসের দ্য ভ্যাম্পায়ার ক্রনিকলস অবলম্বনে নির্মিত এই গথিক হরর সিরিজটি বানিয়েছেন রোলিন জোন্স। ২০২২ সালে প্রিমিয়ারের পর সিরিজটি প্রশংসিত হয়। চলতি বছর মুক্তি পেয়েছে সিরিজটির দ্বিতীয় কিস্তি। এতে অভিনয় করেছেন জ্যাকব অ্যান্ডারসন, স্যাম রেইড। এটি প্রচারিত হয়েছে এএমসি নেটওয়ার্কে।
‘দ্য সিমপ্যাথাইজার’
তালিকার আটে আছে এইচবিওর আরেকটি সিরিজ ‘দ্য সিমপ্যাথাইজার’। সাত পর্বের সিরিজটি যৌথভাবে নির্মাণ করেছেন পার্ক চান-উক ও মার্ক মুনডেন ও ফারনান্দো মেইরিলেস। এতে অভিনয় করেছেন রবার্ট ডাউনি জুনিয়র ও হোয়া সোয়ানদে।
‘বেবি রেইন্ডার’
নেটফ্লিক্সে মুক্তি পাওয়া এই ব্রিটিশ ব্ল্যাক কমেডি সিরিজ চলতি বছরের অন্যতম চর্চিত কাজ। ওয়েরোনিকা টোফিসকা ও জোসেফিন ব্ররনেবাচ পরিচালিত সিরিজটিতে অভিনয় করেছেন রিচার্ড গাড, জেসিকা গার্নিং প্রমুখ। সাত পর্বের সিরিজটিতে যেভাবে আবেগকে ঘিরে তৈরি হওয়া জটিলতা তুলে ধরেছেন নির্মাতা, সেটার তারিফ করেছেন সমালোচকেরা। চলতি বছর নেটফ্লিক্সের সবচেয়ে বেশি দেখা সিরিজের একটি এটি।
‘পাচিনকো’
টাইম–এর তালিকায় সেরা ১০ সিরিজের মধ্যে সর্বশেষটি অ্যাপল টিভি প্লাসের ‘পাচিনকো’। ড্রামা ঘরানার সিরিজটিতে ১৯১৫ থেকে ১৯৮৯ সাল পর্যন্ত একটি কোরীয় পরিবারের কয়েক প্রজন্মের গল্প তুলে ধরা হয়েছে।
মিন জিন লির একই নামের উপন্যাস অবলম্বনে নির্মিত এ সিরিজটি বানিয়েছেন সু হিউ। এতে অভিনয় করেছেন সোজি আরাই, জিন হা, জুন-উ জুং।