আজ আর্জেন্টিনার সামনে কঠিন এক লড়াই। হারলে বিশ্বকাপ থেকে ছিটকে পড়ার আশঙ্কা। এই নিয়ে চিন্তিত আর্জেন্টিনার সমর্থক বিনোদনজগতের তারকারা। তাঁদের এই চিন্তায় যেন আগুনে ঘি ঢালছেন ব্রাজিল সমর্থকেরা। বিভিন্ন সময় আর্জেন্টিনা নিয়ে কী বলেছেন তাঁরা, দেখুন ছবিতে
অভিনেত্রী বিদ্যা সিনহা মিম ব্রাজিলের সমর্থক। খেলা নিয়েই সব সময় বিনোদনে থাকতে চান। এই অভিনেত্রী আজ ‘আর্জেন্টিনা থেকে ব্রাজিলে যোগদান ফরম’ নামের একটি ফরম ফেসবুকে প্রকাশ করে আর্জেন্টিনা সমর্থকদের উদ্দেশে লিখেছেন, ‘এখনো সময় আছে, এটাই জ্ঞানীর কাজ হবে।’
ব্রাজিলের খেলার সময় চলচ্চিত্র নির্মাতা মোস্তফা সরওয়ার ফারুকী আর্জেন্টিনার সমর্থকদের খোঁচা দিয়ে লিখেছেন, ‘আপামর জনসাধারণের বৃহত্তর স্বার্থে আজকে ব্রাজিলের হারা উচিত। এ ছাড়া তো আমি আমার কিছু বন্ধুদের মুখে হাসি ফোটানোর আর কোনো রাস্তা দেখতেছি না।’
বিজ্ঞাপন
চলচ্চিত্র নির্মাতা অমিতাভ রেজা চৌধুরী আর্জেন্টিনা সমর্থকদের উদ্দেশে লিখেছেন, ‘১৯৮৬ সালে প্রথম ফুটবল খেলা দেখা সব মুরব্বি আর্জেটিনা (আর্জেন্টিনা) সাপোর্টারদের কাছে আমি আগামীকাল ব্রাজিলের জন্য খাস দিলে দোয়া চাই।’
বিজ্ঞাপন
ব্রাজিলের সমর্থক শতাব্দী ওয়াদুদ আজকের খেলার ফলাফল পূর্বানুমান করেছেন। তিনি মনে করেন, আর্জেন্টিনা তিন গোল দেবে। অন্যদিকে এক গোল দেবে মেক্সিকো। তিনি ফেসবুকে লিখেছেন, ‘আমি চাই, আজ মেক্সিকোর সঙ্গে আর্জেন্টিনা জিতুক, পরের রাউন্ডে যাক। তাতে সবাই মেসির আরও বেশি ম্যাচ দেখতে পারব।’অভিনেতা রওনক হাসান ছবিটি পোস্ট করে লিখেছেন, ‘বহুত হইছে! হারজেনটিনার (আর্জেন্টিনা) লোকজন এইবার ঘুমাইতে যাও। তোমাদের মতো ব্রাজিল প্র্যাকটিস ম্যাচ খেলে নাই। প্র্যাকটিস ভালো হইছে! আবার দেখা হবে’একদিকে আর্জেন্টিনার হার, অন্যদিকে অপূর্বর আনন্দ। ছবিটি পোস্ট করে অপূর্ব লিখেছেন, ‘না, এমনিতেই পোস্ট করলাম।’সৌদির সঙ্গে পরাজয়ের দিনে পরিচালক আশফাক নিপুণ লিখেছেন, ‘আর্জেন্টিনার হারকে যদি আপসেট বলা হয়, তাহলে ‘আপসেট’ স্বয়ং আপসেট হয়ে যাবে। হ্যাটস অফ টু সৌদি আরব, এভাবে আর্জেন্টিনাকে নাকানিচুবানি খাওয়ানোর জন্য! খামোশ আর্জেন্টিনা। বিশ্বকাপ জমে গেছে।’অভিনেতা রাশেদ মামুন আর্জেন্টিনাকে উপহাস করে কবিতাই লিখে ফেললেন, ‘ও গো আর্জেন্টিনা গো/জয় চাই, জিততেই হবে/আমার ছেলের জন্য/আমার ভাইদের জন্য/আমার বন্ধুদের জন্য/ওদের মন খারাপ দেখলে/জীবনের কোনো ‘কাপে’-ই/আমার উত্তাপ নাই, আনন্দ নাই।’