কেয়া পায়েল। ছবি: অভিনেত্রীর সৌজন্যে
কেয়া পায়েল। ছবি: অভিনেত্রীর সৌজন্যে

আয় করে পরিবার চালাতে হবে, এটা ভাবতে হয়নি: কেয়া পায়েল

নাটকের মধ্যে ইউটিউব ট্রেন্ডিংয়ের শীর্ষে রয়েছে ‘শুধু তোমার জন্য’; শাহ মোহাম্মদ রাকিব পরিচালিত নাটকটিতে অভিনয় করেছেন কেয়া পায়েল। এ অভিনেত্রীর আরেকটি নাটক ‘চেয়েছি তোমার হতে’ রয়েছে ট্রেন্ডিংয়ের ছয় নম্বরে। নাটক, ক্যারিয়ার ভাবনাসহ নানা প্রসঙ্গে তাঁর সঙ্গে কথা বলল বিনোদন

প্রশ্ন

‘শুধু তোমার জন্য’ নাটকটি নিয়ে দর্শক কী বলছেন?

মুশফিক আর ফারহান ভাইয়ার সঙ্গে আমার জুটিকে দর্শক ইতিবাচকভাবে দেখছেন—এ ব্যাপারটি ভালো লাগছে। রোমান্টিক নাটক হিসেবে যথেষ্ট প্রশংসা পাচ্ছি। ভিউ কোটি ছাড়িয়ে গেছে। এ ছাড়া চেয়েছি তোমার হতে নাটকটির জন্যও প্রশংসা পাচ্ছি।

প্রশ্ন

নাটক প্রচার হওয়ার পরে ইউটিউবে মন্তব্য পড়া হয়?

মাঝেমধ্যে মন্তব্য পড়ি। বুঝতে পারি, আমাদের নাটক দর্শকেরা পছন্দ করেন। অনেক গঠনমূলক মন্তব্যও থাকে।

কেয়া পায়েল। ছবি: অভিনেত্রীর সৌজন্যে
প্রশ্ন

তৌসিফ, জোভানের সঙ্গে তুলনামূলক রোমান্টিক নাটকে বেশি দেখা যায় আপনাকে। আবার মুশফিক ফারহানের সঙ্গেও অভিনয় করেন। কার সঙ্গে অভিনয়ের অভিজ্ঞতা কেমন?

আমি কিন্তু সবার সঙ্গেই কমবেশি রোমান্টিক গল্পে অভিনয় করি। ফারহান ভাইয়ার সঙ্গে বেশ কিছু রোমান্টিক গল্পে কাজ করেছি। তৌসিফ, জোভান ভাইদের সঙ্গে সংখ্যায় কিছুটা বেশি হবে। সবাই খুবই সহযোগিতা করেন। সবার আলাদা দর্শক রয়েছে। দর্শক কখন কার সঙ্গে জুটি বেশি পছন্দ করেন, আমি নিজেও কনফিউজড হয়ে যাই।

কেয়া পায়েল। ছবি: অভিনেত্রীর সৌজন্যে
প্রশ্ন

আগের চেয়ে অভিনয়ে কম দেখা যায় কেন?

একসময় অনেক কাজ করেছি। এত দিনে বলার মতো একটা জায়গা তৈরি হয়েছে। সেই জায়গাটা ধরে রাখতে চাই। এখন কাজের সংখ্যার চেয়ে মানে বেশি গুরুত্ব দিই।

কেয়া পায়েল। ছবি: অভিনেত্রীর সৌজন্যে
প্রশ্ন

নিজের কাজ মূল্যায়ন করতে বললে কী বলবেন?

নিজের কাজ নিয়ে পুরোপুরি খুশি, তা বলব না। আমি এখনো শিখছি। ২০১৮ সালে অভিনয় শুরুর পর দর্শকদের ভালোবাসা পেয়েছি। আমার অভিনয়শিল্পী ইমেজটি ধরে রাখতে চাই। সেটাই আমার পরিকল্পনা। যদি কখনো অভিনয় না–ও করি, তবু যেন কাজের জন্য সম্মানটা পাই। সেই কারণে অভিনয়ের প্রতি আমার দায়বদ্ধতা তৈরি হয়েছে। এখন অনেক সচেতনতার সঙ্গে কাজ করি। আমার সবচেয়ে বড় সমালোচক মা। এ ছাড়া আব্বু ও ছোট ভাই তাদের কাছ থেকে নিয়মিত ফিডব্যাক নিই। অনেক সময় দর্শকের মন্তব্য পড়েও সচেতন হই।

প্রশ্ন

আয়ের জন্য কাজ করতে হবে—এমনটা কি ভাবতে হয়েছে?

আমার আয়ের ওপর পরিবার নির্ভরশীল না। শখে অভিনয়ে এসেছিলাম। আয় করে পরিবার চালাতে হবে, এটা ভাবতে হয়নি। কেউ আমার অর্থ পাওয়ার অপেক্ষা করে না।

প্রশ্ন

আপনার সহকর্মীরা অনেকেই ওটিটি ও অন্যান্য প্ল্যাটফর্মে কাজ করছেন। আপনি এখনো নাম লেখাননি কেন?

আমার কাছে এখন প্ল্যাটফর্ম গুরুত্বপূর্ণ না। যে ধরনের গল্পে কাজ করতে স্বচ্ছন্দ, সে ধরনের গল্পেই কাজ করে যেতে চাই। প্ল্যাটফর্মকে বড় করে দেখি না। নাটকে যে আন্তরিকতা নিয়ে কাজগুলো হয়, হুট করে অন্য প্ল্যাটফর্মে এমনটা পাব না। এ জন্য সময় নিচ্ছি। ভালো কিছু পেলে যাব।

প্রশ্ন

সিনেমায় প্রস্তাব পেয়েছেন?

বেশ কিছু সিনেমায় প্রস্তাব পেয়েছি। কিন্তু গল্প শুনে স্বাচ্ছন্দ্যবোধ করিনি, তাই কাজগুলো করা হয়নি।

কেয়া পায়েল। ছবি: অভিনেত্রীর সৌজন্যে
প্রশ্ন

এখন ব্যস্ততা কী নিয়ে?

ভালোবাসা দিবসের তিন কি চারটি নাটক প্রচারিত হবে। সেগুলো নিয়ে দর্শকদের কাছে অনেক আশা রয়েছে। পরেই আবার ঈদের কাজে ব্যস্ত হব। তবে খুব বেশি কাজ করব না।